পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৪৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○> : ビー○*、* や1] আমার হৃদয় যদি চক্ষুর অনুবৰ্ত্তী হইয় থাকে, আমার হস্তে যদি কোন কলঙ্ক লাগিয়া থাকে, ৮ তবে আমি বুনিলে অন্তে ফল ভোগ করুক, ও আমার চারা সকল উন্মুলিত হউক । ৯ আমার হৃদয় যদি রমণীতে মুগ্ধ হইয় থাকে, প্রতিবাসীর দ্বারের নিকটে যদি আমি লুকাইয়া থাকি, ১• তবে আমার স্ত্রী পরের জন্ত র্যাত পেষণ করুক, অন্ত লোকে তাহাকে ভোগ করুক । ১১ কেনন। তাহ জঘন্ত কাৰ্য্য, তাহা বিচারকর্তাদের শাসনীয় অপরাধ ; ১২ তাহ সর্ববনাশ পর্য্যন্ত গ্রাসকারী অগ্নি, তাহা আমার সর্বস্ব উন্মলন করিত। ১৩ আমার দাস কি দাসী আমার কাছে অভিযোগ করিলে, যদি তাহদের বিচারে তাচছল্য করিয়া থাকি, ১৪ তবে ঈশ্বর উঠিলে আমি কি করিব ? তিনি তত্ত্ব করিলে তাহাকে কি উত্তর দিব ? ১৫ যিনি জরায়ু-মধ্যে আমাকে রচনা করিয়াছেন, তিনিই কি উহাকেও রচনা করেন নাই ? একই জন কি আমাদিগকে গৰ্ত্তে গঠন করেন নাই ? ১৬ আমি যদি দরিদ্রাদগকে তাহদের অভীষ্ট বস্ত হইতে বঞ্চিত করিয়া থাকি, যদি বিধবার নয়ন নিস্তেজ করিয়া থাকি, ১৭ যদি আমার খাদ্য এক খাইয়া থাকি, পিতৃহীন তাহার কিছু গাইতে ন পাইয়া থাকে, ১৮ (বস্তুতঃ আমার বাল্যাবধি সে যেমন পিতার কাছে, তেমনি আমার কাছে মানুষ হইত, আজন্মকাল আমি বিধবার উপকার করিয়াছি ; ) ১৯ যখন আমি কাহাকেও বস্ত্রাভাবে মৃতকল্প দেখিয়াছি, দীনহীনকে উলঙ্গ দেখিয়াছি, ২• যদি তাহার কটি আমাকে আশীৰ্ব্বাদ না করিয়া থাকে, আমার মেষের লোমে তাহার গাত্র উষ্ণ ন হইয়া থাকে ; ২১ নগরদ্বারে নিজ সহায়কে দেখিতে পাওয়াতে, যদি পিতৃহীনের বিপরীতে হাত তুলিয়৷ থাকি ; ২২ তবে আমার স্কন্ধর অস্থি খসিয়া পড়ুক, আমার বাহু সন্ধি হইতে পড়িয়া যাউক । ২৩ কারণ ঈশ্বরদত্ত বিপদ আমার প্রতি ত্ৰাসজনক হইত, তাহার মহত্ত্বহেতু সেরূপ কিছু করিতে পারিতাম না। ২৪ আমি যদি স্বর্ণকে আশাভূমি করিয়া থাকি, সুবৰ্ণকে বলিয়া থাকি, তুমি মম আশ্রয়, ২৫ যদি আনন্দ করিয়া থাকি, সম্পদ বাড়িয়ছে বলিয়, হস্তে সমুদ্ধি লাভ হইয়াছে বলিয়া ; ২৬ যখন তেজোময় প্রভাকরকে দেখিয়াছি, সজ্যোৎস্না-বিহারী চন্দ্রকে দেখিয়াছি, ২৭ তখন যদি আমার মন গোপনে মুগ্ধ হইয়া থাকে, আমার মুখ যদি হস্তকে চুম্বন করিয়া থাকে, ২৮ তবে তাহাও বিচারকর্তদের শাসনীয় অপরাধ হইত, কেননা তাহ হইলে উৰ্দ্ধবাসী ঈশ্বরকে অস্বীকার করিতাম । 