レ; ミやー> : s 1] চাহিতে আমার লজ্জ বোধ হইয়াছিল ; বস্তুতঃ তামর রাজাকে এই কথা বলিয়ছিলাম, আমাদের ঈশ্বরের হস্ত মঙ্গলের নিমিত্তে তাহার সমস্ত অন্বেষণকারীর উপরে আছে, কিন্তু যাহারা তাহকে ত্যাগ করে, তাহার পরাক্রম ও ক্রোধ সেই সকলের বিরুদ্ধ । ২৩ অতএব আমরা উপবাস করিলাম, ও আমাদের ঈশ্বরের কাছে সেই বিষয়ের জন্ত প্রার্থনা করিলাম : তাহাতে তিনি আমাদের অনুরোধ গ্রাহ করিলেন। পরে আমি যাজকদের মধ্যে বার জন প্রধানকে, অর্থাৎ শেরেবিয়কে, হশবিয়কে, ও তাহদের সহিত ২৫ তাহদের দশ জন ভ্রাতাকে পৃথক্ করিলাম ; আর রাজা, তাহার মন্ত্রিগণ, অধ্যক্ষগণ ও উপস্থিত সমস্ত ইস্রায়েল আমাদের ঈশ্বরের গৃহের জন্ত উপহার বলিয়া যে রৌপ্য, স্বর্ণ ও পাত্ৰ দিয়াছিলেন, উহাদিগকে ২৬ তাহা তেল করিয়া দিলাম ; আমি ছয় শত পঞ্চাশ তালন্ত রৌপ্য, এক শত তালন্ত পরিমিত রৌপ্যের ২৭ পাত্র, এক শত তালন্ত স্বর্ণ, এক সহস্ৰ অদকেনি মূল্যের বিংশতি স্বর্ণময় পাত্র, এবং স্বর্ণের স্তায় বহুমূল্য উত্তম পরিষ্কৃত তাম্রের দুই পত্রি তেল করিয়া ২৮ তাহদের হস্তে দিলাম। আর তাহাদিগকে কহিলাম, তোমরা সদাপ্রভুর উদেশে পবিত্র, এবং এই পাত্র সকলও পবিত্র, এবং এই রৌপ্য ও স্বর্ণ তোমাদের পিতৃপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে স্ব-ইচ্ছায় দত্ত ২৯ নৈবেদ্য। অতএব তোমরা যিরশালেমে সদাপ্রভুর গৃহের কুঠরীতে প্রধান যাজকদের, লেবায়দের ও ইস্রায়েলের পিতৃকুলপতিদের কাছে যে পর্য্যন্ত তাহা তেল করিয়া ন দিবে, সে পর্য্যন্ত সতর্ক থাকিয়া রক্ষা ৩০ করিবে। পরে যাজকের ও লেবীয়েরা যিরশালেমে আমাদের ঈশ্বরের গৃহে লইয়া যাইবার নিমিত্তে সেই তেল পরিমিত রৌপ্য, স্বর্ণ ও পাত্র গ্রহণ করিল। পরে প্রথম মাসের দ্বাদশ দিনে আমরা ফিরাশীলেমে যাইবার জন্ত অহব নদী হইতে প্রস্থান করিলাম, আর আমাদের উপরে আমাদের ঈশ্বরের হস্ত ছিল, তিনি পথিমধ্যে শক্রদের ও গুপ্ত দম্যদলের হস্ত হইতে ৩২ অমাদিগকে উদ্ধার করিলেন । পরে আমরা ফিরাশালেমে উপস্থিত হইরা সে স্থানে তিন দিন অবস্থিতি ৩০ করিলাম। পরে চতুর্থ দিনে সেই রৌপ্য, স্বর্ণ ও পাত্র সকল আমাদের ঈশ্বরের গৃহে উরিয়ের পুত্ৰ মরেমোৎ যাজকের হস্তে তৌল করিয়া দেওয়া গেল, আর তাহার সহিত পীনহসের পুত্র ইলিয়াসর এবং তাহদের সহিত যেশুয়ের পুত্ৰ যোষাবদ ও বিনুয়ির পুত্র নোয়দিয়, এই ৩৪ দুই জন লেবীয় ছিল । সমস্ত দ্রব্য গণন ও তোল করিয়৷ দেওয়া হইল, এবং সে সময়ে সমস্ত তেলের ৩৫ পরিমাণ লিখিত হইল। নিৰ্বাসিত যে লোকের বন্দিদশা হইতে ফিরিয়া আসিয়াছিল, তাহারা ইস্রায়েলের ঈশ্বরের উদেশে হোমবলি উৎসর্গ করিল : তাহারা সমুদয় ইস্রায়েলের জন্ত বারটী বৃষ, ছিয়ানব্বইট মেষ, সতত্তরটা মেধশাবক, ও পাপনিমিত্তক বলির ミ8 ○> ইষা। 