পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৪৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8. У о = হে সদাপ্রভু, আমাদের প্রভু, سي--- সমস্ত পৃথিবীতে তোমার নাম কেমন মহিমান্বিত । প্রধান বাদ্যকরের জন্য । স্বর, মুণ্ড-লবেন । স্বায়ুদের সঙ্গীত । ఏ = আমি সৰ্ব্বান্তঃকরণে সদাপ্রভুর স্তব করিব, তোমার সমস্ত আশ্চর্য্য ক্রিয়। বর্ণনা করিব। ২ আমি তোমাতে আনন্দ ও উল্লাস করিব : পরাৎপর, আমি তোমার নামের প্রশংস গাইব । ৩ যখন আমার শক্রগণ ফিরিয়া যায়, তখন তোমার সাক্ষাতে পতিত ও বিনষ্ট হয়। ৪ কেনন তুমি আমার বিচার ও বিবাদ নিম্পন্ন করিয়াছ, তুমি সিংহাসনে বসিয়া ধৰ্ম্মবিচার করিয়াছ। তুমি জাতিগণকে ভর্ৎসনা করিয়াছ, দুষ্টকে সংহার করিয়াছ, তুমি অনন্তকালের জন্ত তাহদের নাম লোপ করিয়ছ। ও শক্রর শেষ হইয়াছে, চিরতরে উৎসন্ন হুইয়াছে : তুমি নগর সকল ধ্বংস করিয়াছ ; তাহাদের নাম পৰ্য্যন্ত লুপ্ত হইয়াছে। ৭ কিন্তু সদাপ্রভু চিরকাল সমাসীন থাকিবেন : তিনি বিচারার্থে আপিন সিংহাসন স্থাপন করিয়াছেন । ৮ আর তিনিই ধৰ্ম্মশীলতায় জগতের বিচার করিবেন, দ্যায়ে জাতিগণের শাসন করিবেন । ৯ আর সদাপ্রভু হইবেন ক্লিষ্টের জন্ত উচ্চ দুর্গ, সঙ্কটের সময়ে উচ্চ দুর্গ। ১০ যাহারী তোমার নাম জানে, তাহার তোমাতে বিশ্বাস রাখিবে ; কেননা, হে সদাপ্রভু, তুমি তোমার অন্বেষণকারীদিগকে পরিত্যাগ কর নাই । ১১ তোমরা সিয়োন-নিবাসী সদাপ্রভুর প্রশংসা গাও ; জাতিগণের মধ্যে তাহার ক্রিয় সকল জ্ঞাত কর। ১২ কেননী যিনি রক্তপাতের অনুসন্ধান করেন, তিনি নিহতদিগকে স্মরণ করেন : তিনি দুঃখীদিগের ক্ৰন্দন ভুলিয়। যান না। ১৩ হে সদাপ্রভু, আমার প্রতি কৃপা কর ; বিদ্বেষিগণ হইতে আমার যে দুঃখ ঘটে, তাহ দেখ, তুমি মৃত্যু-দ্বার হইতে আমার উত্তোলনকৰ্ত্ত; এইজন্ত আমি তোমার সমস্ত প্রশংসা প্রচার করিব ; সিয়োন-কন্তীর পুরদ্বারসমূহে, আমি তোমার পরিত্রাণে উল্লাস করিব । ১৫ জাতিগণ আপনাদের কুত খাতে ডুবিয়াছে : তাহারা গোপনে যে জাল পাতিয়াiছল, তাহাতে তাহদেরই চরণ বদ্ধ হইয়াছে । ১৬ সদাপ্রভু আপনার পরিচয় দিয়াছেন ; তিনি বিচার সাধন করিয়াছেন ; দুষ্ট স্বহস্তের কৰ্ম্মপাশে বদ্ধ হইয়াছে। হিগণয়োন । সেলা । 