পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৪৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৬ ; ১৪ – ১৮ ; ২০ । ] তিনি আমার যকৃৎ বিদীর্ণ করেন, দয়া করেন না, তিনি মৃত্তিকায় আমার পিত্ত ঢালেন । ১৪ তিনি ভঙ্গের পর ভঙ্গ দ্বার। আমাকে ভগ্ন করেন, তিনি বীরবৎ আমার বিরুদ্ধে দৌড়িয়া আইসেন। ১৫ অামি নিজ চৰ্ম্মের উপরে চট বুনিয়াছি, ধূলাতে আপন শৃঙ্গ কলুষিত করিয়াছি। ১৬ আমার মুখ রোদনে বিকৃত হইয়াছে, মৃতু্যচ্ছায়। আমার চক্ষুর পাতার উপরে আছে ; ১৭ তথাপি আমার হস্তে অত্যাচার নাই, আর আমার প্রার্থনা বিশুদ্ধ । ১৮ পৃথিবি ! আমার রক্ত আচ্ছাদন করিও না ; আমার ক্ৰন্দন যেন বিশ্রামস্থান না পায় । ১৯ দেখ, এখনও আমার সাক্ষ্য স্বর্গে আছে, আমার সাক্ষী উদ্ধস্থানে থাকেন। ২• আমার মিত্রবর্গ আমাকে বিদ্রুপ করে : ঈশ্বরের উদেশে আমার চক্ষু অশ্রুপাত করে ; ২১ যেন তিনি ঈশ্বরের কাছে মনুষ্যের পক্ষে কথা কহেন, বন্ধুর কাছে মনুষ্য-সন্তানের পক্ষে কথা কহেন। ২২ কেননা আর কয়েক বৎসর গত হইলে যে পথে গেলে ফিরিব না, সেই পথে যাইব । Sማ আমার জীবাত্মা শেষ হইয়াছে,আমার আয়ু অবসান, কবর আমার নিমিত্ত প্রস্তুত । ২ সত্য, বিদ্রুপকারিগণ আমার নিকটস্থ, তাহাদের বিরোধ আমার চক্ষুগোচরে আছে। ৩ বিনয় করি, তুমি অঙ্গীকার কর, তোমার কাছে তুমিই আমার প্রতিভূ হও ; আর কে আছে যে, আমার হাতে তালী দিবে ? ৪ তুমি ইহাদের চিত্ত বুদ্ধিরহিত করিয়াছ, তাই ইহাদিগকে উন্নত করিবে না। ৫ যে ব্যক্তি লুটরূপে আপনার বন্ধুদিগকে অর্পণ করে, তাহার সন্তানদের চক্ষু অন্ধ হইবে। ৬ উনি আমাকে লোকদের হাস্তাস্পদ করিয়াছেন, লোকে যাহার মুখে থুথু ফেলে, আমি এমন হইলাম। ৭ আমার চক্ষু মনস্তাপে নিস্তেজ হইয়াছে, আমার সর্ববঙ্গ ছায়ার দ্যায় হইয়াছে। ৮ ইহাতে সরলাচারীরা চমৎকৃত হইবে, পামরের বিরুদ্ধে নির্দোষ উত্তেজিত হইয়া উঠিবে। ৯ কিন্তু ধাৰ্ম্মিক অপেন পথে অগ্রসর হইবে, যে শুfচহস্ত, সে উত্তরোত্তর প্রবল হইবে । ১০ কিন্তু তোমরা সকলে এখন ফিরিয়া আইস, তোমাদের মধ্যে কাহাকেও জ্ঞানবান দেখি না। ১১ আমার আয়ু গত, আমার অভিপ্রার সকল ভগ্ন, আমার মনোরথ সকল ভগ্ন হইয়াছে । ১২ ইহার রাত্রিকে দিন করে, আলোকে অন্ধকারের নিকটস্থ বলে । ১৩ যদি আমার ঘর বলিয়া পাতালের অপেক্ষা করি, যদি অন্ধকারে আমার শয্যা পাতিয়া থাকি, ১৪ যদি ক্ষয়কে বলিয়৷ থাকি, তুমি আমার পিতা, ইয়োব । 