পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৪৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

చిఎ ; : 8 – 8 ) ; రి ! ) কিন্তু তাহীর পক্ষ ও পালখ কি স্নেহবানু ? ১৪ সে ত ভুমিতে আপন ডিম্ব ত্যাগ করে, ধূলায় উষ্ণ হইতে দেয়। ১৪ তাহার মনে থাকে না যে, হয় ত চরণে তাছ চুর্ণ করিবে, কিম্ব বহু পশু তাহ দলাইবে। ১৬ সে অপেন শাবকগণের প্রতি পরের স্ত্যীয় নির্দয় হয়, প্রসব-বেদন বিফল হইলেও নিশ্চিন্তু থাকে : ১৭ যেহেতুক ঈশ্বর তাহাকে জ্ঞানহীন করিয়াছেন, তাহাকে বুদ্ধি দেন নাই। ১৮ সে যখন পক্ষ তুলিয়া গমন করে, তখন অশ্বকে ও তদারোহীকে পরিহাস করে । ১৯ তুমি কি অশ্বকে বিক্রম দিয়াছ ? তাহার গ্রীবাদেশে কেশর দিয়াছ ? ২• তাহাকে কি পঙ্গপালবৎ লম্ফন করাইয়াছ ? তাহার নাসরবের তেজ অতি ভয়ানক । ২১ সে তলভূমিতে খুর ঘসে, নিজ বিক্রমে আমোদ করে, অস্ত্রশস্ত্রের সহিত সাক্ষাৎ করিতে যায়। ২২ সে আশঙ্ককে পরিহাস করে, উদ্বিগ্ন হয় না, খড়েগর সম্মুখ হইতে ফিরে না । ২৩ তুণ তাহার বিরুদ্ধে শব্দ করে, শাণিত বড়শা ও শুল শব্দ করে। ২৪ সে উগ্রতায় ও রাগে ভূমি খাইয় ফেলে, তুরীবাদ্য শুনিলে দাড়াইয়া থাকে না। ২৪ তুরীর রবের সহিত সে হি হি শব্দ করে, দূর হইতে সংগ্রামের গন্ধ পায়, সেনাপতিদের হুঙ্কার ও সিংহনাদ শুনে। ২৬ তোমারই বুদ্ধিতে কি বাজপক্ষী উড়ে, দক্ষিণ দিকে আপন পক্ষ বিস্তার করে ? ২৭ তোমারই অজ্ঞাতে কি ঈগল উদ্ধে উঠে, উচ্চ স্থানে আপনার বাস করে ? ২৮ সে শৈলে বসতি করে, তথায় তাহীর বাসা, সে শৈলীগ্রে ও দুরাক্রম স্থানে থাকে। ২৯ তথা হইতে সে শিকার অবলোকন করে, তাহার চক্ষু দুর হইতে তাহ নিরীক্ষণ করে। ৩• তাহার শাবকগণও রক্ত চুষে, যে স্থানে শব, সেই স্থানে সে । 8。蠶 ইয়োবকে আরও কহিলেন, দোষগ্রাহী কি সৰ্ব্বশক্তিমানের সহিত বিবাদ করিবে ? ঈশ্বরের সহিত বিতর্ককারী ইহার উত্তর দিউক । ৩ তখন ইয়োব উত্তর করিয়৷ সদাপ্রভুকে কছিলেন, ৪ দেখ, আমি অকিঞ্চন ; তোমাকে কি উত্তর দিব ? আমি নিজ মুখে হাত দিই। ও আমি এক বার কথা বলিয়াছি, আর উত্তর করিব না ; দুই বার বলিয়াছি, পুনৰ্ব্বার বলিব না। ইয়োব। 8 G. G. ৬ সদাপ্রভু ঘূৰ্ণবায়ুর মধ্য হইতে ইয়োবকে আরও কহিলেন, ৭ তুমি এখন বীরের স্থায় কটিবন্ধন কর; আমি তোমাকে জিজ্ঞাদি, তুমি বুঝাইয় দেও। ৮ তুমি কি সত্যই আমার বিচার অগ্রাহ করিবে ? নিজে ধাৰ্ম্মিক হইবার জন্য আমাকে দোষী করিবে ? ৯ তোমার কি ঈশ্বরের তুল্য বাহু আছে ? তুমি কি তাহার স্থায় সরবে বজ্রনাদ করিতে পার ? ১• তবে প্রাধান্তে ও মহত্ত্বে বিভূষিত হও, প্রভা ও প্রতাপ পরিধান কর । ১১ তোমার উচ্চও ক্রোধ ঢালিয়া দেও, প্রত্যেক অহঙ্কারীকে দৃকপাতমাত্র নত কর : ১২ দৃকপাতমাত্র প্রত্যেক অহঙ্কারীকে থৰ্ব্ব কর, দুষ্টদিগকে স্ব স্ব স্থানে দলিত কর : ১৩ তাহাদিগকে যুগগৎ ধূলিতে আচ্ছন্ন কর, গুপ্ত স্থানে তাহদের মুখ বন্ধন কর । ১৪ তখন আমিও তোমার এই প্রশংসা করিব, তোমার দক্ষিণ হস্ত তোমাকে তরাইতে পারে। ১৫ বহেমোৎকে দেখ, আমি তোমার সহিত ভাঁহাকে ও নিৰ্ম্মাণ করিয়াছি ; সে গোরুর স্থায় তৃণভোজী। ১৬ দেখ, তাহার কটিদেশে তাহার বল, উদ্বরস্থ পেশীতে তাহার সামর্থ্য । ১৭ সে এরস বৃক্ষের স্থায় লাঙ্গুল নাড়ে, তাহার উরুদ্বয়ের শিরা সকল যোড়া । ১৮ তাহার অস্থি সকল পিত্তলময় নলের তুল্য, তাহার পঞ্জর লৌহের অর্গলবৎ ; ১৯ ঈশ্বরের কার্য্যের মধ্যে সে অগ্রগণ্য ; তাহার নিৰ্ম্মাতা তাহীকে খড়গ দিয়াছেন। ২• পৰ্ব্বতগণ তাহার খাদ্য যোগায় : সমস্ত বহু পশুও সেই স্থানে ক্রীড়া করে। ২১ সে শয়ন করে পদ্মবনে, নলবনের অন্তরালে, জলাভূমিতে। ২২ পয় গাছ নিজ ছায়ায় তাহাকে অচ্ছন্ন করে, উপত্যকার বাইশি বৃক্ষ তাহার চারি দিকে থাকে। ২৩ দেখ, নদী উচ্চও হইলে সে ভয় করে না, স্বৰ্দ্দন ছাপিয় তাহার মুখে আসিয়া পড়িলেও সে স্বস্থির থাকে। ২৪ সে সজাগ থাকিলে কে তাহীকে ধরিতে পারে ? রজ্জ্ব দিয়া কে তাহার নাসিক ফুড়িতে পারে । 8S তুমি কি বড়শীতে লিবিয়াথনকে তুলিতে পার ? হাতসূতে তাহার জিহবা বাধিতে পার ? ২ নলকাটা দিয়া তার নাক কি ফুড়িতে পার । বড়শা দিয়া তাহার হনু কি বিধিতে পার ? ৩ সে কি তোমার কাছে বহু বিনতি করিবে, বা তোমাকে কোমল কথা বলিবে ?

  • (ৰ) জলহস্তীকে । + (বা ) কুন্তীৰ্বৰে ।

455