> > ; ミー > * ; b I ] ২ বাস করাইবার জন্ত গুলিবাট করিল। আর যে সকল লোক ইচ্ছাপূৰ্ব্বক যিরশালেমে বাস করিতে চাহিল, ৩ লোকের তাহাদিগের ধন্ত্যবাদ করিল। প্রদেশের এই সকল প্রধান লোক যিরশালেমে বসতি করিল। কিন্তু যিহদার নগরে নগর ইস্রায়েল, যাজকেরা, লেবীয়ের, নথীনীয়েরা ও শলেমনের দাসদের সন্তানগণ প্রত্যেকে আপন আপন অধিকারে আপন আপন নগরে বাস ৪ করিল। আর যিহ্ৰদ-সন্তানগণের মধ্যে ও বিদ্যামীনসন্তানগণের মধ্যে কতকগুলি লোক যিরশালেমে বসতি করিল। যিহ্ৰদ-সন্তানগণের মধ্যে উষিয়ের পুত্র অথায় ; সেই উষিয় সর্থরিয়ের পুত্র, সখরিয় অমরিয়ের পুত্র, অমরিয় শফটিয়ের পুত্র, শফটয় মহললেলের পুত্র, সে পেরসের সন্তানদের মধ্যে এক জন । ৫ আর বারকের পুত্র মাসেয় ; সেই বারক কল্হোষির পুত্র, কল্হোষি হসায়ের পুত্র, হসায় আদায়ার পুত্র, আদায় যোয়ারীবের পুত্র, যোয়ারীব সখরিয়ের পুত্র, ৬ সখরিয় শীলোনীয়ের পুত্র : যিরশালেম-নিবাসী পেরস-সন্তান সৰ্ব্বশুদ্ধ চারি শত আটষটি জন বীর৭ পুরুষ ছিল। আর বিদ্যমীনের এই সকল সন্তান ; মশুল্লমের পুত্র সলু, সেই মশুল্লম যোয়েদের পুত্র, যোয়েদ পদায়ের পুত্র, পদায় কোলায়ার পুত্র, কোলায়। মাসেয়ের পুত্র, মাসেয় ঈর্থীয়েলের পুত্র, ঈর্থীয়েল ৮ বিশায়াহের পুত্র। ইহার পরে গববয় ও সলয় ৯ প্রভৃতি নয় শত আটাইশ জন। আর শিখির পুত্র যোয়েল তাহদের কার্য্যের তত্ত্বাবধায়ক ছিল, এবং হস্সনুয়ার পুত্ৰ যিহ্ৰদ নগরের দ্বিতীয় কৰ্ত্ত ছিল। ১০ যাজকদের মধ্যে ; যোয়ারীবের পুত্ৰ যিদয়িয়, যার্থীন, ১১ হিন্ধিয়ের পুত্র সরায় ; সেই হিন্ধিয় মশুল্লমের পুত্র, মশুল্লম সাদোকের পুত্র, সাদেক মরয়োতের পুত্র, মরায়োৎ অহাঁটুবের পুত্র ; আইটুব ঈশ্বরের গৃহের ১২ অধ্যক্ষ । তার গৃহের কৰ্ম্মকারী তাহদের ভ্রাতৃগণ আট শত বাইশ জন ; এবং বিরোহমের পুত্ৰ আদায় : সেই ফিরোহম পললিয়ের পুত্র, পললিয় অম্সির পুত্র, অমৃসি সখরিয়ের পুত্র, সখরিয় পশহরের পুত্র, ১৩ পশহর মল্কিয়ের পুত্র । আর আদায়ার ভ্রাতৃগণ দুই শত বেয়াল্লিশ জন পিতৃকুলপতি ছিল, এবং তাসরেলের পুত্ৰ অমশয় ; সেই অসরেল অহসয়ের পুত্র, অহসয় মশিল্লেমোতের পুত্র, মশিল্লেমোৎ ইন্মেরের ২৪ পুত্র । আর তাহদের ভ্রাতৃগণ এক শত আটাইশ জন বারপুরুষ ছিল, এবং তাহদের কার্য্যের তত্ত্বাবধায়ক ১৫ ছিল সব্দীয়েল, সে হগগদোলামের পুত্র । আর লেবীয়দের মধ্যে ; হপূবের পুত্র শিময়িয় ; সেই হশূব অস্ত্রীকামের পুত্র, অস্ত্রীকম হশবিয়ের পুত্র, হশবিয় ১৬ বুন্নির পুত্র। তার প্রধান লেবায়দের মধ্যে শব্বথয় ও যোৰাবাদ ঈশ্বরের গৃহের বহিঃস্থ কাৰ্য্যের তত্ত্বাব১৭ ধায়ক ছিল । আর আসফের সন্তান, সব্দির সন্তান, মীখার পুত্ৰ মত্তনিয় প্রার্থনাকালীন স্তবগান আরম্ভ করণে প্রধান ছিল ; এবং তাহার ভ্রাতাদের মধ্যে নহিমিয় । 