পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৪৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 & o ৩৫ করেন নাই। আর তাহদের রাজত্বকালে, তোমার প্রদত্ত প্রচুর মঙ্গল সত্ত্বেও তোমাকর্তৃক তাহদের হস্তে সমাপত প্রশস্ত ও উর্বর্বর দেশে তাহার তোমার সেবা করে নাই, এবং আপন আপন ভুক্ৰিয় সকল হইতে ৩৬ নিবৃত্ত হয় নাই। দেখ, অদ্য আমরা দাস, ফলে তুমি আমাদের পিতৃপুরুষদিগকে যে দেশ দিয়৷ তদুৎপন্ন ফলের ও উত্তম দ্রব্যের অধিকারী করিয়াছিলে, দেখ, ৩৭ আমরা এই দেশমধ্যে দাস হইয়া রহিয়াছি। তার তুমি আমাদের পাপ প্রযুক্ত আমাদের উপরে যে রাজগণকে নিযুক্ত করিয়াছ, দেশোৎপন্ন দ্রব্যবাহুল্য তাহাদেরই স্বত্ব ; আর তাহারা আমাদের শরীরের উপরে ও আমাদের পশুগণের উপরে স্বেচ্ছমত প্রভুত্ব করি৩৮ তেছেন, আর আমরা মহাসঙ্কটের মধ্যে আছি । এই সকল ঘটিলেও আমরা নিশ্চিত নিয়ম করিয়া লিখিতেছি ; এবং আমাদের অধ্যক্ষগণ, আমাদের লেবীয়ের ও আমাদের যাজকগণ তাহাতে মুদ্রাঙ্ক দিতেছে । S రి মুদ্রাঙ্ককারীদের নাম, হখলিয়ের পুত্র নহিমিয় শাসনকৰ্ত্ত, এবং সিদিকিয়, সরীয়, অসরিয়, ৩.৪ ফিরমিয়, পশহর, অমরিয়, মল্কিয়, হটশ, শবনিয়, ৫,৬ মলুক, হরম, মরেমোৎ, ওবদিয়, দানিয়েল, গিন্ন৭ থোন, বারাক, মশুল্লম, অবিয়, মিয়ামীন, মাসিয়, ৮ বিলগয়, শময়িয়, যাজকগণের মধ্যে এই সকল লোক । ৯ আর লেবীয়দের মধ্যে অসনিয়ের পুত্র যেগুয়, হেন১০ দদের সন্তান বিনুয়ী, কদমীয়েল ; এবং তাছাদের ১১ ভাতৃগণ শবনিয়, হেদিয়, কলট, পলায়, হানন, মাখ, ১২ রহোব, হশবিয়, সঙ্কুর, শেরেবিয়, শবনিয়, হেদীয়, ১৩.১৪ বানি, বনীলু। প্রজাদের মধ্যে প্রধান লোকের, ১৫ পরোশ, পহৎ-মোয়াব, এলম, সত্ত্ব, বানি, বুলি, ১৬ অস্গদ, বেবয়, অদোনিয়, বিগৃবয়, আদীন, অটের, ১৭.১৮ হিস্কিয়, অস্থর, হেদিয়, হশুম, বেৎসয়, হরীফ, ১৯.২০ অনাথোৎ, নবয়, মগৃপীয়শ, মণ্ডল্লম, হের্ষীর, মশেষ২১,২২ বেল, সদোক, যদু, পলটিয়, হানন, তানায়, ২৩,২৪ হোশেয়, হুনানিয়, হশ্বব, হলোহেশ, পিল্‌ছ, ২৫.২৬ শোবেক, রহুম, হশবন, মাসেয়, এবং অহিয়, ২৭ হানন, অনান, মলুক, হীরাম, বন । ২৮ আর প্রজাদের অবশিষ্ট লোকেরা, যাজক, লেবীয়, দ্বারপাল, গায়ক, নর্থানীয় প্রভৃতি যে সকল লোক নানাদেশীয় জাতিগণ হইতে আপনাদিগকে পৃথক করিয়৷ ঈশ্বরের ব্যবস্থার পক্ষ হইয়াছিল, তাহার সকলে, তাহদের স্ত্রী ও পুত্ৰ কস্তাগণ, জ্ঞানবান ও ২৯ বুদ্ধিমান সকলে, আপনাদের ভ্রাতৃগণের, আপনাদের প্রধান লোকদের পক্ষে তাসক্ত থাকিল, এবং শপথপূর্বক এই দিব্য করিল, আমরা ঈশ্বরের দাস মোশি দ্বারা দত্ত ঈশ্বরের ব্যবস্থ-পথে চলিব, আমাদের প্রভু সদাপ্রভুর আজ্ঞা, শাসন ও বিধি সকল যত্বপূর্ববক ৩০ পালন করিল ; এবং দেশীয় লোকদের সহিত আপনাদের কস্তাগণের বিবাহ দিব না, ও আমাদের পুত্ৰগণের জন্ত তাহদের কস্তাগণকে গ্রহণ করিব না ; 420 নহিমিয় । [ ৯ ; ৩৫ — ১ ৯ ; 5 ৩১ আর দেশীয় লোকের বিশ্রামবারে বিক্রেয় দ্রব্য কিম্ব। ভক্ষ্য দ্রব্য বিক্রয় করিতে আনিলে আমরা বিশ্রামবারে কিম্বা অন্ত পবিত্র দিনে তাহীদের কাছে তাহ। ক্রয় করিব না, এবং সপ্তম বৎসর ছাড়িয়া দিব, সমস্ত ঋণ আদায় পরিত্যাগ করিব । অধিকন্তু আমরা আপনাদের ঈশ্বরের গৃহের সেবাকার্য্যের জন্ত, প্রতিবৎসর এক এক শেকলের তৃতীয়াংশ দলের ভার আপনাদের উপরে লইবার বিধান করি৩০ লাম, দর্শন-রটর, নিত্য ভক্ষ্য-নৈবেদ্যের, নিত্য হোমের, বিশ্রামবারের, অমাবস্তার, পৰ্ব্ব সকলের, পবিত্র বস্তুর ও ইস্রায়েলের প্রায়শ্চিত্তার্থক পাপবলির নিমিত্তে এবং আমাদের ঈশ্বরের গৃহের সমস্ত কৰ্ম্মের ৩৪ নিমিত্তে তাহা করিলাম। আর কাঠদানের বিষয়ে, অর্থাৎ ব্যবস্থার লিখননুসারে আমাদের ঈশ্বর সদপ্রভুর যজ্ঞবেদির উপরে জ্বালাইবার জন্ত আমাদের পিতৃকুলানুসারে বৎসর বৎসর নিরূপিত কালে আমাদের ঈশ্বরের গৃহে কাষ্ঠ আনিবার বিষয়ে আমরা যাজক, ৩৫ লেবীয় ও প্রজাগণ গুলিবাট করিলাম ; আর আমাদের ভূমিজাত দ্রব্যের অগ্রিমাংশ ও সমস্ত বৃক্ষেৎপন্ন ফলের অগ্রিমাংশ বৎসর বৎসর সদাপ্রভুর গৃহে আনিবার ; ৩৬ এবং ব্যবস্থায় যেমন লেখা আছে, তদনুসারে আমাদের প্রথমজাত পুত্র ও পশুদিগকে, আমাদের গোপাল ও মেষপাল সকলের প্রথমজাতদিগকে ঈশ্বরের গৃহে আমাদের ঈশ্বরের গৃহের পরিচর্য্যকারী যাজকদের ৩৭ কাছে অনিবার ; এবং আমাদের ময়দার অগ্রিমাংশ, আমাদের উত্তোলনীয় উপহার ও সমস্ত বৃক্ষের ফল, দ্রীক্ষারস ও তৈল আমাদের ঈশ্বরের গৃহের কুঠরী সমূহে যাজকদের নিকটে আনিবার ; এবং আমাদের ভূমিজত দ্রব্যের দশমাংশ লেবীয়দের কাছে আনিবার বিষয় স্থির করিলাম; কারণ আমাদের সমস্ত কৃষি-নগরে ৩৮ লেবীয়েরাই দশমাংশ আদায় করে । আর লেবীয়দের দশমাংশ আদায় কালে হারোণের সন্তান যাজক লেবীয়দের সঙ্গে থাকিবে ; পরে লেবীয়ের দশমাংশের দশমাংশ আমাদের ঈশ্বরের গৃহে, কুঠরী-সমূহে ভাণ্ডার ৩৯ গৃহে আনিবে। কারণ পবিত্র স্থানের পাত্র সকল এবং পরিচর্য্যকারী যাজকেরা, দ্বারপালের ও গায়কের যে স্থানে থাকে, সেই সকল কুঠরীতে ইস্রায়েল-সন্তানগণ ও লেবি-সন্তানগণ শস্ত, দ্রীক্ষারস ও তৈলের উত্তোলনীয় উপহার তানিবে ; এবং আমরা আপনাদের ঈশ্বরের গৃহ ত্যাগ করিব না। 92 যিরশালেম প্রভৃতি নগর-নিবাসী যিহুদীদের তালিকা । S S অীর লোকদের অধ্যক্ষগণ যিরশালেম বাস করিল , তার অবশিষ্ট লোকেরাও পবিত্র নগর যিরশালেমে বাস করণীথে প্রতিদশ জনের মধ্যে এক জনকে সেখানে আনিবার ও নয় জনকে অন্ত আহু নগরে