8 o X জন্ত বারটা ছাগ, এই সকল সদাপ্রভুর উদ্দেশে হোমার্থে ৩৬ বলিদান করিল। পরে রাজপ্রতিনিধি ক্ষিতিপালদিগের কাছে ও নদী-পারস্থ দেশাধ্যক্ষদিগের কাছে রাজার অজ্ঞাপত্র সমপিত হইল, আর তাহারা লোকদের, এবং ঈশ্বরের গৃহেরও সাহায্য করলেন। যিহুদীদের অপরাধ ও মনঃপরিবর্তন। > সেই কার্য্যের সমাপ্তি হইলে পর অধ্যক্ষগণ আমার নিকটে আসিয়া কহিলেন, ইস্রায়েল লোকেরা, যাজকের ও লেবীয়ের নানা দেশ-নিবাসী জাতিগণের হইতে আপনাদিগকে পৃথক্ করে নাই ; কনানীয়, হিৰ্ত্তীয়, পরিষীয়, যিবৃষীয়, অন্মোনীয়, মোয়াবীয়, মিস্ত্রীয় ও ইমোরীয় লোকদের ঘৃণাই ক্রিয়ানুসারে ২ কার্য্য করিতেছে । ফলতঃ তাহারা আপনাদের জন্ত ও আপন আপন পুত্রদের জন্ত তাহদের কন্তগণকে গ্রহণ করিয়াছে ; এইরূপে পবিত্র বংশ নানা দেশনিবাসী জাতিগণের সহিত মিশ্রিত হইয়াছে ; এবং অধ্যক্ষগণ ও শাসনকৰ্ত্তীরাই প্রথমে এই সত্যলজঘনে ৩ হস্তক্ষেপ করিয়াছেন । এই কথা শুনিয়া আমি আপন বস্ত্র ও পরিচ্ছদ চিরিলাম, এবং আপন মস্তকের কেশ ও দাড়ি ছিড়িয় স্তম্ভিত হইয়া বসিয়া রহিলাম । ৪ তখন বন্দিদশা হইতে আগত লোকদের সতলজঘন বিষয়ে যাহার। ইস্রায়েলের ঈশ্বরের বাক্যে কম্পান্বিত হইল, তাহার। আমার নিকটে একত্র হইল, এবং আমি সন্ধ্যাকালীন বলিদানের সময় পৰ্য্যন্ত স্তম্ভিত হইয়া বসিয়া রহিলাম । ৫ পরে সন্ধ্যাকালীন বলিদানের সময়ে আমি মনোদুঃখ হইতে উঠিলাম, এবং ছিন্ন বস্ত্র ও পরিচ্ছদ ন৷ খুলিয়া হাটু পাতিয়া আমার ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে ও তাঞ্জলি বিস্তার করিলাম ; আর কহিলাম, হে আমার ঈশ্বর, আমি তোমার দিকে মুখ তুলিতে লজ্জিত ও বিষন্ন, কেনন। হে আমার ঈশ্বর, আমাদের অপরাধ বহুল হইয়। আমাদের মস্তকের উদ্ধে উঠিয়াছে, ও আমাদের দোষ বৃদ্ধি পাইয়া গগনস্পশী হইয়াছে। ৭ আমাদের পিতৃপুরুষদের সময় অবধি অদ্য পৰ্য্যন্ত আমরা মহাদোষগ্রস্ত ; আমাদের অপরাধের জন্ত অমর, আমাদের রাজগণ ও আমাদের যাজকগণ নানা দেশীয় রাজাদের হস্তগত, খড়েগ, বন্দিদশায়, লুটে ও মুখের বিবর্ণতায় সমৰ্পিত হইয়াছি, ইহা ৮ অদ্যপি দেখা যাইতেছে । আর এখন আমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে ক্ষণকাল জন্ত আমাদের কৃপালাভ হইল, যেন তিনি আমাদের কতকগুলি অবশিষ্ট লোককে রক্ষা করেন, আপন পবিত্র স্থানে আমাদিগকে একটী গেজ দেন, আমাদের ঈশ্বর যেন আমাদের চক্ষু দীপ্তিময় করেন ও দাসত্বের অবস্থায় ৯ একটুকু প্ৰাণ জুড়াইয়া দেন। কারণ তামরা দাস, তথাপি আমাদের ঈশ্বর আমাদের দাসত্বে আমাদিগকে 409
পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৪১৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।