8 > や রুদ্ধ ছিল, তাহার গৃহে আমি গেলাম ; আর সে কহিল, আইস, আমরা ঈশ্বরের গৃহে, মন্দিরের ভিতরে, একত্র হই, ও মন্দিরের দ্বার সকল রুদ্ধ করি, কেননা লোকে তোমাকে বধ করিতে আসিবে, রাত্রিকালেই ১১ তোমাকে বধ করিতে আসিবে । তখন আমি কহিলাম, আমার মত লোক কি পলায়ন করিবে ? আমার মত কোন লোকটী প্রাণ বাচাইবার জন্ত মন্দিরে আশ্রয় লইবে ? আমি সেখানে প্রবেশ করিব না । ১২ আর আমি টের পাইলাম, দেখ, ঈশ্বর তাহীকে পাঠান নাই, সে আমার বিপক্ষে ভাবোক্তি উচ্চারণ করিয়াছে, এবং টোবিয় ও সনৃবল্লট তাহাকে যুষ দিয়াছে। ১৩ তাহকে এই জন্ত ঘুষ দেওয়া হইয়াছিল, যেন আমি ভীত হইয়া সেই কৰ্ম্ম করি ও পাপ করি, এবং তাহার যেন আমার দুনাম করিবার স্বত্র পাইয়া আমাকে ১৪ টিটুকারি দিতে পারে। হে আমার ঈশ্বর, টোবিয় ও সনৃবল্লটের এই কৰ্ম্ম অনুসারে তাহাদিগকে এবং নোয়দিয়া ভাববাদিনীকে ও অদ্য যে ভাববাদীরা আমাকে ভয় দেখাইতে চাহিত, তাহাদিগকেও স্মরণ কর । ১৫ ইলুল মাসের পঞ্চবিংশ দিনে, বাওয়ান্ন দিনের মধ্যে ১৬ প্রাচীর সমাপ্ত হইল। পরে আমাদের সমস্ত শক্র যখন তাহ শুনিল, তখন আমাদের চারিদিকের জাতিগণ সকলে ভীত হইল, এবং আপনাদের দৃষ্টিতে নিতান্ত লঘু হইল, কেননা এই কাৰ্য্য যে আমাদের ১৭ ঈশ্বর হইতেই হইল, ইহা তাহারা বুঝিল । আবার ঐ সময়ে যিহদার প্রধান লোকের টেবিয়ের নিকটে অনেক পত্র পঠাইত, এবং টেবিয়ের পত্রও তাহদের ১৮ কাছে আসিত । কারণ যিহুদার মধ্যে অনেকে তাহার পক্ষে শপথ করিয়াছিল ; কারণ সে আরহের পুত্র শখনিয়ের জামাত ছিল, এবং তাহীর পুত্ৰ যিহোহীনন বেরিখিয়ের পুত্র মশুল্লমের কস্তাকে বিবাহ করিয়া১৯ ছিল । আরও তাহারা আমার সাক্ষাতে তাহর সৎকার্য্যের কথা কহিত, এবং আমার কথাও তাহার গোচর করিত। আমাকে ভয় দেখাইবার জন্ত টোবিয় পত্র পাঠাইত । o প্রাচীর নিৰ্ম্মিত হইলে পর আমি দ্বার সকলের কবীট স্থাপন করিলাম, এবং দ্বারপালকেরা, ২ গায়কের ও লেবীয়ের নিযুক্ত হইল। আর আমি আপন ভ্রাতা হননিকে ও দুর্গের শাসনকৰ্ত্ত হননিয়কে যিরশালেমের উপরে নিযুক্ত করিলাম, কেননা হননিয় বিশ্বস্ত লোক ছিলেন, এবং অনেক লোক অপেক্ষ ৩ ঈশ্বরকে ভয় করিতেন । আর আমি তাহাদিগকে বলিলাম, যাবৎ রৌদ্র প্রচণ্ড না হয়, তাবৎ যিরশালেমের দ্বার সকল খোলা না হউক ; এবং রক্ষকের নিকটে দণ্ডায়মান থাকিতে দ্বার সকল রুদ্ধ ও কবাট অর্গলে বদ্ধ হউক ; এবং তোমরা যিরশালেম-নিবাসীদিগকে প্রহরী নিযুক্ত কর, তাহারা প্রত্যেকে আপন আপন প্রহরি-স্থানে, আপন আপন গৃহের সম্মুখে, থাকুক। নহিমিয় । [ & ; >> — 4 ; 8° যিরশালেমে প্রথম প্রত্যাগত লোকদের তালিকা ৷ ৪ নগর বৃহৎ ও বিস্তারিত, কিন্তু