8&8 তাহদের কোন কোন ব্যক্তিকে প্রহর ও তাহীদের কেশ উৎপাটন করিলাম, এবং ঈশ্বরের নামে তাহাদিগকে [এই বলিয়। ] দিব্য করাইলাম, তোমরা উহাদের পুত্রদের সহিত আপন আপন কন্যাদের বিবাহ দিবে না, ও আপন আপন পুত্রদের জষ্ঠ কিম্বা আপনাদের জন্ত উহাদের কন্যাদিগকে গ্ৰহণ করিবে ২৬ না । ইস্রায়েল-রাজ শলোমন এই সকল কাৰ্য্য করিয়৷ কি অপরাধী হন নাই ? কিন্তু অনেক জাতির মধ্যে তাহার তুল্য কোন রাজ ছিল না ; আর তিনি আপন ঈশ্বরের প্রিয় পাত্র ছিলেন, এবং ঈশ্বর তাহাকে সমস্ত ইস্রায়েলের উপরে রাজা করিয়াছিলেন ; তথাপি ২৭ বিজাতীয় স্ত্রীর। তাহাকেও পাপ করাইয়াছিল । অতএব আমরা কি তোমাদের এই কথায় কর্ণপাত করিব যে, তোমর বিজাতীয় কস্তাদিগকে বিবাহ করিয়া নহিমিয় – ইষ্টের। [ * <) ; २७ - > ; >७ ।। আমাদের ঈশ্বরের বিরুদ্ধে সত্যলজঘন করিবার নিমিত্তে এই সমস্ত মহাপাপ করিবে ? ২৮ ইলিয়াশীব মহাযাজকের পুত্ৰ যিহেয়াদার এক পুত্র হোরোণীয় সনবল্লটের জামাত ছিল, এই জন্ত আমি আপনার নিকট হইতে তাহাকে তাড়াইয়৷ দিলাম। ২৯ হে আমার ঈশ্বর, তাহাদিগকে স্মরণ কর, কেনন। তাহার। যাজকত্ব এবং যাজকত্বের ও লেবীয়দের নিয়ম ৩০ কলঙ্কিত করিয়াছে। এইরূপে আমি বিজাতীয় সকলের হইতে তাহাদিগকে পরিষ্কার করিলাম, এবং প্রত্যেকের কার্য্যানুসারে যাজকদের ও লেবীয়দের ৩১ রক্ষণীয় স্থির করিলাম ; আর নিরূপিত সময়ে কাষ্ঠদান জন্য, ও অগ্রিমাংশ সকলের জন্ত লোক নিযুক্ত করিলাম]। হে আমার ঈশ্বর, মঙ্গলার্থে আমাকে স্মরণ কর । ইটেরের বিবরণ। অহশ্বেরশের মহাভেজ। বষ্ট রাণীর পদচ্যুতি । S অহশ্বেরশের সময়ে এই ঘটনা হইল। ঐ অহশ্বেরশ হিন্দুস্থান হইতে কুশ দেশ পৰ্য্যন্ত এক ২ শত সাতাইশ প্রদেশের উপরে রাজত্ব করিতেন । তৎকালে অইশ্বেরশ রাজ শুশন রাজধানীতে রাজসিংহাসনে ৩ উপবিষ্ট হইয় আপন রাজত্বের তৃতীয় বৎসরে আপনার সমস্ত অধ্যক্ষ ও দাসগণের জন্ত এক ভোজ প্রস্তুত করিলেন ; পারস্ত ও মাদিয়া দেশের বিক্রমী লোকের, প্রধানের ও প্রদেশাধ্যক্ষেরা তাহার সাক্ষাতে উপ৪ স্থিত হইলেন। তিনি অনেক দিন অর্থাৎ এক শত আশী দিন পর্য্যন্ত আপন প্রতাপান্বিত রাজ্যের ঐশ্বৰ্য্য ও আপন উৎকৃষ্ট মহত্ত্বের গৌরব প্রদর্শন করিলেন । ৫ সেই সকল দিন সম্পূর্ণ হইলে পর রাজ শুশন রাজধানীতে