পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৪২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 - о ত্যাগ করেন নাই, কিন্তু আমাদের প্রাণ জুড়াইবার নিমিত্তে, আমাদের ঈশ্বরের গৃহ স্থাপন ও তাইরে ভগ্ন স্থান মেরামৎ করিবার এবং যিহুদায় ও যিরশালেমে আমাদিগকে একটা প্রাচীর দিবার নিমিত্তে তিনি পারস্ত-রাজগণের দৃষ্টিতে আমাদিগকে দয়াপ্রাপ্ত ১• করিলেন। এখন, হে আমাদের ঈশ্বর, ইহার পরে আমরা কি বলিব ? কেনন। তামরা তোমার আজ্ঞা ১১ সকল ত্যাগ করিয়াছি, যাহা তুমি তাপন দাস ভাববাদিগণ দ্বার। প্রদান করিয়াছিলে, বলিয়াছিলে, তোমরা যে দেশ অধিকার করিতে যাইতেছ, তাহ। দেশবাসী লোকদের অশৌচ প্রযুক্ত অশুচি হইয়াছে ; তাহাদের ঘৃণাৰ্ছ ক্রিয় প্রযুক্ত দেশের এক প্রান্ত হইতে অপর প্রান্ত পৰ্য্যন্ত তাহদের মালিন্তে পরিপূর্ণ হই১২ য়াছে। অতএব তোমরা তাহীদের পুত্ৰগণের সহিত তোমাদের কস্তাগণের বিবাহ দিও না, ও তোমাদের পুত্ৰগণের জন্ত তাহাদের কন্যাগণকে গ্রহণ করিও না, এবং তাহাদের শান্তি ও মঙ্গল কখনও চেষ্টা করিও নী ; যেন তোমরা বলবান হও, যেন দেশের উত্তম দ্রব্য ভোগ করিতে, ও চিরকালের নিমিত্ত আপন সন্তানদের জন্ত অধিকারস্বরূপ তাহ রাখিয়া যাইতে ১৩ পার। কিন্তু আমাদের সকল দুস্ক্রিয় ও মহাদোষ প্রযুক্ত আমাদের প্রতি এই সমস্ত ঘটিয়াছে ; তথাপি, হে আমাদের ঈশ্বর, তুমি আমাদের অপরাধের দণ্ড লঘু করিয়াছ, অধিকন্তু আমাদিগকে কতক লোক ১৪ রক্ষিত হইতে দিয়ছ ; এই সকলের পরেও আমরা কি পুনর্কবার তোমার আজ্ঞা লঙ্ঘন করিয়া ঘুণাই ক্রিয়াতে লিপ্ত এই জাতিদের সহিত কুটুম্বত করব ? করিলে তুমি কি আমাদের প্রতি এমন ক্রোধ করিবে ন যে, আমরা বিলুপ্ত হইব, আর আমাদের মধ্যে অবশিষ্ট কি ১৫ রক্ষিত কেহ থাকিবে না ? হে সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, তুমি ধৰ্ম্মময়, কেননা আমরা রক্ষিত হইয়া অদ্য পয্যন্ত কতকগুলি লোক অবশিষ্ট রহিয়াছি ; দেখ, আমরা তোমার সাক্ষাতে দোষগ্রস্ত, তাই তোমার সাক্ষাতে আমাদের কেহই দাড়াইতে পারে না । যিহুদীদের পাপক্ষালন। So ঈশ্বরের গৃহের সম্মুখে ইষার এইরূপ প্রার্থন, পাপস্বীকার, রোদন ও প্র ণপাত করিবার সময়ে ইস্রায়েল হইতে আবালবৃদ্ধবনিতা অতি বৃহৎ সমাজ তাহার নিকটে একত্র হইয়াছিল, বস্তুতঃ লোকের ২ অতিশয় রোদন করিতেছিল । তপন এলম-সন্তানদের মধ্যে যিহয়েলের পুত্র শখনিয় ইয়াকে উত্তর করিয়া কহিল, আমরা আপন ঈশ্বরের বিরুদ্ধে সত্যলঙ্ঘন করিয়াছি, ও দেশ-নিবাসী লোকদের মধ্য হইতে বিজাতীয় কন্যাদিগকে বিবাহ করিয়াছি ; তথাপি এ বিষয়ে হস্রায়েলের পক্ষে এখনও প্রত্যাশা আছে । ৩ অতএব আহমন, আমার প্রভুর মন্ত্রণানুসারে ও