38 গীতসংহিতা । [ P ; సె — ' o ; ) అ ! ১৭ দুষ্টের পাতালে ফিরিয়া যাইবে, যে জাতির ঈশ্বরকে ভুলিয়া যায়, সকলেই যাইবে। ১৮ কারণ দরিদ্র নিয়ত বিস্মৃতিপত্র থাকিবে না, দুঃখীদিগের আশা চিরতরে বিনষ্ট হইবে না । ১৯ হে সদাপ্রভু, উঠ ! মৰ্ত্ত প্রবল না হউক, তোমার সাক্ষাতে জাতিগণ বিচারিত হউক । | ২• হে সদাপ্রভু, তাহাদিগকে ভয় প্রদর্শন কর; জাতিগণ জামুক যে, তাহারী মৰ্ত্ত্যমাত্র। সেলা । S రి হে সদাপ্রভু, কেন দূরে দাড়াইয়া থাক ? সঙ্কটের সময়ে কেন লুকাইয়া থাক ? ২ দুষ্টের গৰ্ব্ব প্রযুক্ত দুঃখী আগুনে পুড়ে, উহাদের কল্পিত ছাল উহারাই ধরা পড়ক। ৩ কেননা দুষ্ট আপন মনোরথের শ্লাঘা করে, লোভী সদাপ্রভুকে জলাঞ্জলি দেয়, অবজ্ঞা করে। ৪ দুষ্ট লোক নাক তুলিয়৷ [বলে, তিনি অনুসন্ধান করিবেন না ; ঈশ্বর নাই, ইহাই তাহার চিন্তার সাকল্য । ৫ তাহার পথ সৰ্ব্বদ দৃঢ় ; তোমার শাসনকলাপ উৰ্দ্ধ, তাহার দৃষ্টির বহির্ভূত ; সমস্ত বিপক্ষের প্রতি সে ফুৎকার করে। ৬ সে মনে মনে বলে, আমি বিচলিত হইব না, পুরুষানুক্রমে কখন বিপদগ্ৰস্ত হইব না। ৭ তাহার মুখ অতিশাপ, ছলনা ও শঠতায় পূর্ণ : তাহার জিহবার নীচে উপদ্রব ও অন্তায় থাকে। ৮ সে গ্রামের গুপ্ত স্থানে বসিয়া থাকে, নিভূত স্থানে নির্দোষকে বধ করে : তাহার চক্ষু অনাথকে ধরিবার জন্ত লুক্কায়িত। • সিংহ যেমন গহবরে, সে তেমনি গুপ্ত স্থানে থাকে, দুঃখীকে ধরিবার জন্য অন্তরালে থাকে : সে দুঃখীকে ধরে, আপন জালে টানে। ১০ সে গুড়ি মারে, সে অবনত হয়, অনাথের তাহার প্রবল [খাবায়] পতিত হয়। ১১ সে মনে মনে বলে, ঈশ্বর ভুলিয়া গিয়াছেন, তিনি মুখ লুকাইয়াছেন, কখনও দেখিবেন না ; ১২ হে সদাপ্রভু, উঠ ! হে ঈশ্বর, আপন হস্ত তুল। দুঃখী দিগকে ভুলিয়। যাইও না। ১৩ দুষ্ট কেন ঈশ্বরকে অবজ্ঞা করে, মনে মনে বলে, তুমি অনুসন্ধান করিবে না ? ১৪ তুমি দেখিয়াছ, কেননা তুমি উপদ্রব ও দ্বেষের প্রতি দৃষ্টিপাত করিতেছ, যেন তাহার প্রতীকার স্বহস্তে কর : অনাথ তোমারই উপরে ভার সমর্পণ করে : তুমিই পিতৃহীনের সহায় । ১৫ দুষ্টের বহু ভাঙ্গিয় ফেল, দুৰ্ব্বত্তের দুষ্টতার অনুসন্ধান কর, যাবৎ লেশমাত্র না থাকে । ১৬ সদাপ্রভু অনন্তকালীন রাজ : 460