পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৪০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○> *、 লোকেরা তাহার পিতৃলোকদের সহিত রাজাদের কবর-স্থানের ক্ষেত্রে তাহার কবর দিল, কারণ তাহারা কহিল, তিনি কুণ্ঠী। পরে তাহার পুত্ৰ যোথম তাহার পদে রাজা হইলেন । যেtথম রাজার বিবরণ। २१ যৌথম পচিশ বৎসর বয়সে রাজত্ব করিতে আরম্ভ করেন, এবং যিরশালেমে ষোল বৎসর রাজত্ব করেন ; তাহার মাতার নাম ফিরূশ, তিনি ২ সাদোকের কন্যা। যোথম আপন পিতা উষিয়ের সমস্ত কাৰ্য্যানুসারে সদাপ্রভুর দৃষ্টিতে যাহা স্তায্য তাহ। করিতেন, কিন্তু সদlপ্রভুর মন্দিরে যাইতেন না ; এবং ৩ লোকের তৎকালেও দুরাচরণ করিত। তিনি সদাপ্রভুর গৃহের উচ্চতর দ্বার গাথাইলেন, এবং ওফলের ৪ ভিত্তির অনেক স্থান গাথাইলেন ; আর তিনি যিহুদার পৰ্ববতময় প্রদেশের নানা স্থানে নগর এবং নানা বনে ৫ গড় ও দুর্গ নিৰ্ম্মাণ করিলেন। আর তিনি অন্মোনসন্তানগণের রাজার সহিত যুদ্ধ করিয়া তাহাদিগকে জয় করিলেন ; তাহাতে অন্মোন-সন্তানগণ সেই বৎসরে তাহাকে এক শত তালন্ত রৌপ্য, দশ সহস্র কোর গোম ও দশ সহস্ৰ [কোর] যব দিল ; এবং দ্বিতীয় ও তৃতীয় বৎসরেও অন্মোন-সন্তানগণ তাহাকে ৬ তত দিল । এইরূপে যেlথম শক্তিমান হইলেন, কেননা তিনি আপন ঈশ্বর সদপ্রভুর সাক্ষাতে আপন পথ ব্যবস্থিত করিয়াছিলেন । ৭ যোথমের অবশিষ্ট কৰ্ম্মের বৃত্তান্ত, তাহীর সমস্ত যুদ্ধ ও চরিত্র, দেখ, ইস্রায়েলের ও যিহদার রাজগণের ইতি৮ হাস-পুস্তকে লিখিত আছে। তিনি পচিশ বৎসর বয়সে রাজত্ব করিতে আরম্ভ করেন, এবং যিরশালেমে ষোল ৯ বৎসর রাজত্ব করেন। পরে যেtথম আপন পিতৃলোকদের সহিত নিদ্রাগত হইলে লোকের তাহকে দায়ুদনগরে কবর দিল, এবং তাহীর পুত্র আহস তাহার পদে রাজী হইলেন । আহস রাজার বিবরণ। રઝ আইস বিংশতি বৎসর বয়সে রাজত্ব করিতে আরম্ভ করেন, এবং iযরশালেমে ষোল বৎসর কাল রাজত্ব করেন ; তিনি আপন পিতৃপুরুষ দায়ুদের স্থায় সদাপ্রভুর দৃষ্টিতে যাহা স্থায্য তাহা করিতেন না; ২ কিন্তু ইস্রায়েলের রাজাদের পথে চলিতেন, আর বাল দেবগণের উদ্দেশে ছাচে ঢাল প্রতিম নিৰ্ম্মাণ করাই৩ লেন । আর তিনি হিন্নোমের পুত্রের উপত্যকাতে ধূপ জ্বালাইতেন, এবং সদাপ্রভু ইস্রায়েল-সন্তানগণের সম্মুখ হইতে যে জাতিগণকে অধিকারচু্যত করিয়াছিলেন, তাহদের ঘৃণিত ক্রিয়। অনুসারে তিনি তাপন সন্তান৪ দিগকে অগ্নিতে দগ্ধ করিলেন। আর তিনি নন। ২ বংশাবলি । [ *、* ; >ー込レ; >c l উচ্চস্থলীতে, নানা পাহাড়ের উপরে ও প্রত্যেক হরিৎপর্ণ বৃক্ষের তলে বলিদান করিতেন ও ধূপ জ্বালাই৫ তেন। অতএব তাহার ঈশ্বর সদাপ্রভু তাঁহাকে অরাম রাজের হস্তে সমর্পণ করিলেন, তাহাতে আরামীয়ের তাহাকে পরাজয় করিল, এবং তাহার অনেক লোককে বন্দি করিয়া দম্মুেশকে লইয়া গেল। আবার তিনি ইস্রায়েলের রাজার হস্তেও সমৰ্পিত হইলেন, ইনিও ৬ মহাসংহারে তাহীকে পরাজয় করিলেন । কারণ রমলিয়ের পুত্র পেকহ যিহুদায় এক লক্ষ বিংশতি সহস্ৰ বীৰ্য্যবান লোককে এক দিনে বধ করিলেন, যেহেতুক তাহার। আপনাদের পিতৃপুরুষদের ঈশ্বর সদাপ্রভুকে ৭ ত্যাগ করিয়াছিল। আর সিখি নামে এক জন ইক্ৰfয়মীয় বিক্রমশালী লোক রাজার পুত্র মাসেয়কে, বাটীর অধ্যক্ষ অস্ত্রী কামকে ও রাজার প্রধান অমাত্য ৮ ইল্কানকে বধ করিল। আর ইস্রায়েল-সন্তানগণ আপনাদের ভ্রাতৃগণের স্ত্রী পুত্ৰ কম্বা দুই লক্ষ প্রাণীকে বন্দি করিয়া লইয়া গেল, এবং তাহীদের অনেক দ্রব্যও লুট করিল, আর সেই সকল লুটিত বস্তু শম৯ রিয়াতে লইয়া গেল। কিন্তু তথায় ওদেদ নামে সদাপ্রভুর এক জন ভাববাদী ছিলেন ; তিনি শমরিয়াতে প্রত্যাগত সৈদ্যসামন্তের সহিত সাক্ষাৎ করিতে বাহির হইয় তাহাদিগকে কহিলেন, দেখ, তোমাদের পিতৃপুরুষদের ঈশ্বর সদাপ্রভু যিহূদীর উপরে ক্রুদ্ধ হওয়াতে তোমাদের হস্তে তাহাদিগকে সমর্পণ করিয়াছেন, আর তোমরা গগনস্পশা ক্রোধাগ্নি দ্বারা তাহ১০ দিগকে বধ করিয়াছ । আর এখন যিহুদার ও ফিরাশালেমের লোকদিগকে আপনাদের দাস দাসী করিয়া বশে রাখিবার মানস করিতেছ ; কিন্তু তোমাদের ঈশ্বর সদাপ্রভুর বিরুদ্ধে তোমাদের নিজেরও কি দোষ ১১ নাই ? অতএব এখন আমার কথা শুন ; তোমরা আপনাদের ভ্রাতৃগণ হইতে যাহাদিগকে বন্দি করিয়৷ অনিয়াছ, তাহাদিগকে ফিরিয়া পঠাইয় দেও : কেননা সদাপ্রভুর প্রচণ্ড ক্ৰোধ তোমাদের উপরে রহি১২ ফ্লাছে। তখন ইফুয়িম-সন্তানগণের মধ্যে কয়েক জন প্রধান লোক, অর্থাৎ যিহেহননের পুত্র অসরিয়, মশিল্লেমোতের পুত্র বেরিখিয়, শল্লমের পুত্র যিহিঞ্চিয় ও হলিয়ের পুত্র অমাস যুদ্ধযাত্রী হইতে প্রত্যাগত ১৩ লোকদের বিপক্ষে উঠিলেন, এবং তাহাদিগকে কহিলেন, তোমরা বন্দিদিগকে এ স্থানে আনিও না ; কেননা তামাদের পাপ ও দোষ সকলের উপরে, তোমরা সদাপ্রভুর নিকটে আমাদিগকে [আরও] দোষগ্রস্ত করিতে মানস করিতেছ ; আমাদের ত মহাদোষ হইয়াছ, ও ইস্রায়েলের উপরে সদাপ্রভুর প্রচণ্ড ১৪ ক্রোধ রহিয়াছে । তখন অস্ত্রধারী লোকের সেই বন্দিদিগকে ও লুটিত বস্তু সকল অধ্যক্ষদের ও সমস্ত ১৫ সমাজের সম্মুখে রাখিল । পরে উপরি উক্ত নাম বিশিষ্ট পুরুষের উঠিয়া বন্দিদিগকে লইয়া লুটিত বস্ত্র দ্বারা, তাহদের মধ্যে যাহার। উলঙ্গ ছিল, সকলকে পরিচ্ছন্ন 392