3 8 × কীটকে বলিয়া থাকি, তুমি আমার মাত ও ভগিনী : ১৫ তবে আমার অাশা কোথায় ? আর আমার আশা কে দেখিতে পাইবে ? ১৬ তাহ পাতালের অর্গল পৰ্য্যন্ত নামিয়া যাইবে, যখন একবার ধুলায় বিশ্রাম পাওয়া যায়। বিলদদের দ্বিতীয় বক্তৃত । Sb 翼 শূহীয় বিলুদদ উত্তর করিয়া কহিলেন, তোমরা কত কাল বাক্য ধরিতে জাল পাতিবে ? বিবেচনা কর, পরে আমরা উত্তর করিব । ৩ আমরা কি নিমিত্ত পশুবৎ গণিত হইয়াছি, তোমাদের দৃষ্টিতে অশুচি হইয়াছি ? ৪ তুমি ত ক্রোধে আপনাকে বিদীর্ণ করিতেছ, তোমার নিমিত্ত কি পৃথিবী ত্যাগ করা যাইবে ? শৈলকে কি স্বস্থান হইতে সরান যাইবে ? ৫ দুষ্টের দীপ্তি ত নিৰ্ব্বাণ হইবে, তাহার অগ্নির শিখা নিস্তেজ হইবে । ৬ তাহার তাম্বুতে আলোক অন্ধকার হইবে, তাহার উপরিস্থ প্রদীপ নিবিয়া যাইবে । ৭ তাহার বলের গতি খৰ্ব্ব করা যাইবে, সে আপনার পরামর্শ দ্বারাই নিপাতিত হইবে। ৮ সে তু আপন পদসঞ্চারে জলমধ্যে চালিত হয়, সে ফণশ-কলের উপর দিয়া গমন করে। ৯ তাহার পাদমূল পাশে বদ্ধ হইবে, সে ফাদে ধূত হইবে। ১০ তাহার জন্য ফাশ ভূমিতে লুক্কায়িত আছে, তাহার জন্ত পথে কল পাতা আছে। ১১ চারিদিকে নানাবিধ ত্রাস তাহীকে ভয় দেখাইবে, পদে পদে তাহাকে তাড়না করিবে । ১২ তাহার বল ক্ষুধায় ক্ষীণ হইবে, বিপদ তাহার পর্শ্বে অবস্থিত থাকিবে । ১৩ তাহ তাহার দেহের অঙ্গ সকল ভক্ষণ করিবে, মৃত্যুর জ্যেষ্ঠ তনয় তাহার সর্ববঙ্গ ভক্ষণ করবে ; ১৪ সে আপন বিশ্বাস-স্থল তাম্বু হইতে উৎপাটিত, এবং ত্রাস-রাজের কাছে নীত হইবে । ১৫ তাহার অসম্পৰ্কীয়ের তাহার তাম্বুতে বাস করিবে, তাহার বাসস্থানে গন্ধক ছড়ান যাইবে । ১৬ নীচে তাহার মূল শুষ্ক হইবে, উপরে তাহার শাখা স্নান হইবে। ১৭ পৃথিবী হইতে তাহার স্মৃতি লুপ্ত হইবে, পথে কেহ তাহার নাম করিবে না । ১৮ সে আলো হইতে অন্ধকারে দূরীকৃত হইবে, সে সংসার হইতে বিতাড়িত হইবে। ১৯ স্বজাতীয়দের মধ্যে তাহার পুত্র কি পৌত্র থাকিবে না, তাহার প্রবাস-স্থানে কেহই অবশিষ্ট থাকিবে না, ২• তাহার দুদিনে পশ্চিমদেশীয়ের স্তম্ভিত হইবে, পূৰ্ব্বদেশীয়ের ভয়ে রোমাঞ্চিত হইবে। 441