o ; ఆ – ది ; సె | ] মশুল্লম ও লেীয় শব্বথয় তাহীদের সাহায্য করিল। ১৬ আর বন্দিদশা হইতে আগত লোকের ঐ রূপ করিল। আর ইষ যাজক এবং আপন আপন পিতৃকুলানুসারে ও প্রতাকের নামানুসারে নির্দিষ্ট কতকগুলিন কুলপতি পৃথককৃত হইয়। দশম মাসের প্রথম দিনে সেই ১৭ বিষয়ের অনুসন্ধান করিতে বসিলেন। প্রথম মাসের প্রথম দিনে তাহারা বিজাতীয় কন্ত-গ্রহণকারী পুরুষদের বিচার সাঙ্গ করিলেন। যাজক-সন্তানদের মধ্যে বিজাতীয় কন্যা গ্রহণকারী এই সকল লোক ছিল ; যিহোষাদকের পুত্র যে যেশুয়, তাহার সন্তানদের ও ভ্রাতাদের মধ্যে মাসেয়, ১৯ ইলীয়েষর, যারিব ও গদলিয় । ইহার অপেন অপেন স্ত্রী ত্যাগ করিবে বলিয়া হস্ত দিল, এবং দোষী হওয়াতে ২০ দোষাথে পালের এক এক মেষ উৎসর্গ করিল । আর ২১ ইম্মেরের সন্তানদের মধ্যে হননি ও সবদিয়। হীরীমের সন্তানদের মধ্যে মাসেয়, এলিয়, শময়িয়, যিহীয়েল ১২ ও উৰ্ষিয় । পশহরের সন্তানদের মধ্যে ইলিয়ৈনয়, মাসেয়, ইশ্মায়েল, নখনেল, যোষাবদ ও ইলিয়াস । ২৩ আর লেৰীয়দের মধ্যে যৌষবিদ, শিমিয়ি, কলায় – ২৪ অর্থাৎ কলীট,— পথাহিয়, যিহুদী ও ইলিয়েষর। আর গায়কদের মধ্যে ইলীয়াশীব ; দ্বারপালদের মধ্যে শল্লম, ২৫ টেলম ও উরি। আর ইস্রায়েলের মধ্যে, পরিয়োশের Sty ইষু—নহিমিয়। 8 S > সন্তানদের মধ্যে রমিয়, যিষিয়, মস্কিয়, মিয়ামীন, ২৬ ইলিয়াসর, মস্ক্রিয় ও বনায়। এলমের সন্তানদের মধ্যে মত্ত নয়, সগরিয়, যিহীয়েল, তাদি, যিরেমোৎ, ও ২৭ এলিয়। সত্ত্বর সন্তানদের মধ্যে ইলিয়ৈনয়, ইলিয়াশীব, ২৮ মত্ত নয়, যিরেমোৎ, সবিদ, ও অসীস । বেবয়ের সন্তানদের মধ্যে যিহোহীনন, হননিয়, সৰ্ব্বয়, তাৎলয় । ২৯ বানির সন্তানদের মধ্যে মশুল্লম, মলুক ও আদায়ী, ৩০ যাশূব, শাল ও যির-মাৎ ৷ পহৎ-মোয়াবের সন্তানদের মধ্যে অদন, কলাল, বনায়, মাসেয়, মত্তনিয়, বৎসলেল, ৩১ বিমূয়ী ও মনঃশি। হারমের সন্তানদের মধ্যে ইলি৩২ য়েষর, যিশিয়, মল্কিয়, শমরিয়, শিমিয়োন, বিদ্যামীন, ৩৩ মলুক, শমরিয়। হশূমের সন্তানদের মধ্যে মত্তনয়, মত্তত্ত, সবিদ, ইলীফেলট, যিরেময়, মনঃশি, শিমিয়ি। ৩৪,৩৫ বানির সন্তানদের মধ্যে মাদয়, তাম্রাম ও উয়েল, ৩৬ বনায়, বেদিয়া, কলুহ, বনিয়, মরেমোৎ, ইলিয়াশীব, ৩৭,৩৮ মত্তনিয়, মত্তনয়, যাসয়, বানি, বিনুয়া, শিমিয়ি, ৩৯,৪০ শেলিমিয়, নাথন, আদায়, মকুদৃবয়, শাশয়, শারয়, ৪১,৪২ অসরেল, শেলিমিয়, শমরিয়, শলুম, অমরিয়, ৪৩ যোষেফ । নবোর সন্তানদের মধ্যে যিয়ীয়েল, মত্তিখিয়, ৪৪ সাবদ, সবীনঃ, যাদয়, ও যোয়েল, বনায় । এই সকলে বিজাতীয় স্ত্রী গ্রহণ করিয়াছিল, এবং কাহারও কাহারও স্ত্রীর গৰ্ত্তে সন্তান হইয়াছিল। নহিমিয়ের পুস্তক । নহিমিয়ের মনোদুঃখ ও প্রার্থন । S হখলিয়ের পুত্র নহিমিয়ের বিবরণ। বিংশতিতম বৎসরের কিশ্বলেব মাসে আমি শূৰ্শন ২ রাজধানীতে ছিলাম। তখন হননি নামে আমার ভ্রাতাদের এক জন এবং যিহদী হইতে কতকগুলি লোক আসিলে আমি তাহাদিগকে বন্দিদশা হইতে অবশিষ্ট, রক্ষাপ্রাপ্ত যিহুদীদের, ও যিরশালেমের বিষয়ে ৩ জিজ্ঞাসা করিলাম। তখন তাহার। আমাকে কহিল, সেই অবশিষ্ট লোকের অর্থাৎ যাহার। বন্দিদশ৷ হইতে অবশিষ্ট থাকিয় সেই প্রদেশে আছে, তাহার। অতিশয় দুরবস্থার ও গ্লানির মধ্যে রহিয়াছে, এবং যিরশালেমের প্রাচীর ভগ্ন ও তাহার দ্বার সকল অগ্নিতে দগ্ধ রহিয়াছে । ৪ এই কথা শুনিয়া আমি কিছু দিন বসিয়া রোদন ও শোক করিলাম, এবং স্বর্গের ঈশ্বরের সাক্ষাতে উপবাস ৫ ও প্রার্থনা করিলাম। আমি কহিলাম, বিনয় করি, হে সদাপ্রভু, স্বর্গের ঈশ্বর, তুমি মহান ও ভয়ঙ্কর ঈশ্বর : যাহার তোমাকে প্রেম করে ও তোমার আজ্ঞ সকল পালন করে, তাহদের পক্ষে তুমি নিয়ম ও দয়া পালন ৬ করিয়া থাক । এখন তোমার দাসের প্রার্থনা শুনিবার জন্ত তোমার কর্ণ অবহিত ও চক্ষু উন্মলিত হউক । সম্প্রতি আমি তোমার দাস ইস্রায়েল-সন্তানগণের জন্ত দিবারাত্র তোমার নিকটে প্রার্থনা করিতেছি, এবং ইস্রায়েল-সন্তানদের পাপ সকল স্বীকার করিতেছি : বাস্তবিক আমরা তোমার বিরুদ্ধে পাপ করিয়াছি ; ৭ আমি ও আমার পিতৃকুলও পাপ করিয়ছি। আমরা তোমার বিরুদ্ধে অতিশয় দুষ্কৰ্ম্ম করিয়াছি ; তুমি আপন দাস মেশিকে যে সকল আজ্ঞ, বিধি ও শাসন আদেশ করিয়াছিলে, তাহা আমরা পালন করি নাই । ৮ বিনয় করি, তুমি আপন দাস মোশির প্রতি আদিষ্ট এই কথা স্মরণ কর, যথা, “তোমরা সত্যলজঘন করিলে আমি তোমাদিগকে জাতিগণের মধ্যে ছিন্নভিন্ন ৯ করিব। কিন্তু যদি তোমরা আমার কাছে ফিরিয়৷ 411
পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৪২১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।