○* ; R – 3)? | ] করিতে আমাদের ঈশ্বর সদাপ্রভু আমাদের সহায় । তখন লোকের যিহুদা-রাজ হিস্কিয়ের বাক্যে নির্ভর कद्भिक्ल । ৯ তৎপরে অশুর-রাজ সন্নাহরীব আপনি যৎকালে সৈন্তসামন্তের সহিত লার্থীশ অবরোধ করেন, তৎকালে যিরশালেমে যিহুদা-রাজ হিস্কিয়ের নিকটে ও যিরাশালেমে উপস্থিত সমস্ত যিহদার নিকটে আপন দাসগণ ১• দ্বারা এই কথা বলিয়। পাঠাইলেন ; অশূর-রাজ সনহেরীব এই কথা কহেন, তোমরা কিসের উপর নির্ভর করিতেছ যে, যিরশালেমের দুর্গমধ্যে বাস করিতেছ ? ১১ হিন্ধিয় কি ক্ষুৎপিপাসায় মরিতে দিবার জন্ত তোমাদিগকে মুগ্ধ করিতেছে না ? সে বলিতেছে, আমাদের ঈশ্বর সদাপ্রভু আমাদিগকে অশুর-রাজের হস্ত হইতে ১২ উদ্ধার করবেন। ঐ হিস্কিয়ই কি তাহার উচ্চস্থলী ও যজ্ঞবেদি সকল দূর করে নাই ? এবং “তোমাদিগকে একই যজ্ঞবেদির সম্মুগে প্ৰণিপাত করিতে ও তাহারই উপরে ধুপ জ্বালাইতে হইবে, এই আজ্ঞ কি যিহদাকে ১৩ ও যিরশালেমকে দেয় নাই ? আমি ও আমার পিতৃপুরুষের আমরা অন্তান্ত দেশস্থ সমস্ত লোকসমাজের প্রতি যাহা করিয়াছি, তোমরা কি তাহ জান না ? সেই সকল দেশের জাতিগণের দেবতার কি কোন প্রকারে অমর হস্ত হইতে আপন আপন দেশ উদ্ধার ১৪ করিতে সমর্থ হইয়াছে ? আমার পিতৃপুরুষের যে সকল জাতিকে নিঃশেষে বিনাশ করিয়াছেন, তাহীদের সমস্ত দেবতার মধ্যে কে আপিন প্রজাদিগকে আমার হস্ত হইতে উদ্ধার করিতে পারিয়াছিল ? তবে তোমাদের ঈশ্বর আমীর হস্ত হইতে যে তোমাদিগকে ১৫ উদ্ধার করিতে পারে, ইহা কি সস্তব ? অতএব হিন্ধিয় তোমাদিগকে না ভুলাউক, ও এইরূপে মুগ্ধ না করুক ; তোমরা তাহীকে বিশ্বাস করিও না ; কেনন। আমার হস্ত হইতে ও আমার পিতৃপুরুষদের হস্ত হইতে আপন প্রজাদিগকে উদ্ধার করিতে কোন জাতির কিম্ব রাজ্যের কোন দেবতারই সাধ্য হয় নাই ; তবে তোমাদের ঈশ্বর কি তোমাদিগকে আমার হস্ত হইতে উদ্ধার করিবে ? আর রাজার দাসগণ সদাপ্রভু ঈশ্বরের ও তাহার দাস হিন্ধিয়ের বিরুদ্ধে আরও অধিক কথা কহিল । ১৭ আর তিনি ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুকে টিটকারি দিবার জন্ত ও তাহার বিরুদ্ধে কথা বলিবার জন্ত এইরূপ পত্রও লিখিলেন, অদ্যান্ত দেশীয় জাতিগণের দেবগণ যেমন আমার হস্ত হইতে তাপন অপেন লোকদিগকে উদ্ধার করে নাই, তদ্রুপ হিন্ধিয়র ঈশ্বরও আপন প্রজাদিগকে আমার হস্ত হইতে উদ্ধার করিবে ১৮ না। আর বিরূশালেমের যে লোকের প্রাচীরের উপরে ছিল, তাহাদিগকে ভয় দেখাইবার ও ব্যাকুল করিবার জন্য তাহার। অতি উচ্চৈঃস্বরে যিহুদী ভাষায় তাহদিগের কাছে চেচাইতে লাগিল ; যেন নগর হস্তগত ১৯ করিতে পারে। পৃথিবীস্থ জাতিগণের যে দেবগণ ১৬ ২ বংশাবলি । ○>)● মনুষ্যহস্ত-নিৰ্ম্মিত, তাহীদের বিষয়ে কথা