8* ; >>ー○ ; の1] সদাপ্রভু তাহীর দুর্দশার পরিবর্তন করিলেন ; ফলতঃ সদাপ্রভু ইয়োবকে পুৰ্ব্ব সম্পদের দ্বিগুণ সম্পদ ১১ দিলেন। পরে ইয়োবের ভ্রাতা ও ভগিনীরা সকলে এবং পূর্বপরিচিত লোকের সকলে তাহার নিকটে আসিয় তাহার বাটীতে তাহার সহিত ভোজন করিল ও তাহার জন্য দুঃখ প্রকাশ করিল, এবং সদাপ্রভু কর্তৃক ঘটিত সমস্ত বিপদের বিষয়ে তাহাকে সান্তন করিল, আর প্রত্যেক জন এক এক খণ্ড কসীতা মুদ্র। ১২ ও এক একটী স্ববর্ণের কুণ্ডল তাহাকে দিল । আর সদাপ্রভু ইয়োবের প্রথম অবস্থ হইতে শেষাবস্থ৷ অধিক আশীৰ্ব্বাদযুক্ত করিলেন ; তাহার চতুর্দশ ইয়োব-গীতসংহিতা । 8 G সহস্ৰ মেষ, ছয় সহস্র উঃ, এক সহস্ৰ যোড়। বলদ ও ১৩ এক সহস্র গর্দভ হইল। আর তাহার সাত পুত্র ও ১৪ তিন কন্ত জন্মল। তিনি জ্যেষ্ঠ কন্যার নাম যিমীমা, দ্বিতীয়ার নাম কৎসীয় ও তৃতীয়ার নাম কেরুণ-হপূক ১৫ রাখিলেন। ইয়োবের কন্যাগণের তুল্য রূপবতী যুবতী সমস্ত দেশে মিলিত না, এবং তাহদের পিতা তাহাদের ভ্রাতৃগণের সহিত তাহাদিগকে দায়াধিকার দিলেন। ১৬ পরে ইয়োব আর এক শত চল্লিশ বৎসর জীবিত থাকিয় আপন পুত্র পৌত্ৰাদি চারি পুরুষ পৰ্য্যন্ত ১৭ দেখিলেন। শেবে ইয়োব বুদ্ধ ও পূর্ণায়ু হইয় প্রাণত্যাগ করিলেন । গীতসংহিতা । 2 \g II S 鷲 সেই ব্যক্তি, যে দুষ্টদের মন্ত্রণায় চলে না, পাপীদের পথে দাড়ায় না, নিন্দকদের সভায় বসে না । ২ কিন্তু সদাপ্রভুর ব্যবস্থায় আমোদ করে, তাহার ব্যবস্থা দিবারাত্র ধ্যান করে। ৩ সে জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের সদৃশ হইবে, যাহা যথাসময়ে ফল দেয়, যাহার পত্র স্নান হয় না ; আর সে যাহা কিছু করে, তাহাতেই কৃতকাৰ্য্য হয়। ৪ দুষ্টগণ সেরূপ নহে ; কিন্তু তাহারা বায়ুচালিত তুষের স্তায় । ৫ এই জন্ত দুষ্টগণ বিচারে দাড়াইবে না, পাপীর ধাৰ্ম্মিকদের মণ্ডলীতে দাড়াইবে না। ৬ কারণ সদাপ্রভু ধাৰ্ম্মিকগণের পথ জানেন, কিন্তু দুষ্টদের পথ বিনষ্ট হইবে। জাতিগণ কেন কলহ করে ? & লোকবৃন্দ কেন অনর্থক বিষয় ধ্যান করে । ২ পৃথিবীর রাজগণ দণ্ডায়মান হয়, নায়কগণ একসঙ্গে মন্ত্রণ করে, সদাপ্রভুর বিরুদ্ধে এবং তাহার অভিষিক্তের বিরুদ্ধে ; ৩ [বলে, “আইস, আমরা উহাদের বন্ধন ছিড়িয়া ফেলি, আপনাদের হইতে উহাদের রজু খুলিয়া ফেলি।” ৪ যিনি স্বর্গে উপবিষ্ট, তিনি হাস্ত করিবেন : প্রভু তাহাদিগকে বিদ্রুপ করিবেন। ৫ তখন তিনি ক্রোধে তাহীদের কাছে কথা কহিবেন, কোপে তাহাদিগকে বিহবল করিবেন। ৬ আমিই আমার রাজাকে স্থাপন করিয়াছি আমার পবিত্র সিয়োন-পৰ্ব্বতে । ৭ আমি সেই বিধির বৃত্তান্ত প্রচার করিব : সদাপ্রভু আমাকে কহিলেন, তুমি আমার পুত্র, অদ্য আমি তোমাকে জন্ম দিয়াছি। ৮ আমার নিকটে যাঙ্ক কর, আমি জাতিগণকে তোমার দায়াংশ করিব, পৃথিবীর প্রান্ত সকল তোমার অধিকার করিয়া দিব। ৯ তুমি লৌহদণ্ড দ্বারা তাহাদিগকে ভাঙ্গিবে, কুম্ভকারের পাত্রের ন্যায় খণ্ডবিখণ্ড করবে। ১০ অতএব এখন, রাজগণ । বিবেচক হও ; পৃথিবীর বিচারকগণ । শাসন গ্রাহ কর । ১১ তোমরা সভয়ে সদাপ্রভুর আরাধন কর, সকম্পে উল্লাস কর । ১২ পুত্রকে চুম্বন কর, পাছে তিনি ক্রুদ্ধ হন ও তোমরা পথে বিনষ্ট হও, কারণ ক্ষণমাত্রে তাহার ক্রোধ প্ৰজলিত হইবে। ধন্ত তাহার। সকলে, যাহার। তাহার শরণাপন্ন । WS) স্বায়ুদের সঙ্গীত। স্বীয় পুত্র অর্গালোমের নিকট হইতে তাহার পলায়নকালীন । ১ হে সদাপ্রভু, আমার বিপক্ষ কত বাড়িয়ছে। অনেকে আমার বিরুদ্ধে উঠিতেছে । ২ অনেকে আমার প্রাণের উদ্দেশে বলিতেছে, ঈশ্বরের কাছে উহার জন্ত ত্ৰাণ নাই । সেলা । ৩ কিন্তু, হে সদাপ্রভু, তুমিই আমার বেষ্টনকারী ঢাল, 457
পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৪৬৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।