আমা डेबु । [ ) ; ) е — 5 о ; ) « і দের ঈশ্বরের অজ্ঞাতে কম্পান্বিত লোকদের মন্ত্রণানুসারে সেই সকল স্ত্রী ও তাঁহাদের গর্ভজাত সন্তানদিগকে ত্যাগ করিতে আমরা এখন আমাদের ঈশ্বরের সহিত নিয়ম করি ; আর তাহ ব্যবস্থানুসারে করা যাউক । ৪ আপনি উঠন, কেননা এই কায্যের ভার আপনকারই উপরে রহিয়াছে, এবং আমরাও আপনকার সহকারী, ৪ আপনি সাহসপুর্বক কাৰ্য্য করুন। তখন ইষ উঠিয় ঐ বাক্যানুসারে কার্য্য করিতে বাজকদের, লেবীয়দের ও সমস্ত হস্রায়েলের প্রধান লোকদিগকে দিব্য করাইলেন, তাহাতে তাহারা দিব্য করিল। ৬ পরে হয়। ঈশ্বরের গৃহের সন্মুখ হইতে উঠিয়৷ ইলিয়াশীবের পুত্ৰ যিহৌহাননের কুঠরীতে প্রবেশ করিলেন, কিন্তু সেখানে যাইবার পূবেব কিছু রুটী ভোজন বা জল পান করেন নাই, কেননা বন্দিদশ। হইতে আগত লোকদের সত্যলজঘনে তিনি শোকান্বিত ৭ হইয়াছিলেন। পরে যিছুদার ও ধিক্কশালেমের সর্বত্র বন্দিদশা হইতে আগত লোকদের কাছে ঘোষণা করা ৮ হুইল যে, তাহারা যেন যিরশালেমে একত্র হয়, আর যে কেহ অধ্যক্ষদের ও প্রাচীনদের মন্ত্রণানুসারে তিন দিনের মধ্যে না আসিবে, তাহার সর্বস্ব বাজেয়াপ্ত হইবে, ও বন্দিদশা হইতে আগত লোকদের সমাজ হইতে তাহাকে পৃথক্ করা যাইবে। ৯ পরে যিহদার ও বিস্তামীনের সমস্ত পুরুষ তিন দিনের মধ্যে যিরশালেমে একত্র হইল ; সেই দিন নবম মাসের বিংশতিতম দিন। আর সকলে ঈশ্বরের গৃহের সম্মুখস্থ চকে বসিয়া সেই বিষয়ের জন্ত, ১• ও ভারী বৃষ্টি প্রযুক্ত কঁাপিতেছিল। পরে ইষ যাজক উঠিয় তাহাদিগকে কহিলেন, তোমরা সত্যলজঘন করিয়াছ, বিজাতীয় কন্যাদিগকে বিবাহ করিয়া ইস্রা১১ য়েলের দোষ বৃদ্ধি করিয়াছ। অতএব এখন তোমাদের পিতৃপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর কাছে দেয স্বীকার কর, ও তাহার তুষ্টিকর কৰ্ম্ম কর, এবং দেশ-নিবাসী লোকদের হইতে ও বিজাতীয় স্ত্রীদের হইতে আপনা১২ দিগকে পৃথক্ কর। তখন সমস্ত সমাজ উচ্চৈঃস্বরে উত্তর করিল, ই ; আপনি যেমন কহিলেন, আমা১৩ দিগকে তেমনি করিতেই হইবে । কিন্তু লোক অনেক, এবং এখন ভারী বর্ষার সময়, বাহিরে দাড়াইয়া থাকিতে তামাদের শক্তি নাই ; এবং ইহা এক দিনের কিম্ব। দুই দিনের কৰ্ম্ম নয়, যেহেতুক আমরা এবিষয়ে ১৪ মহ। অপরাধ করিয়াছি । অতএব সমস্ত সমাজের পক্ষে আমাদের অধ্যক্ষগণ নিযুক্ত হউন, এবং আমাদের নগরে নগরে যাহারা বিজাতীয় কহুদিগকে বিবাহ করিয়াছে, তাহার এবং তাহদের সহিত প্রত্যেক নগরের প্রাচীনবগ ও বিচারকর্তারা আপন আপন নিরূপিত সময়ে আহস্থক ; তাহতে এ বিষয়ে আমাদের ঈশ্বরের প্রচণ্ড ক্রোধ আমাদের হইতে নিবৃত্ত ১৫ হইবে । এই প্রস্তাবের বিরুদ্ধে কেবল তাসাহেলের পুত্ৰ যোনাথন ও তিকুবের পুত্ৰ যহসিয় উঠিল, এবং 410