8 > ; २०-८१ । ] ২৩ বোটায় স্থূলাকার উত্তম সাতটা শীষ উঠিল। আর দেখ, সেগুলির পরে স্নান, ক্ষীণ ও পুৰ্ব্বীয় বায়ুতে শোষিত ২৪ সাতটা শীষ উঠিল। আর এই ক্ষীণ শীষগুলি সেই উত্তম সাতটি শীষকে গ্রাস করিল। এই স্বপ্ন আমি মন্ত্রবেত্তাদিগকে কহিলাম, কিন্তু কেহই ইহার অর্থ আমাকে বলিতে পারিল না । তখন যোষেফ ফরেীণকে বলিলেন, ফরেীণের স্বপ্ন এক ; ঈশ্বর যাহা করিতে উদ্যত হইয়াছেন, তাহাই ২৬ ফরেীণকে জ্ঞাত করিয়াছেন । ঐ সাতটী উত্তম গাভী সাত বৎসর, এবং ঐ সাতটী উত্তম শীষও সাত ২৭ বৎসর ; স্বপ্ন এক । আর তাহার পশ্চাৎ যে সাতটী কুশ ও বিশ্ৰী গাভী উঠিল, তাহারাও সাত বৎসর ; এবং পূৰ্ব্বীয় বায়ুতে শোষিত যে সাতটা কৃশ শীষ উঠিল, ২৮ তাহ দুর্ভিক্ষের সাত বৎসর হইবে। আমি ফরোণকে ইহাই বলিলাম ; ঈশ্বর যাহা করিতে উদ্যত হইয়াছেন, ২৯ তাহ ফরেীণকে দেখাইয়াছেন । দেখুন, সমস্ত মিসর দেশে সাত বৎসর অতিশয় শস্তবাহুল্য হইবে । ৩• তাহার পরে সাত বৎসর এমন দুর্ভিক্ষ হইবে যে, মিসর দেশে সমস্ত শস্ত বাহুল্যের বিস্মৃতি হইবে, এবং ৩১ সেই দুভিক্ষে দেশ নষ্ট হইবে। আর সেই পশ্চাদ্বত্তী দুর্ভিক্ষ প্রযুক্ত দেশে পূৰ্ব্বকার শস্তবাহুল্যের কথা মনে পড়িবে না ; কারণ তাহ অতীব কষ্টকর হইবে । ৩২ অার ফরেীণের নিকটে দুই বার স্বপ্ন দেখাইবার ভাব এই ; ঈশ্বর ইহ। স্থির করিয়াছেন, এবং ঈশ্বর ইহা ৩৩ শীঘ্ৰ ঘটাইবেন । অতএব এখন ফরেীণ এক জন স্ববুদ্ধি ও জ্ঞানবীন পুরুষের চেষ্টা করিয়া তাহাকে ১৪ মিসর দেশের উপরে নিযুক্ত করুন। আর ফরেীণ এই কৰ্ম্ম করুন ; দেশে অধ্যক্ষগণ নিযুক্ত করিয়া যে সাত বৎসর শস্তবাহুল্য হইবে, সেই সময়ে মিসর দেশ হইতে শস্তের পঞ্চমাংশ গ্রহণ করুন। ৩৫ তাহার। সেই আগামী শুভ বৎসরসমূহের ভক্ষ্য সংগ্ৰহ করুন, ও ফরেীণের অধীনে নগরে নগরে খাদ্যের জন্ত ১৬ শস্ত সঞ্চয় করুন, ও রক্ষা করুন। এইরূপে মিসর দেশে যে দুর্ভিক্ষ হইবে, সেই দুর্ভিক্ষের সাত বৎসরের নিমিত্ত সেই ভক্ষ্য দেশের জন্ত সঞ্চিত থাকিবে, তাহাতে দুর্ভিক্ষে দেশ উচ্ছিন্ন হইবে না। ৩৭ তখন ফরেণের ও র্তাহার সকল দাসের দৃষ্টিতে ৩৮ এই কথা উত্তম বোধ হইল। আর ফরেীণ আপন দাসদিগকে কহিলেন, ইহার তুল্য পুরুষ, যাহার অন্তরে ঈশ্বরের আত্মা আছেন, এমন আর কাহাকে শু৯ পাইব ? তখন ফরেীণ যোষেফকে কহিলেন, ঈশ্বর তোমাকে এই সকল জ্ঞাত করিয়াছেন, অতএব তোমার তুল্য স্ববুদ্ধি ও জ্ঞানবান কেহই নাই । ৪• তুমিই আমার বাটীর অধ্যক্ষ হও ; আমার সমস্ত প্রজ। তোমার বাক্য শিরোধাৰ্য্য করিবে, কেবল সিংহাসনে ৪১ আমি তোম৷ হইতে বড় থাকিব । ফরেীণ যোষেফকে আরও কহিলেন, দেখ, আমি তোমাকে সমস্ত মিসর ৪২ দেশের উপরে নিযুক্ত করিলাম। পরে ফরেীণ হস্ত 출C আদিপুস্তক । ○" হইতে নিজ অঙ্গুরীয় খুলিয়া যোষেফের হন্তে দিলেন, তাহাকে কার্পাসের শুভ্র বসন পরিধান করাইলেন, ৪৩ এবং তাহার কণ্ঠদেশে স্ববর্ণহীর দিলেন। আর তাহাকে আপনার দ্বিতীয় রথে আরোহণ করাইলেন, এবং লোকের তাহার অগ্রে অগ্ৰে ইটুে পাত, হাটু পাত’ বলিয়া ঘোষণা করিল। এইরূপে তিনি সমস্ত ৪৪ মিসর দেশের অধ্যক্ষপদে নিযুক্ত হইলেন। আর ফরেীণ যোষেফকে কহিলেন, আমি ফরেীণ, তোমার আজ্ঞা ব্যতিরেকে সমস্ত মিসর দেশে কোন লোক ৪৫ হাত কি পা তুলিতে পারিবে না। আর ফরেীণ যোষেফের নাম সাফনৎ-পানেহ রাখিলেন । এবং তাহার সঙ্গে ওন নগর-নিবাসী পোটীফেরঃ নামক যাজকের আসনৎ নাম্নী কন্যার বিবাহ দিলেন । পরে যোষেফ মিসর দেশের মধ্যে যাতায়াত করিতে লাগিলেন । যোষেফ ত্রিশ বৎসর বয়সে মিসর-রাজ ফরেণের সাক্ষাত দণ্ডায়মান হইয়াছিলেন। পরে যোষেফ ফরেীণের নিকট হইতে প্রস্থান করিয়া মিসর দেশের ৪৭ সকবত্র ভ্রমণ করিলেন । আর সেই শস্ত্যবাহুল্যের সপ্ত ৪৮ বৎসর ভূমিতে অপৰ্য্যাপ্ত শস্ত জন্মিল। মিসর দেশে উপস্থিত সেই সপ্ত বৎসরে সকল শস্ত সংগ্ৰহ করিয়া তিনি প্রতিনগরে সঞ্চয় করিলেন ; যে নগরের চারি সীমায় যে শস্ত হইল, সেই নগরে তাহ সঞ্চয় ৪৯ করিলেন । এইরূপে যোষেফ সমুদ্রের বালুকার স্তায় এমন প্রচুর শস্ত সংগ্ৰহ করিলেন যে, তাহ মাপিতে নিবৃত্ত হইলেন, কেননা তাহ অপরিমেয় ছিল। দুভিক্ষ বৎসরের পূৰ্ব্বে যোষেফের দুই পুত্র জন্মিল ; ওন-নিবাসী পোটীফেরঃ যাজকের কন্তু আসনৎ তাহার ৫১ জন্ত তাহাদিগকে প্রসব করিলেন। আর যোষেফ তাহী দের জোম্ভের নাম মনঃশি [বিস্মৃতি-জনক] রাখিলেন, কেনন। তিনি কহিলেন, ঈশ্বর আমার সমস্ত ক্লেশের ও আমার সমস্ত পিতৃকুলের বিস্মৃতি জন্মাইয়াছেন। ৫২ পরে দ্বিতীয় পুত্রের নাম ইফুয়িম। ফলবান রাখিলেন, কেননী তিনি কহিলেন, আমার দুঃখভোগের দেশে ঈশ্বর আমাকে ফলবা করিয়াছেন । ৫৩ পরে মিসর দেশে উপস্থিত শস্তবাহুল্যের সাত ৫৪ বৎসর শেষ হইল, এবং যোষেফ যেমন বলিয়াছিলেন, তদনুসারে দুর্ভিক্ষের সাত বৎসর আরস্ত হইল । সকল দেশে দুর্ভিক্ষ হইল, কিন্তু সমস্ত মিসর দেশে ৫৫ ভক্ষ্য ছিল। পরে সমস্ত মিসর দেশে দুর্ভিক্ষ হইলে প্রজার ফরেীণের নিকটে ভক্ষ্যের জন্ত ক্ৰন্দন করিল, তাহাতে ফরেীণ মিশ্রীয়দের সকলকে কহিলেন, তোমরা যোষেফের নিকটে যাও ; তিনি তোমাদিগকে ৫৬ যাহা বলেন, তাহাই কর। তখন সমস্ত দেশেই দুর্ভিক্ষ হইয়াছিল। আর যোষেফ সকল স্থানের গোল খুলিয়া মিস্ত্রীয়দের কাছে শস্ত বিক্রয় করিতে লাগিলেন : e৭ আর মিসর দেশে দুর্ভিক্ষ প্রবল হইয়া উঠিল । এবং সৰ্ব্বদেশীয় লোকে মিসর দেশে যোষেফের নিকটে শস্ত 8● Q e. 37
পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৪৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।