পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৪৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8&&、 ৯ ভ্রাতৃগণ স্তবগানের অধ্যক্ষ ছিল । আর তাহীদের ভ্রাতৃগণ বক্‌বুকিয় ও উন্নো তাহদের সম্মুখে প্রহরিকৰ্ম্মে নিযুক্ত ছিল। ১০ আর যেগুয়ের পুত্ৰ যোয়াকীম, যোয়কীমের পুত্র ১১ ইলিয়াশীব, ইলিয়াশীবের পুত্র যোয়ীদ, যোয়ীদার ১২ পুত্ৰ যোনাথন, যোনাথনের পুত্ৰ যদৃয়। ধোয়াকমের সময়ে ইহার পিতৃকুলপতি যাজক ছিল । সরায়ের ১৩ কুলে মরায় বিরমিয়ের কুলে হননিয় ; ইয়ার কুলে ১৪ মণ্ডল্লম, অমরিয়ের কুলে যিহেtহানন, মল্লুকীর কুলে ১৫ যোনাথন, শবলিয়ের কুলে যোষেফ, হারীমের কুলে ১৬ অদন, মরয়োতের কুলে হিষ্কয়, ইন্দোর কুলে সখরিয়, ১৭ গিন্নথোনের কুলে মশুল্লম, অবিয়ের কুলে সিখি, মিনিয়ামীনের কুলে [এক জন, মোয়দিয়ের কুলে ১৮ পিন্টয়, বিলুগার কুলে সন্মুয়, শমরিয়ের কুলে যিহো১৯ নাথন, যোয়ারীবের কুলে মত্তনয়, যিদয়িয়ের কুলে ২• উষি, সল্লয়ের কুলে কল্লয়, আমোকের কুলে এবর, ২১ হিঙ্কিয়ের কুলে হশবিয়, যিদয়িয়ের কুলে নখনেল । ২২ ইলিয়াশীবের, যোয়ীদার, যোহাননের ও যদুয়ের সময়ে লেৰীয়দের পিতৃকুলপতিগণের, এবং পারসীক দারিয়াবসের য়াজত্বকালে যাজকগণের নাম বংশী২৩ বলিতে লিখিত হইল। লেবির বংশজাত পিতৃকুলপতিদের নাম বংশাবলি-পুস্তকে ইলিয়াশীবের পুত্র ২৪ যোহাননের সময় পৰ্য্যন্ত লিখিত হইল । লেবীয়দের প্রধান লোক হশবিয়, শেরেবিয়, ও কদমীয়েলের পুত্র যেশুয়, এবং তাহদের সন্মুখস্থ ভ্রাতৃগণ ঈশ্বরের লোক দায়ুদের আজ্ঞানুসারে দলে দলে প্রশংসা ও স্তবগান ২৫ করিতে নিযুক্ত হইল। মত্তনিয় ও বক্‌বুকিয়, ওবাদয়, মশুল্লম, টল্‌মোন ও অঙ্কুব দ্বারপাল হইয়া দ্বারসমূহের নিকটবৰ্ত্তী ভাণ্ডার সকলের প্রহরি-কৰ্ম্ম করিত। ২৬ ইহার যোষাদকের সন্তান যেগুয়ের পুত্ৰ যোয়াকামের সময়ে এবং দেশাধ্যক্ষ নহিমিয়ের ও অধ্যাপক ইষ যাজকের সময়ে ছিল । যিরশালেমের প্রাচীর প্রতিষ্ঠা | তার ফিরশালেমের প্রাচীর প্রতিষ্ঠা উপলক্ষে লোকের লেবীয়দের সকল স্থানে [গিয়া] যিরশালেমে আনিবার জন্ত তাহদের অন্বেষণ করিল, যেন করতাল, নেবল ও বীণাবাদ্য পুরঃসর স্তব ও গান করিয়া আনন্দ ২৮ সহকারে প্রতিষ্ঠা করা হয় । তার গায়কদের সন্তানগণ ফিরশালেমের চারিদিকের তাঞ্চল হইতে ও নটোফা২৯ তীয়দের সকল গ্রাম হইতে, এবং বৈৎ-গিল্গল হইতে এবং গেবার ও অস্মাবতের ক্ষেত্র হইতে একত্র হইল, কেননা গায়কের যিরশালেমের চারিদিকে আপনাদের ৩০ জন্ত গ্রাম পত্তন করিয়াছিল । তার যাজকের ও লেবীয়ের। আপনারা শুচি হইল, এবং তাহার লোক৩১ দিগকে ও দ্বার সকল ও প্রাচীর শুচি করিল। পরে আমি যিহুদার অধ্যক্ষদিগকে প্রাচীরের উপরে তানি নহিমিয়। [ > ネ; >ー8や | লাম, এবং