29 J O. T. ইয়োব । 8 8 o' ২৯ আমার বিদ্বেষীর বিপদে কি আনন্দ করিয়াছি ? তাহার অমঙ্গলে কি উল্লাসিত হইয়াছি ? ৩• বরঞ্চ আমার মুখকে পাপ করিতে দিই নাই ; অভিশাপসহ উহার প্রাণ যাঞ্জা করি নাই। ৩১ আমার তাম্বুর লোকে কি বলিত না, কোন ব্যক্তি উহার দত্ত মাংসে তৃপ্ত হয় নাই ? ৩২ বিদেশী পথে রাত্রি যাপন করিত না, পখিকদের জষ্ঠ আমি দ্বার খুলিয়। রাখিতাম । ৩৩ আমি কি আদমের * দ্যায় আপন অধৰ্ম্ম ঢাকিয়tfছ ? আমার অপরাধ কি বক্ষঃস্থলে লুকাইয়াছি ? ৩৪ আমি কি মহৎ জনসমাজকে ভয় করিতাম ? গোষ্ঠীদিগের তুচ্ছতায় কি উদ্বিগ্ন হইতাম ? তাই কি চুপ করতাম, দ্বারের বহিরে যাইতাম না ? ৩৫ হায় হয় । কেহ কি আমার কথা শুনে ন ? এই দেখ, আমার স্বাক্ষর ; সৰ্ব্বশক্তিমানূ আমাকে উত্তর দিউন, আমার প্রতিবাদী আমার দোষপত্র লিখুন। ৩৬ অবশ্য আমি তাহী স্কন্ধে বহন করিব, আমার উষ্ণীষ বলিয় তাহ বাধিব । ৩৭ আমার পাদবিক্ষেপের সখ্য। তাহাকে জ্ঞাত করিব, রাজপুরুষের স্যায় তাহার নিকটে যাইব । ৩৮ আমার ভূমি যদি আমার প্রতিকুল ক্ৰন্দন করে, তাহার সাত সকল যদি রোদন করে, ৩৯ আমি যদি বিন অর্থে তাহার ফলভোগ করিয়া থাকি, তদধিকারীদের প্রাণহানির কারণ হইয়া থাকি, ৪০ তবে গোমের স্থানে কণ্টক উৎপন্ন হউক, যবের স্থানে বিষবৃক্ষ উৎপন্ন হউক । ইয়োবের বাক্য সমাপ্ত । ইলীহর প্রথম বক্তৃত । S) २ পরে ঐ তিন জন ইয়োবকে উত্তর দিতে ক্ষান্ত হইলেন, কারণ তিনি নিজের দৃষ্টিতে আপনাকে ২ ধাৰ্ম্মিক মনে করিয়ছিলেন। তখন রাম গোষ্ঠীজাত বুৰীয় বারথেলের পুত্র ইলাহ্রর ক্রোধ প্রজ্বলিত হইল ; ইয়েবের প্রতি তাহার ক্রোধ প্রজ্বলত হইল, কারণ তিনি ঈশ্বর অপেক্ষ। আপনাকে ধাৰ্ম্মিক জ্ঞান করিয়া৩ ছিলেন। আবার তাহার তিন জন বন্ধুর প্রতি তাহার ক্রোধ প্রজ্বলিত হইল, কারণ তাহারা উত্তর করিতে নী ৪ পারিয়াও ইয়োবকে দোষী করিয়াছিলেন। ইলীছুর বয়ঃক্রম অপেক্ষ তাহদের সকলের বয়ঃক্রম অধিক ছিল, তাই তিনি ইয়োবের কাছে কথা কহিবার জন্ত ৫ অপেক্ষা করিয়াছিলেন। পরে ঐ তিন ব্যক্তির মুখে আর উত্তর নাই দেখিয়া হলৗহর ক্রোধ প্রজ্বলিত হইল। ৬ আর বুধীয় বারথেলের পুত্র ইলীছ এই কথা বলিলেন, আমি যুবক, আর আপনার প্রাচীন, 莽 (বা) মনুষ্য সাধারণের। 449