পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৪৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

9 @ o তাই সঙ্কুচিত ছিলাম, আপনাদের কাছে আপন মত প্রকাশ করিতে ভয় করিলাম। ৭ অামি কহিলাম, বয়সই কথা বলুক, বৎসরের বাহুল্যই প্রজ্ঞ শিক্ষা দিউক । ৮ কিন্তু মানুষের মধ্যে আত্ম আছে, সৰ্ব্বশক্তিমানের নিশ্বাস তাহাদিগকে বিবেচক করে। ৯ মহতেরাই যে জ্ঞানবান, তাহ নয়, প্রাচীনেরাই যে বিচার বুঝেন, তাহাও নয়। ১০ অতএব আমি বলি, আমার কথা শুনুন, আমিও আপন মত প্রকাশ করি । ১১ দেখুন, আমি আপনাদের কথার অপেক্ষা করিয়াছি; আপনাদের হেতুবাদে কাণ দিয়াছি, যাবৎ আপনারা কি বলিবেন, খুজিতেছিলেন। ১২ আমি আপনাদের কথায় নিবিষ্টমনা ছিলাম, কিন্তু দেখুন, আগনাদের মধ্যে কেহই ইয়োবের দোষ ব্যক্ত করেন নাই, তাহার কথার উত্তর দেন নাই । ১৩ তবে বলিবেন না, আমরা জ্ঞান পাইয়াছি ; উইাকে পরাস্ত করা ঈশ্বরেরই সাধ্য, মনুষ্যের অসাধ্য । ১৪ ফলে, তিনি আমার বিরুদ্ধে কিছুই বলেন নাই, আমিও আপনাদের বক্তৃতায় উহাকে উত্তর দিব না। ১৫ উহার ক্ষুব্ধ হইলেন, আর উত্তর করেন না, উহাদের বলিবার আর কখ। নাই । ১৬ আর কেন অপেক্ষা করিব ? উহার ত কিছুই বলেন না, উইার স্থগিত হইলেন, কিছু উত্তর করেন না। ১৭ আমিও যথাসাধ্য উত্তর করিব, আমিও আপন মত প্রকাশ করিব। ১৮ কেনন। আমি কথায় পরিপূর্ণ, আমার অন্তরস্থ আত্মা আমাকে প্রবর্তন করিতেছে । ১৯ দেখুন, আমার উদর বদ্ধ দ্রাক্ষারসের মত, তাহা নুতন কুপার স্তায় ফাটিয়া যায় যায় হইয়াছে। ২• আমি কথা কহিব, কহিলে উপশম পাইব, আমি ওঠাধর খুলিয়া উত্তর করিব। ২১ আমি কোন লোকের মুখাপেক্ষাও করিৰ নী, কোন মনুষ্যের চাটুবাদ করিব না। ২২ কেননা আমি চাটুবাদ করিতে জানি না, করিলে আমার নির্মাতা শীঘ্রই আমাকে সংহার করিবেন । දාව ) হউক,ইয়োব,বিনয় করি আমার কথা শুনুন, আমার সকল বাক্যে কর্ণপাত করুন । ২ দেখুন, আমি এখন মুখ খুলিয়াছি, আমার তালুস্থিত জিহ্বা কথা কহিতেছে। ৩ আমার বাক্য মনের সরলতা দেখাইবে, আমার ওঠাধর যাহা জানে, সরল ভাবে কহিবে। ৪ ঈশ্বরের আত্মা আমাকে রচনা করিয়াছেন, সৰ্ব্বশক্তিমানের নিশ্বাস আমাকে জীবন দেন । ৫ অগনি যদি পারেন, আমাকে উত্তর দিউন, আমার সম্মুখে বাক্য