পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৪৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3C& ৩৬ ইয়োবের পরীক্ষা শেষ পর্যন্ত হইলেই ভাল, কেনন। তিনি অধৰ্ম্মীদের স্থায় উত্তর করিয়াছেন। ৩৭ বস্তুতঃ তিনি পাপে অধৰ্ম্ম যোগ করেন, তিনি আমাদের মধ্যে হাততালি দেন, আর তিনি ঈশ্বরের বিরুদ্ধে অনেক কথা বলেন। ইলীহর তৃতীয় বক্তৃতা ! ○(U ইলীছ আরও কহিতে লাগিলেন, আপনি কি ইহা দ্যায্য জ্ঞান করিতেছেন ? আপনি কি বলিতেছেন, ঈশ্বরের ধৰ্ম্ম হইতে অামার ধৰ্ম্ম অধিক ? ৩ কারণ আপনি বলিতেছেন, আমার কি উপকার ? পাপ করিলে যাহা হইত, তাহ অপেক্ষ। আমার কি লাভ হইবে ? ৪ আমি আপনাকে উত্তর দিব, আপনার বন্ধুগণকেও সঙ্গে সঙ্গে উত্তর দিব। ৫ আকাশমণ্ডলের প্রতি দৃষ্টি করিয়া দেখুন, মেঘমাল। নিরীক্ষণ করুন, তাহ। আপন হইতে উচ্চ। ৬ আপনি যদি পাপ করেন, তাহার বিরুদ্ধে কি করিবেন ? অধৰ্ম্মের বাহুল্যে তাপনি তাহার কি করিবেন ? ৭ যদি ধাৰ্ম্মিক হন, তাহাকে কি দিতে পারেন ? আপনার হস্ত হইতেই বা তিনি কি গ্রহণ করিবেন ? ৮ আপনার দুষ্টতার ফল আপনার তুল্য মনুষ্যে, আপনার ধাৰ্ম্মিকতার ফল মনুষ্য-সন্তানে বৰ্ত্তে । ৯ উপদ্রবের বাহুল্যে লোকে ক্রমদন করে, বলবানদের বাহু প্রযুক্ত ত্ৰাহি ত্ৰাহি করে। ১০ কিন্তু কেহ বলে না, আমার নিৰ্ম্মত ঈশ্বর কোথায় ? তিনি ত রাত্রিকালে গান প্রদান করেন। ১১ তিনি ভূতলের পশুদের অপেক্ষ। আমাদের অধিক শিক্ষা দেন, আকাশের পক্ষীদের অপেক্ষা অধিক বুদ্ধিমান্‌ করেন। ১২ তথায় দুরাত্মাদের অহঙ্কার প্রযুক্ত লোকে ক্ৰন্দন করে, কিন্তু তিনি উত্তর করেন না। ১৩ বাস্তবিক ঈশ্বর অলীক কথা শুনন না, সৰ্ব্বশক্তিমান তাহ নিরীক্ষণ করেন না। ১৪ আর আপনি বলিতেছেন, আমি তাহাকে দেখিতে পাই ন ; বিচার তাহার সম্মুগে, তাহার অপেক্ষ করুন । ১৫ কিন্তু এখন তিনি নিজ কোপে শাসন করেন নাই, দপের প্রতি বিশেষ অবধান করেন নাই, ১৬ তাই ইয়োব অসার কথায় মুখ খুলিয়াছেন, তিনি না জানিয়াও অনেক কথা বলেন । ইলাহ্র চতুর্থ বস্তৃত । ○ ইলীহ আরও কহিলেন, আপনি আমার প্রতি একটু ধৈর্য্য করুন, আমি আপনাকে শিক্ষা দিব, কারণ ঈশ্বরের পক্ষে আমার আরও কথা আছে । ইয়োব। [ ৩ ৪ ; ৩৬ – ৩৬ ; ২৩ } ৩ আমি দূর হইতে আপন জ্ঞান ত্যানিব, আমার নিৰ্ম্মাতার উপর ধৰ্ম্মগুণ অৰ্শইব । ৪ সত্যই আমার কথা মিথ্যা নয়, জ্ঞানে সিদ্ধ এক ব্যক্তি আপনার সহবর্তী । ও দেখুন, ঈশ্বর পরাক্রমী, তবু কাহাকেও তুচ্ছ করেন না ; তিনি বুদ্ধিবলে পরাক্রমী । ৬ তিনি দুষ্টদের প্রাণ রক্ষা করেন না, কিন্তু দুঃখীদের পক্ষে হ্যায় বিচার করেন। ৭ তিনি ধাৰ্ম্মিকদের হইতে চক্ষু ফিরান না ; কিন্তু সিংহাসনোপবিষ্ট রাজগণের সঙ্গে তাহাদিগকে চিরকালতরে বসান, তাহার উন্নত হয়। ৮ তাহার। যদি শৃঙ্খলে বদ্ধ হয়, যদি দুঃখ-রভজুতে আবদ্ধ হয় ; ৯ তবে তিনি দেখাইয়া দেন তাহীদের ক্রিয়ী, ও তাঁহাদের অধৰ্ম্ম সকল, যাহ। সগৰ্ব্বে করিয়াছে : ১০ তিনি উপদেশের প্রতি তাহদের কর্ণ খুলিয় দেন, তাহাদিগকে অধৰ্ম্ম হইতে ফিরিতে তাজ্ঞ। দেন । ১১ তাহার। যদি কথা শুনে, ও তাহার সেবা করে, তবে স্বসম্পদে স্ব স্ব আয়ু কাটাইবে, সুখে স্ব স্ব বৎসর সকল যাপন করিবে । ১২ কিন্তু যদি না শুনে, তবে অস্ত্র দ্বার। বিনষ্ট হইবে, জ্ঞানের অভাবে প্রাণত্যাগ করবে। ১৩ পামরচিত্তের ক্ৰোধ সঞ্চয় করে, তিনি তাহাদিগকে বাধিলে ত্ৰাহি ত্ৰাহি করে না । ১৪ তাহারা যৌবনকালে প্রাণত্যাগ করে, পুংগামীদের মধ্যে তাহদেরও প্রাণ যায়। ১৫ তিনি দুঃখীকে দুঃখ দ্বারা উদ্ধার করেন, তিনি উপদ্রবে তাহদের কর্ণ খুলয় দেন। ১৬ তিনি আপনাকেও সঙ্কটর মুখ হইতে বাহির করিয়া চালাইতে চাহেন ; অসঙ্কীর্ণ প্রশস্ত স্থানে লইয়া যাইতে চাহেন, আপনার মেজ পুষ্টিকর দ্রব্যে সাজান হইবে । ১৭ কিন্তু আপনি দুৰ্জ্জনের বিচারে পূর্ণ হইয়াছেন ; বিচার ও শাসন আপনাকে ধরিয়াছে । ১৮ যখন ক্ৰোধ আছে, সাবধান যেন আত্মপ্রাচুর্য্য দ্বার ভ্রান্ত না হন, প্রায়শ্চিত্তের মহত্ত্ব আপনাকে ভ্রান্ত ন করুক । ১৯ আপনার ঐশ্বধ্য কি কুলাইবে যে, আপনি দুঃগে ন৷ পড়েন ? আপনার বলের বহুল্যে কি কুলাইবে ? ২০ সেই রীত্রির আকাঙ্ক্ষা করবেন না, যখন জাতির স্বস্থান হইতে প্রয়াণ করে। ২১ সাবধান, অধৰ্ম্মের প্রতি ফিরিবেন না, আপনি ত দুঃখভোগ অপেক্ষ। তাহাই মনোনীত করিয়াছেন । ২২ দেখুন, ঈশ্বর আপন পরাক্রমে সর্বোচ্চ, তাহার দ্যায় কে শিক্ষা দিতে পারে ? ২৩ কে তাহার গন্তব্য পথ নিরূপণ করিয়াছে ? 452