8 R A বকুবুকিয় দ্বিতীয় ছিল,এবং যিদুখুনের সন্তান,গলিলের ১৮ সন্তান, শম্মুয়ের পুত্র অব্দ। পবিত্র নগরস্থ লেবীয়ের ১৯ সববশুদ্ধ দুই শত চৌরাশী জন ছিল। আর দ্বারপালের –অকুব, টল্মেন, ও দ্বার সকলের প্রহরী তাহাদের ভ্রাতৃগণ—এক শত বাহাত্তর জন ছিল । তার ইস্রায়েলের, যাজকদের, লেবীয়দের অবশিষ্ট লোকের যিহুদার সমস্ত নগরে আপন আপন অধি২১ করে থাকিত । কিন্তু নর্থীনীয়ের ওফলে বাস করিত, ২২ এবং সীহ ও গিম্প নর্থীনীয়দের অধ্যক্ষ ছিল । আর বানির পুত্র উষি যিরশালেমস্থ লেবীরদের তত্ত্বাবধায়ক ছিল ; সেই বানি হশবিয়ের পুত্র, হশবিয় মত্তনিয়ের পুত্র, মত্তনিয় মাখার পুত্র ; মাখ অসফবংশজাত গায়কদের মধ্যে এক জন। উষি ঈশ্বরের ২৩ গুহের কৰ্ম্মের অধ্যক্ষ ছিল। কেনন তাহদের বিষয়ে রাজার এক অজ্ঞ ছিল, এবং গায়কদের জন্ত প্রতি২৪ দিন নিরূপিত অংশ দত্ত হইত। আর যিহুদার পুত্ৰ সেরহের বংশজাত মশেষবেলের পুত্র যে পথাহিয়, সে লোকদের সমস্ত বিষয়ে রাজার অধীনে নিযুক্ত ছিল। আর গ্রাম সকল ও তৎসংক্রান্ত ক্ষেত্রের বিষয় : যিহুদী-সন্তানের কেহ কেহ কিরিয়ৎ-তাৰ্ব্বে ও তাহার উপনগরসমূহে, দীবোনে ও তাহার উপনগরসমূহে, ২৬ বিকবৃসেলে ও তাহার গ্রামসমূহে, আর যেগুয়েতে, ২৭ মোলদাতে, বৈৎপেলটে, হৎসর-শুয়ালে, বেব্ৰ-শেবাতে ২৮ ও তাহার উপনগরসমূহে, সিক্লগে, মকোনাতে ও ২৯ তাহার উপনগরসমূহে, ঐন্-রিন্মোণে, সরীয় ও যন্মুতে, ৩০ সানোহে, অতুল্লাম ও তাহদের গ্রামসমূহে, লাখীশে ও তৎসংক্রান্ত ক্ষেত্রে, অসেকাতে ও তাহার উপনগরসমূহে বাস করিত ; ফলতঃ তাহার বের-শেবা অবধি হিন্নোম ৩১ উপত্যক পৰ্য্যন্ত তাম্বুতে বাস করিত। বিদ্যামীনসন্তানের গেব| অবধি মিক্মসে ও আয়াতে, এবং ৩২ বৈথেলে ও তাহার উপনগরসমূহে, অনাখোতে, নোবে, ৩৩.৩৪ আননিয়াতে, হাৎসোরে, রামাতে, গিত্তয়িমে, ৩৫ হাদীদে, সবোয়িমে, নবল্লাটে, লোদে ও ওনোতে, ৩৬ শিল্পকরদের উপত্যকাতে, বাস করিত। আর যিহুদীর সম্পৰ্কীয় কোন কোন পালাভূক্ত কতকগুলি লেবীয় বিদ্যমীনের সহিত সংযুক্ত হইল। ఇe ー&● যাজক ও লেবীয়দের তালিকা । Sર এই যাজকগণ ও লেবীয়ের শত্ৰুটীয়েলের পুত্ৰ সরববাবিলের ও যেশুয়ের সহিত আসিয়াছিল ; ২,৩ সরায়, ফিরমিয়, ইষ, অমরিয়, মলুক, হটুশ, শখনিয়, ৪,৫ রহুম, মরেমোৎ, ইদো, গিন্নধেtয়, অবিয়, মিয়ামীন, ৬ মোয়দিয়, বিল্গ, শময়িয়, যোয়ারীব, যিদয়িয়, সন্ধু, ৭ তামোক, হিন্ধিয়, যিদয়িয় ; ইহারা যেশুয়ের সময়ে যাজকদের ও আপন আপন ভ্রাতৃগণের মধ্যে প্রধান ৮ ছিল। আবার লেবীয়বর্গ , যেগুয়, বিমূয়ী, কদুমীয়েল, শেরেবিয়, যিহ্ৰদ, মত্তনিয় ; এই মত্তনিয় ও তাহার 421
পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৪৩১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।