8● ९ ১৮ দিতে কেবল এক তামি রক্ষা পাইয়ছি। সে কথা কহিতেছিল, ইতিমধ্যে তার এক জন ত্যাসিয়া কহিল, আপনকার পুত্ৰকস্তাগণ তাহদের জ্যেষ্ঠ ভ্রাতার গৃহে ১৯ ভোজন ও দ্রাক্ষারস পান করিতেছিলেন, আর দেখুন, প্রান্তরের পার হইতে একটা ভারী ঝড় উঠিয়া গৃহটর চারি কোণে লাগিল, আর যুবকগণের উপরে গৃহ পতিত হইল, তাহাতে তাহার। মারা পড়িলেন ; আপনাকে ংবাদ দিতে কেবল এক। আমি রক্ষা পাইয়াছি। তখন ইয়োব উঠিয় আপন বস্ত্র চিরিলেন, মস্তক মুণ্ডন করিলেন ও ভূমিতে পড়িয়া প্ৰণিপাত করিলেন, ২১ আর কহিলেন, আমি মাতার গৰ্ত্ত হইতে উলঙ্গ অtfসয়াছি, আর উলঙ্গ সেই স্থানে ফিরিয়া যাইব ; সদাপ্রভু দিয়াiছলেন, সদাপ্রভুই লইয়াছেন ; সদাপ্রভুর নাম ২২ ধন্ত হউক। এই সকলেতে ইয়োব পাপ করিলেন না, এবং ঈশ্বরের প্রতি অবিবেচনার দোষারোপ করিলেন না । ९ আর এক দিন ঈশ্বরের পুত্ৰগণ সদাপ্রভুর সম্মুখে দণ্ডায়মান হুইবার জন্ত উপস্থিত হইলে র্তাহীদের মধ্যে শয়তানও সদাপ্রভুর সম্মুখে দণ্ডায়মান ২ হইবার জন্ত উপস্থিত হইল। সদাপ্রভু শয়তানকে কহিলেন, তুমি কোথা হইতে আসিলে ? শয়তন সদাপ্রভুকে উত্তর করিয়া কহিল, আমি পৃথিবী পৰ্য্যটন ৩ ও তথায় ইতস্ততঃ ভ্রমণ করিয়া আসিলাম। সদ্যপ্ৰভু শয়তানকে কহিলেন, আমার দাস ইয়োবের প্রতি কি তোমার মন পড়িয়াছে ? কেননা তাহার তুল্য সিদ্ধ ও সরল, ঈশ্বরভয়শীল ও কুক্ৰিয়াত্যাগী লোক পৃথিবীতে কেহই নাই ; সে এখনও আপন সিদ্ধত রক্ষা করিতেছে, যদিও তুমি অকারণে তাহাকে বিনষ্ট করিতে ৪ আমাকে প্রবৃত্ত করিয়াছ । শয়তান সদাপ্রভুকে উত্তর করিয়া কহিল, চৰ্ম্মের জন্ত চৰ্ম্ম, আর প্রাণের জন্ত ৫ লোক সৰ্ব্বস্ব দিবে। কিন্তু তুমি এক বীর হস্ত বিস্তার করিয়া তাহার অস্থি ও মাংস স্পর্শ কর, সে অবস্থা ৬ তোমার সম্মুখেই তোমাকে জলাঞ্জলি দিবে। সদাপ্রভু শয়তানকে কহিলেন, দেখ, সে তোমার হস্তগত ; কেবল তাহার প্রাণ থাকিতে দিও। ৭ পরে শয়তান সদাও ভুর সম্মুখ হইতে বাহির হইয়। ইয়োবের আপাদমস্তকে আঘাত করিয়া দুষ্ট স্ফোটক ৮ জন্মাই ল। তাহাতে তিনি একখান খাপর লইয়। সৰ্ব্বাঙ্গ ঘর্ষণ করিতে লাগিলেন, আর ভষ্মের মধ্যে ৯ বসিয়া রহিলেন । তখন তাহার স্ত্রী তাহীকে কহিলেন, তুমি কি এখনও তোমার সিদ্ধত রক্ষা করিতেছ ? ১০ ঈশ্বরকে জলাঞ্জলি দিয়া প্রাণত্যাগ কর । কিন্তু তিনি তাহাকে কহিলেন, তুমি একটা মূঢ় স্ত্রীর মত কথা কহিতেছ। বল কি ? আমরা ঈশ্বর হইতে কি মঙ্গলই গ্রহণ করিব, অমঙ্গল গ্রহণ করিব না ? এই সকলেতে ইয়েব আপন ও&ধরে পাপ করিলেন না। ১১ পরে হয়েবের প্রতি ঘটিত ঐ সকল বিপদের কথা তাহার তিন জন মিত্রের কর্ণগোচর হইলে তাহার। ● 432 ইয়োব । [ . ; b – 9 ; $8 + প্রত্যেকে অগিন আপন স্থান হইতে অসিলেন ; তৈমনীয় ইলফেস, শূহীয় বিলদদ ও নামৰ্থীয় সোফর একপরামর্শ হইয় তাহার সহিত শোক ও তাহাকে সান্তন করিবার জন্ত তাহার নিকটে আগমন করিতে ১২ স্থির করিলেন। পরে তাহার দূর হইতে চক্ষু ভুলিয়৷ দেখিলেন, কিন্তু তাহাকে চিনিতে পারিলেন না, তাহাতে তাহার উচ্চৈঃস্বরে রোদন করিলেন, এবং প্রত্যেকে আপন তাপন বস্ত্র ছিড়িয়া আপন তাপন মস্তকের উপরে আকাশের দিকে ধূলা ছড়াইতে ১৩ লাগিলেন। পরে সাত দিন ও সাত রাত্রি তাহার সহিত ভূমিতে বসিয়া থাকিলেন, তাহাকে কেহ কিছুই কহিলেন না ; কারণ তাহারা দেখিলেন, তাহার যাতন অতি কঠোর । ইয়োবের বিলাপগীত । তৎপরে ইয়োব মুখ খুলিয় আপনার জন্মদিনকে শাপ দিতে লাগিলেন। ইয়োব কহিলেন, ৩ বিলুপ্ত হউক সেই দিন, যে দিন আমার জন্ম হইয়াছিল, সেই রাত্রি, যে রাত্রি বলিয়াছিল, ‘পুত্রসন্তান হইল”। ৪ সেই দিন অন্ধকার হউক : উদ্ধ হইতে ঈশ্বর সে দিনের তত্ত্ব না করুন, দীপ্তি তাহার উপরে বিরাজমান না হউক ; ও অন্ধকার ও মৃত্যুচ্ছায়া* তাহাকে আদায় করুক, মেঘ তাহাকে আচ্ছন্ন করুক, যাহা কিছু দিন অন্ধকার করে, তাহ তাহাকে ত্রাস যুক্ত করুক । ৬ সেই রাত্রি তিমিরগ্রস্ত হউক, তাহ বৎসরের দিনশ্রেণীতে ভুক্ত না হউক, তাহা মাসের সংখ্যার মধ্যে গণ্য না হউক । ৭ দেখ, সেই রীত্রি বন্ধ্য হউক, আনন্দগান তাহতে প্রবেশ না করুক। ৮ তাহারা তারে শাপ দিউক, যাহার। দিনকে শাপ দেয়, যাহারা লিবিয়াথনকে জাগাইতে নিপুণ । ৯ তাহার সান্ধ্য নক্ষত্র সকল অন্ধকার হউক, সে যেন দীপ্তির অপেক্ষায় থাকিলেও দীপ্তি না পায়, সে যেন উষার চক্ষের পাত। দেখিতে না পায় । ১• কেননা সে মম জননীর জঠরের কবাট বদ্ধ করে নাই আমার চক্ষু হইতে কষ্ট গুপ্ত রাখে নাই। ১১ অামি কেন গৰ্ত্তে মরি নাই ? উদর হইতে পড়িবামাত্র কেন প্রাণত্যাগ করি নাই ? ১২ জানুযুগল কেন তামাকে গ্রহণ করিয়াছিল ? স্তনযুগই বা কেন আমাকে দুগ্ধ দিয়াছিল ? ১৩ তাহ হইলে এখন শয়ন করিয়া বিশ্রাম করিতাম, নিদ্রিত হইতাম, শান্তি পাইতাম : ১৪ রাজগণের ও দেশের মন্ত্রিগণের সহিত থাকিতাম,
- ( বা ) ঘন তিমির ।