উপস্থিত ক্ষুদ্র কি মহান সমস্ত লোকের জন্ত রাজবাটীর উদ্যানের প্রাঙ্গণে সপ্তাহকালব্যাপী ভোজ ৬ প্রস্তুত করিলেন। তথায় কাপাসনিৰ্ম্মিত শুক্ল ও নীলবর্ণ চন্দ্রতপ ছিল, তাহ মদীনা-সুত্রের বেগুনে রজজু দ্বারা রৌপ্যময় কড়াতে মৰ্ম্মরস্তন্তে নিবদ্ধ ছিল, এবং লাল, সাদা, সবুজ ও কাল মৰ্ম্মর পাথরে শিল্পিত মেঝিয়াতে স্বর্ণময় ও রৌপ্যময় আসনশ্রেণী স্থাপিত ৭ ছিল । আর রাজার দাতুত্ব অনুসারে স্বর্ণপাত্রে পানীয় ও প্রচুর রাজকীয় দ্রাক্ষার্য দত্ত হইল, সেই সকল পাত্র ৮ ন৷নাবিধ ছিল। তাহাতে যথাবিধানে পান করা হইল, কেহ বল করিল না ; কেনন। যাহার যেমন ইচ্ছ, তদনুসারে তাহকে করিতে দেও, এই অজ্ঞ। রাজা ৯ আপনার গৃহের সমস্ত অধ্যক্ষকে দিয়াছিলেন। আর বণ্ঠী রাণীও আহশ্বেরশের রাজবাটীতে মহিলাগণের জন্ত ভোজ প্রস্তুত করিলেন । সপ্তম দিন যখন রাজা দ্রীক্ষারলে প্রফুল্লচিত্ত ছিলেন, তখন তিনি মহমন, বিস্থা, হর্বোণ, বিগ্থা, অবগথ, সেথর ও কর্কস, অহশ্বেরশ রাজার সম্মুখে পরিচর্য্যা১১ কারী এই সপ্ত নপুংসককে আজ্ঞা করিলেন, যেন তাহার প্রজাদিগকে ও অধ্যক্ষাদগকে বষ্টী রাণীর সৌন্দর্য্য দেখাইবার জন্ত তাহাকে রাজমুকুট পরাইয়৷ রাজার সাক্ষাতে আনয়ন করে ; কেনন। তিনি দেখিতে ১২ মুন্দরী ছিলেন। কিন্তু বষ্ট রাণী নপুংসকদের দ্বার প্রেরিত রাজার অভিজ্ঞামতে আসিতে সন্মত হইলেন ন , তাহীতে রাজা অতিশয় ক্রুদ্ধ হইলেন, তাহার অন্তরে ক্রোধাগ্নি প্রজ্বলিত হইয়া উঠিল। পরে রাজা কালজ্ঞ বিদ্বানবর্গকে এই বিষয় কহিলেন ; কেননা ব্যবস্থা ও রাজনীতিজ্ঞ পুরুষ সকলের ১৪ কাছে রাজার এইরূপ বলিবার প্রথা ছিল । তার কর্শন, শেখর, অদমাথা তশীশ, মেরস, মর্সন ও মমূখন, ইহঁর। তাহার নিকটে ছিলেন ; এই সাত জন পারস্ত ও মাদিয়া দেশের অধ্যক্ষ রাজার মুখদর্শন করিতেন, এবং রাজ্যের শ্রেষ্ঠ স্থানে উপবিষ্ট ছিলেন। ১৫ (রাজ কহিলেন,] বষ্ট রাণী নপুংসকদের দ্বার প্রেরিত অহশ্বেরশ রাজার আজ্ঞ। মানে নাই, অতএব ব্যবস্থানু১৬ সারে তাহার প্রতি কি কৰ্ত্তব্য ? তখন মমূখন রাজার ও অধ্যক্ষদের সাক্ষাতে উত্তর করিলেন, বষ্ট রাণী যে У о 39 424
পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৪৩৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।