তন্মধ্যে লোক অল্প ৫ ছিল, গৃহ সকলও নিৰ্ম্মাণ করা যায় নাই। পরে আমার ঈশ্বর আমার মনে (প্রবৃত্তি] দিলে আমি প্রধানদিগকে, অধ্যক্ষাদগকে ও লোকদিগকে একত্র করিলাম, যেন তাহাদের বংশাবলি লেখা হয়। আর আমি প্রথমাগত লোকদের বংশাবলি পত্র পাহলাম, তন্মধ্যে এই কথা লিখিত পাইলাম — যাহার বন্দিরূপে নীত হইয়াছিল, বাবিল-রাজ নবুখদনিৎসর যাহাদিগকে বন্দি করিয়া লইয়া গিয়াছিলেন, তাহদের মধ্যে প্রদেশের এই লোকের বন্দিদশা হইতে যাত্রা করিয়া যিরশালেমে ও বিহুদীতে ৭ আপন আপন নগরে ফিরিয়া আসিল : তাহারা সরুববাবিল, যেশুয়, নহিমিয়, অসরিয়, রয়মিয়া, নহমানি, মদখয়, বিলুশন, মিস্পরৎ, বিগৃবয়, নতুম ও বানা, ইহঁদের সহিত ফিরিয়া আসিল । সেই ইস্রায়েল লোক৮ দের পুরুষ-সংখ্যা : পরোশের সন্তান দুই সহস্ৰ এক ৯ শত বাহাত্তর জন । শফটিয়ের সন্তান তিন শত বহা১০ জর জন । আরহের সন্তান ছয় শত বাওয়ান্ন জন । ১১ যেশুয় ও যোয়াবের সন্তানদের মধ্যে পহ২-মোয়াবের ১২ সন্তান দুই সহস্র আট শত আঠার জন। এলমের ১৩ সন্তান এক সহস্র দুই শত চোয়ান্ন জন। সত্ত্বর সন্তান ১৪ আট শত পয়তাল্লিশ জন। সঙ্কযেব সন্তান সাত শত ১৫ ষাইট জন। বিলুয়ির সন্তান ছয় শত আটচল্লিশ জন । ১৬,১৭ বেবয়ের সন্তান ছয় শত আটাইশ জন। অসগদের ১৮ সন্তান দুই সহস্র তিন শত বাইশ জন। অদেনৗ১৯ কামের সন্তান ছয় শত সাতষট্টি জন। বিগৃবয়ের ২• সন্তান দুই সহস্ৰ সাতষট্টি জন । আদানের সন্তান ছয় ২১ শত পঞ্চান্ন জন । যিহিস্কিয়ের বংশজাত আটেরের ২২ সন্তান আটানব্বই জন । হশুমের সন্তান তিন শত ২৩ আটাইশ জন। বেৎসয়ের সন্তান তিন শত চব্বিশ ২৪.২৫ জন। হীরীফের সন্তান এক শত বার জন । গিবি২৬ য়োনের সন্তান পচানব্বই জন। বৈৎলেহমের ও ২৭ নটোফার লোক এক শত অষ্টাশী জন । অনাখোতের ২৮ লোক এক শত আটাইশ জন । বৈৎ-অস্মাবতের লোক ২৯ বেয়াল্লিশ জন । কিরিয়ৎ-যিয়ারীম, কফীর ও বেরো৩০ তের লোক সাত শত তেতাল্লিশ জন । রামার ও গেবার ৩১ লোক ছয় শত একুশ জন । মিকৃমসের লোক এক শত ৩২ বাইশ জন । বৈথেলের ও আয়ের লোক এক শত তেইশ ৩৩,৩৪ জন। অন্ত নবোর লোক বাওয়ান্ন জন। অন্ত এল৩৫ মের সন্তান এক সহস্র দুই শত চোয়ান্ন জন। হারী৩৬ মের সস্তান তিন শত কুড়ি জন। ফিরহের সন্তান ৩৭ তিন শত পয়তাল্লিশ জন । লোদ, হাদীদ ও ওনার ৩৮ সস্তান সাত শত একুশ জন। সনায়ার সন্তান তিন ৩৯ সহস্র নয় শত ত্রিশ জন। যাজকবর্গ ; যেশুয় কুলের মধ্যে ৪০ যিদয়িয়ের সন্তান নয় শত তেয়াত্তর জন। ইন্মেরের wo 416
পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৪২৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।