বিদ্যাস করুন, উঠিয়া দাড়াউন। ইয়োব। [○* 3 aー○○; RS I ৬ দেখুন, ঈশ্বরের কাছে আমিও আপনার মত ; আমিও মৃত্তিক হইতে গঠিত হইয়াছি। ৭ দেখুন,আমার ভয়ানকতা আপনাকে ত্ৰাসযুক্ত করিবেন, আমার ভার আপনার দুৰ্ব্বহ হইবে না। ৮ আপনি আমার কর্ণগোচরেই কথা কহিয়াছেন, আমি এই বাক্যের ধ্বনি শুনিতে পাইয়াছি, ৯ “আমি শুচি, আমার অধৰ্ম্ম নাই ; আমি নিষ্কলঙ্ক, আমাতে অপরাধ নাই : ১ • দেখ, তিনি আমার বিরুদ্ধে ছিদ্র অন্বেষণ করেন, আমাকে আপনার শত্রু গণনা করেন ; ১১ তিনি আমার চরণ নিগড়ে বদ্ধ করেন, আমার সমস্ত পথ নিরীক্ষণ করেন ।” ১২ দেখুন, এ বিষয়ে আপনি যথার্থবাদী নহেন— আমি আপনাকে উত্তর দিই— কেননা মর্ত্য অপেক্ষ ঈশ্বর মহান । ১৩ আপনি কেন তাহার সহিত বিতও। করিতেছেন ? তিনি ত আপনার কোন কথার হেতু বলেন না। ১৪ ঈশ্বর এক বার বলেন, বরং দুই বার, কিন্তু লোকে মন দেয় না। ১৫ স্বপ্নে, রাত্রিকালীন দর্শনে, যখন মনুষ্যের অগাধ নিদ্রায় মগ্ন হয়, শয্যায় স্বযুপ্ত হয়, ১৬ তখন তিনি মনুষ্যদের কর্ণ খুলিয়া দেন, তাহদের শিক্ষ। মুদ্রাঙ্কিত করেন, ১৭ যেন তিনি মনুষ্যকে দুষ্কৰ্ম্ম হইতে নিবৃত্ত করেন, যেন মনুষ্য হইতে অহঙ্কার গুপ্ত রাখেন। ১৮ তিনি কুপ হইতে তাহার প্রাণ, অস্ত্রাঘাত হইতে তাহীর জীবন রক্ষা করেন । ১৯ সে আগন শয্যায় ব্যথিত হইয়া শান্তি পায়, তাহার অস্থিতে নিরন্তর সংগ্রাম হয়, ২• আহারেও তাহার জীবনের রুচি হয় না, স্বস্বাদু খাদ্যও তাহার প্রাণে ভাল লাগে না, ২১ তাহার মাংস ক্ষয় পাইয়। অদৃপ্ত হয়, তাহার অদৃশ্ব অস্থি সকল বাহির হইয় পড়ে। ২২ তাহার প্রাণ কুপের নিকটস্থ হয়, তাহার জীবন বিনাশকদের নিকটবৰ্ত্তী হয়। ২৩ যদি তাহার সহিত এক দূত থাকেন, এক অর্থকারক, সহস্ত্রের মধ্যে এক জন, যিনি মনুষ্যকে তাহার পক্ষে যাহা দ্যায্য, তাহ দেখান, ২৪ তবে উনি তাহার প্রতি কৃপা করিয়া বলেন, “কুগে নামিয় যাওয়া হইতে ইহাকে মুক্ত কর, আমি প্রায়শ্চিত্ত পাইলাম।” ২৫ তাহার মাংস বালকের অপেক্ষাও সতেজ হইবে, সে যৌবনকাল ফিরিয়া পাইবে । ২৬ সে ঈশ্বরের কাছে প্রাথন করে, আর তিনি তাহার প্রতি প্রসন্ন হন, তাই সে হর্ষধ্বনিপুর্বক তাহীর মুখ দর্শন করে, আর তিনি মত্তjকে তাহার ধাৰ্ম্মিকতা ফিরাইয়া দেন। 450