* e ; so – S & 3 > || জাতিগণ র্তাহীর দেশ হইতে লুপ্ত হইয়াছে । ১৭ হে সদাপ্রভু, তুমি নম্রদের আকাঙ্ক্ষা শুনিয়াছ ; তুমি তাহাদের চিত্ত স্বস্থির করিবে,তুমি কর্ণপাত করিবে: ১৮ পিতৃহীনের ও উপদ্রুতর বিচার করিবার জন্ত, যেন মৃত্তিকাজাত মৰ্ত্ত আর দুর্দান্ত না থাকে । SS প্রধান বাদ্যকরের জন্য। দ্বায়ুদেৱ । ১ আমি সদাপ্রভুর শরণ লইয়াছি ; তোমরা কি ভাবিয়া আমার প্রাণকে বল, পক্ষীর স্থায় তোমাদের পর্ববতে উড়িয়া যাও ; ২ কেননা দেখ, দুষ্টগণ ধনুকে চাড়া দিতেছে, আপন আপন বাণ গুণে যোগ করিতেছে, যেন সরলচিত্তদিগকে অন্ধকারে বিদ্ধ করে , ও যদি মূলবস্তু সকল উৎপাটিত হয়, তবে ধাৰ্ম্মিক কি করিবে ? ৪ সদাপ্রভু আপন পবিত্র মন্দিরে আছেন : সদাপ্রভু, তাহার সিংহাসন স্বর্গে ; তাহার চক্ষু নিরীক্ষণ করিতেছে, তাহার চক্ষুর পাতা মনুষ্য-সন্তানদের পরীক্ষা করিতেছে। ও সদাপ্রভু ধাৰ্ম্মিকের পরীক্ষা করেন, কিন্তু দুষ্ট ও দৌরাত্ম্যপ্রিয় লোক তাহার প্রাণের ঘূণাস্পদ । ৬ তিনি দুষ্টদের উপরে পাশ বর্ষাইবেন, অগ্নি, গন্ধক ও উত্তপ্ত বায়ু তাহদের গানপাত্রের পেয় দ্রব্য । ৭ কেননা সদাপ্রভু ধৰ্ম্মময়, ধৰ্ম্মকৰ্ম্মই ভাল বাসেন ; সরল লোক তাহার শ্ৰীমুখ দর্শন করিবে । প্রধান বাদ্যকরের জন্য। স্বর, শমীনী । দায়ুদের সঙ্গীত । Sર ১ সদাপ্রভু, ত্রাণ কর, কেননা সাধু লোগ পাইল : মনুষ্য-সন্তানদের মধ্যে বিশ্বসনীয় লোক শেষ হইল । ২ প্রতিজন প্রতিবাসীর সহিত অলীক কথা কহে ; চাটুবাদী ওঠাধরে ও দ্বিধা চিত্তে কথা কহে। ও সদাপ্রভু সমস্ত চাটুবাদী ওষ্ঠাধর ও দর্পবাদী জিহব। কাটিয়া ফেলিবেন : ৪ উহার বলে, আমরা জিহবা দ্বারা প্রবল হইব, আমাদের ওষ্ঠ তামাদেরই ; আমাদের কৰ্ত্ত কে ? ৪ দুঃখীদের সর্বনাশ, দীনহীনের কাতরোক্তি প্রযুক্ত, আমি এক্ষণে উঠিব, ইহ সদাপ্রভু কহেন, আমি ত্রাণাকাঙ্ক্ষীর ত্রাণ করিব। ৬ সদাপ্রভুর বাক্য সকল নিৰ্ম্মল বাক্য : তাহ মৃত্তিকার মুচিতে খাটা করা রৌপ্যের তুল্য, সাত বার পরিষ্কৃত রোগ্যের তুল্য। হে সদাপ্রভু তুমিই তাহাদিগকে রক্ষা করিবে, গীতসংহিতা । 8 や > ৮ দুষ্টগণ চারিদিকে বিহার করে, যখন মনুষ্য-সন্তানদের মধ্যে অধমত উচ্চীকৃত হয়। ১৩ প্রধান বাদ্যন্তরের জন্য দায়ুনের সঙ্গীত। ১ কত কাল, সদাপ্রভু, তামাকে নিয়ত ভুলিয়া থাকিবে ? কত কাল আম৷ হইতে তোমার মুখ লুক্কায়িত রাখিবে ? ২ কত কাল আমি প্রাণের মধ্যে ভাবনা করিব, চিত্তের মধ্যে বিষাদকে দিনমানে রাখিব ? কত কাল শত্র আমার উপরে উচ্চ থাকিবে ? ৩ হে সদাপ্রভু, আমার ঈশ্বর, দৃষ্টিপাত কর, আমাকে উত্তর দেও : আমার চক্ষু আলোকময় কর, পাছে আমি মৃত্যু নিদ্রীয় নিদ্রিত হই ; ৪ পাছে শত্রু বলে, আমি তাহকে জয় করিয়ছি : পাছে আমি বিচলিত হইলে বিপক্ষগণ উল্লাস করে } ৫ কিন্তু আমি তোমার দয়াতে বিশ্বাস করিয়াছি ; আমার চিত্ত তোমার পরিত্রাণে উল্লাসিত হইবে। ৬ আমি সদাপ্রভুর উদেশে গীত গাইব, কেনন। তিনি আমার মঙ্গল করিয়াছেন । ১৪ প্রধান বাদানের জন্য। বায়ুদেৱ । ১ মুঢ় মনে মনে বলিয়াছে, "ঈশ্বর নাই”। তাহারা নষ্ট, তাহার। ঘৃণা কৰ্ম্ম করিয়াছে : সৎকৰ্ম্ম করে, এমন কেহই নাই । ২ সদাপ্রভু স্বৰ্গ হইতে মনুষ্য-সন্তানদের প্রতি নিরীক্ষণ করিলেন ; দেখিতে চাহিলেন, বুদ্ধিপূর্বক কেহ চলে কি না, ঈশ্বরের অন্বেষণকারী কেহ আছে কি না । ৩ সকলে বিপথে গিয়াছে,সকলেই বিকারপ্রাপ্ত হইয়াছে - সৎকৰ্ম্ম করে, এমন কেহই নাই, এক জনও নাই । ৪ অধৰ্ম্মাচারী সকলের কি কিছুই জ্ঞান নাই ? তাহারা খাদ্য গ্রাস করিবার স্থায় আমার প্রজাগণকে গ্রাস করে, সদাপ্রভুকে ডাকে না । ৫ ঐ স্থানে তাহার বড় ভয় পাইয়াছে : কেনন। ঈশ্বর ধাৰ্ম্মিক বংশের মধ্যবৰ্ত্তী। ৬ তোমরা দুঃখীর মন্ত্রণাকে লজ্জিত করিতেছ : কেননা সদাপ্রভু তাহার আশ্রয়। ৭ আঃ ইস্রায়েলের পরিত্রাণ সিয়োন হইতে উপস্থিত হউক। সদাপ্রভু যখন আপন প্রজাদের বন্দিত্ব ফিরাইবেন, তখন যাকোব উল্লাসিত হুইবে,ইম্রায়েল আনন্দ করবে। S (。 স্বায়ুদের সঙ্গীত । ১ হে সদাপ্রভু, তোমার তাম্বুতে কে প্রবাস করিবে ? চিরতরে এই কালের লোক হইতে উদ্ধার করবে। তোমার পবিত্ৰ পৰ্ব্বতে কে বসতি করিবে ? 461
পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৪৭১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।