কহিবার দ্যায় তাহার। যিরশালেমের ঈশ্বরের বিষয়ে কথা कश्लि । পরে হিন্ধিয় রাজা ও আমোসের পুত্র যিশাইয় ভাববাদী সেই কারণ প্রযুক্ত প্রার্থনা করিলেন, ও ২১ স্বর্গের কাছে ক্ৰন্দন করিলেন। তখন সদাপ্রভু এক দূত প্রেরণ করলেন ; তিনি অশুর-রাজের শিবিরের মধ্যে সমস্ত বলবান বীরকে, প্রধান লোককে ও সেনাপতিকে উচ্ছেদ করিলেন : তাহাতে সনহেরীব লজ্জিত হইয় আপন দেশে ফিরিয়া গেলেন। পরে তিনি আপন দেবলয়ে প্রবেশ করিলে তাহার নিজ ঔরসজাতের। সেই স্থানে খড়গ দ্বারা তাহীকে নিপাত ২২ করিল। এই প্রকারে সদাপ্রভু হিন্ধিয়কে ও ধিরূশালেম-নিবাসীদিগকে অশুর-রাজ সনহরীবের হস্ত হইতে ও অার সকলের হস্ত হইতে নিস্তার করিলেন, ২৩ এবং সৰ্ব্বদিকে তাহাদিগকে রক্ষা করিলেন । তাহীতে অনেক লোক যিরশালেমে সদাপ্রভুর উদ্দেশে নৈবেদ্য অনিল, এবং যিহুদা-রাজ হিঞ্চিয়ের কাছে বহুমূল্য দ্রব্য অনিল ; তাহতে সেই সময় হইতে তিনি সকল জাতির দৃষ্টিতে উন্নত হইলেন । ঐ সময়ে হিস্কিয়ের সাংঘাতিক পীড়া হইল, আর তিনি সদাপ্রভুর কাছে প্রার্থনা করিলেন , তাহাতে সদাপ্রভু তাহাকে উত্তর দিলেন, ও তাহাকে এক ২৫ অদ্ভুত লক্ষণ জানাইলেন । কিন্তু হিন্ধিয় প্রাপ্ত উপকারানুসারে প্রতিদান করিলেন না, কারণ তাহার মন গৰ্বিবত হইয়াছিল ; অতএব তাহার এবং যিহুদার ২৬ ও ফিরশালেমের উপরে ক্রোধ উপস্থিত হইল। তখন হিন্ধিয় আপন মনের গৰ্ব্ব বুঝিয় আপনাকে অবনত করিলেন, তিনি ও যিরশালেম-নিবাসীরা তাহা করিলেন। সেই জন্ত সদাপ্রভুর ক্রোধ তাহদের উপরে হিস্কিয়ের সময়ে উপস্থিত হইল না। হিস্কিয়ের অতি প্রচুর ধন ও প্রতাপ ছিল, তিনি আপনার জন্ত রৌপ্যের, স্বর্ণের, মণির, সুগন্ধি দ্রব্যের, ঢালের ও সৰ্ব্বপ্রকার মনোহর পত্রের কোষ প্রস্তুত ২৮ করিলেন, তার শস্ত, দ্রীক্ষারস ও তৈলের জষ্ঠ ভাণ্ডার, এবং সৰ্ব্বপ্রকার পশুর ঘর ও মেযপালের খোয়াড় ২৯ করিলেন। আর তিনি আপনার জন্ত নানু নগর ও গোমেষাদি অনেক পশুধন প্রস্তুত করলেন, যেহেতুক ৩• ঈশ্বর তাহাকে অতি প্রচুর ধন দিয়াছিলেন । এই হিন্ধিয় গীহেনের জলের উচ্চতর মুখ বদ্ধ করিয়া সরল পথে দায়ুদ-নগরের পশ্চিম পার্শ্বে সেই জল নামাইয়। আনিয়াছিলেন। আর হিন্ধিয় আপনার সকল কার্য্যেই ৩১ কৃতকাৰ্য্য হইলেন। কিন্তু তাহার দেশে যে অদ্ভুত লক্ষণ • দেখান হইয়াছিল, তাহার বিবরণ জিজ্ঞাসা করিতে বাবিলের অধ্যক্ষগণ দূতদিগকে পাঠাইলে ঈশ্বর তাহার পরীক্ষা করিবার নিমিত্তে, তাহার মনে কি আছে, সে সকল জানিবার নিমিত্তে, তাহকে ত্যাগ করিয়াছিলেন। ૨ e 3. 8 २१ 397
পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৪০৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।