পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৪৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩ ; ৩– ৮ ; ৮ । ] হে সদাপ্রভু, আমাকে সুস্থ কর, কেনন। আমার অস্থি সকল বিহ্বল হইয়াছে। ও জামার প্রাণও অতিশয় বিহ্বল হইয়াছে : আর, তুমি, হে সদাপ্রভু, আর কত কাল ? ৪ হুে সদাপ্রভু, ফিরিয়া আইস, আমার প্রাণ উদ্ধার কর, তোমার দয়াগুণে আমাকে পরিত্রাণ কর। ও কেননা মৃত্যুতে তোমাকে স্মরণ করা যায় না, পাতালে কে তোমার স্তব করিবে ? ৬ আমি কেকাইতে কেকাইতে শ্রাম্ভ হুইয়াছি : প্রতিরাত্রি আমি শয্যা ভাসাই, আমি নেত্রজলে খাট ভিজাই । ৭ মনস্তাপে আমার চক্ষু ক্ষীণ হইতেছে ; আমার সকল বৈরী হেতু তাহা জীর্ণ হইতেছে। ৮ হে অধৰ্ম্মাচারী সকলে, আম৷ হইতে দূর হও, কেননা সদাপ্রভু আমার রোদন-রব শুনিয়াছেন। ৯ সদাপ্রভু আমার বিনতি শুনিয়াছেন ; সদাপ্রভু আমার প্রার্থনা গ্রাহ করবেন। ১• আমার সমস্ত শক্র লজ্জিত ও বিহবল হইবে : তাহার। ফিরিয়া যাইবে, হঠাৎ লজ্জিত হুইবে । স্বায়ুদের শিগায়োন, যাহা তিনি ৰিন্যায়ীনীয় কুশের কথার সম্বন্ধে সদাপ্রভুর উদ্দেশে গান করেন । ১ হে সদাপ্রভু, আমার ঈশ্বর, আমি তোমারই শরণ লইয়াছি s আমার সকল তাড়নকারী হইতে আমাকে নিস্তার কর, আমাকে উদ্ধার কর । ২ পাছে [ শক্র] সিংহের দ্যায় আমার প্রাণ বিদীর্ণ করে, খণ্ড খণ্ড করে, যখন উদ্ধারকারী কেহ নাই । ৩ হে সদাপ্রভু, আমার ঈশ্বর, যদি আমি সেই কাৰ্য্য করিয়া থাকি, যদি আমার করতলে অদ্যায় লাগিয়া থাকে ; ৪ যদি আমি প্রণয়ীর অপকার করিয়া থাকি, (বরং যে অকারণে আমার বৈরী, তাহাকেও উদ্ধার করিয়াছি,) ৫ তবে শক্র দৌড়িয়া আমার প্রাণ ধরুক, আমার জীবন ভূমিতে দলিত করুক, এবং আমার গৌরব ধূলিসাৎ করুক। ৬ হে সদাপ্রভু, ক্রোধভরে উত্থান কর, আমার বৈরীদের কোপের প্রতিকূলে উঠ, আমার পক্ষে জাগ্রত হও ; তুমি বিচারের আজ্ঞ দিয়াছ । ৭ জাতিগণের মণ্ডলী তোমাকে বেষ্টন করুক ; তাহাদের উদ্ধ তুমি উচ্চস্থানে ফিরিয়া আইস । ৮ সদাপ্রভু জাতিগণের বিচার করেন ; হে সদাপ্রভু, আমার ধাৰ্ম্মিকতা ও আমার আন্তরিক সিদ্ধতানুসারে আমার বিচার কর । ৯ বিনয় করি, দুষ্টগণের দুষ্টত। শেষ হউক, সেলা । গীতসংহিতা । 8 ○ >。 কিন্তু তুমি ধাৰ্ম্মিককে স্বস্থির কর ; ধৰ্ম্মময় ঈশ্বর ত অন্তঃকরণ ও মৰ্ম্মের পরীক্ষক । ১০ ঈশ্বর আমার ঢালধারী, তিনি সরলচিত্তদের ত্রাণকৰ্ত্ত । ১১ ঈশ্বর ধৰ্ম্মময় বিচারকর্তা ; তিনি প্রতিদিন ক্রোধকারী ঈশ্বর। ১২ মানুষ যদি না ফিরে, তবে তিনি আপন খড়েগ শান দিবেন : তিনি নিজ ধনুকে চড়া দিয়াছেন, তাহ প্রস্তুত করিয়াছেন । ১৩ উহার জন্ত তিনি মৃত্যুর অস্ত্রশস্ত্র প্রস্তুত করিয়াছেন ; তিনি নিজ বাণ সকল অগ্নিবাণে পরিণত করেন। ১৪ দেখ, সে অধৰ্ম্ম গৰ্ত্তে ধারণ করে, উপদ্রবে পূর্ণগৰ্ত্ত হয়, মিথ্যাকে প্রসব করে। ১৫ সে কূপ খনন করিয়া গভীর করিয়াছে, কিন্তু আপনার কৃত গৰ্ত্তে পতিত হইল । ১৬ তাহার উপদ্রব তাহারই মস্তকে ফিরিবে, তাহার দৌরাত্ম্য তাহারই মুণ্ডে পড়িবে। ১৭ আমি সদাপ্রভুর ধৰ্ম্মশীলতানুসারে উহার স্তত্ব করিব, পরাৎপর সদাপ্রভুর নামের প্রশংসা গান করিব । ಆಗ ಗಶ್ತ : গিম্ভীৰ । দ্বায়ুদের সঙ্গীত । ১ হে সদাপ্রভু, আমাদের প্রভু, সমস্ত পৃথিবীতে তোমার নাম কেমন মহিমান্বিত । তুমি আকাশমণ্ডলের উদ্ধেও তোমার প্রভা সংস্থাপন করিয়াছ । ২ তুমি শিশু ও দুগ্ধপোষ্যদের মুখ হইতে শক্তির ভিত্তিমূল স্থাপন করিয়াছ, তোমার বৈরিগণ হেতুই করিয়াছ, যেন শক্র ও বিপক্ষকে ক্ষান্ত কর। ৩ আমি তোমার তাঙ্গুলি-নিৰ্ম্মিত তব আকাশমণ্ডল, তোমার স্থাপিত চন্দ্র ও তারকামালা নিরীক্ষণ করি, s [বলি, মর্ত্য কি যে, তুমি তাহাত্মক স্মরণ কর ? মনুষ্য-সন্তান বা কি যে, তাহার তত্ত্বাবধান কর ? ং তুমি ঈশ্বর অপেক্ষ তাহাকে অল্পই নূ্যন করিয়াছ, গৌরব ও প্রতাপের মুকুটে বিভুষিত করিয়াছ । ৬ তোমার হস্তকৃত বস্তু সকলের উপরে তাহাকে কর্তৃত্ব দিয়াছ, তুমি সকলই তাহার পদতলস্থ করিয়াছ – ৭ সমস্ত মেষ ও গোরু, তার বন্ত পশুগণ, ৮ শূন্তের পক্ষিগণ, এবং সাগরের মৎস্ত, যাহ। কিছু সমুদ্রপথগামী ।

  • (বা) স্বর্গদূতগণ |

459