স্তবগানকারী দুই মহাসংকীৰ্ত্তন-দল নিরূপণ করিলাম ; [তাহার এক দল] প্রাচীরের উপর দিয়৷ ৩২ দক্ষিণ পার্শ্বে সার-দ্বারের দিকে গেল, তাহীদের ৩৩ পশ্চাতে হোশয়িয় ও যিহুদার অধ্যক্ষবর্গের অৰ্দ্ধেক, ৩৪ এবং অসরিয়, ইয়ু ও মশুল্লম, যিহুদী ও বিস্তামীন ৩৫ এবং শময়িয় ও ফিরমিয় গেল। আর তুরীর সহিত যাজক-সন্তানদের মধ্যে কতকগুলি লোক, অর্থাৎ আসফের বংশজাত সঙ্কুরের সন্তান, মীথায়ের সন্তান, মত্তনিয়ের সন্তান, শমল্লিয়ের পুত্ৰ যে যোনাথন, তাহার ৩৬ পুত্ৰ সখরিয়, ও ইহার ভ্রাতৃগণ শময়িয় ও অসরেল, মিললয়, গিললয়, মায়য়, নখনেল, যিহুদী ও হননি, ইহারা ঈশ্বরের লোক দায়ুদের নিরূপিত নানা বাদ্যযন্ত্র হন্তে লইয়া চলিল, এবং অধ্যাপক ইষ তাহীদের ৩৭ অগ্ৰে অগ্ৰে চলিলেন । তাহারা উনুই-দ্বারের নিকট হইয়া সম্মুখস্থ দায়ুদ-নগরের সোপানে প্রাচীরের উৰ্দ্ধগমন স্থান দিয়া উঠিয়া দায়ুদের গৃহের উপর দিয়৷ ৩৮ জল-দ্বার পর্য্যন্ত পুৰ্ব্বদিকে গমন করিল। আর ভবগানকারী দ্বিতীয় দল প্রাচীরের উপর দিয়া তাহীদের সঙ্গে মিলিতে গেল ; এবং আমি ও লোকদের অৰ্দ্ধেক তাহাদের পশ্চাৎ গমন করিলাম। তাহার তুন্দুরের ৩৯ দুর্গ অবধি প্রশস্ত প্রাচীর পর্য্যন্ত, এবং ইক্লয়িমের দ্বার, পুরাতন দ্বার, মৎস্ত-দ্বার, হুননেলের দুর্গ ও হন্মেয়ার দুর্গ দিয়া মেষ-দ্বার পর্য্যন্ত গেল, এবং রক্ষীদের দ্বারে দাড়া৪• ইল। এইরূপে ঈশ্বরের গৃহে স্তবগানকারীদের ঐ দুই দল, এবং আমি ও আমার সহিত অধ্যক্ষদের অৰ্দ্ধেক ৪১ লোক ; আর ইলীয়াকীম, মাসেয়, মিনিয়ামান, মৗখায়, ইলিয়ৈনয়, সখরিয়, হননিয়, এই যাজকের ৪২ তুরীসহ, এবং মাসেয়, শময়িয়, ইলিয়াসর, উষি, যিহোহানন, মল্কিয়, এলম ও এষর, আমরা সকলে দাড়াইয়া রহিলাম ; তখন গায়কেরা উচ্চৈঃস্বরে গান ৪৩ করিল, ও যিবহয় তাহদের তত্ত্বাবধায়ক ছিল । সেই দিবস লোকেরা অনেক বলিদান করিয়া আনন্দ করিল, কেননা ঈশ্বর তাহাদিগকে মহানন্দে আনন্দিত করিলেন, এবং স্ত্রী ও বালকবালিকাগণও আনন্দ করিল ; তাহাতে অনেক দূর পর্য্যন্ত যিরশালেমের তানন্দধ্বনি শুনা গেল । তার সেই দিন কেহ কেহ উত্তোলনীয় উপহারের অগ্রিমাংশের ও দশমাংশের জন্ত ভাণ্ডারার্থক কঠরীতে কুঠরীতে, ব্যবস্থানুসারে যাজকদের ও লেৰীয়দের জন্ত সমস্ত নগরের ক্ষেত্র হইতে প্রাপ্য অংশ সকল তন্মধ্যে সংগ্রহ করণার্থে নিযুক্ত হইল ; কেননা কাৰ্য্যকারী যাজকদের ও লেবীয়দের জন্ত যিহুদার আনন্দ ৪৫ জন্মিয়ছিল। আর তাহার। আপনাদের ঈশ্বরের রক্ষণীয় ও শুচিতার রক্ষণীয় রক্ষা করিল, এবং গায়কেরা ও দ্বারপালের দাযুদের ও তাহার পুত্র শলো৪৬ মনের আজ্ঞানুসারে | কৰ্ম্ম করিল] । কেননা পূৰ্ব্বকালে দাযুদের ও আসফের সময়ে গায়কদের প্রধানবর্গ এবং ঈশ্বরের উদেশে প্রশংসার গান ও স্তবের গান 88 422