পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৪৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪ ৬২ ২ ষে ব্যক্তি সিদ্ধ আচরণ ও ধৰ্ম্মকৰ্ম্ম করে, এবং হৃদয়ে সত্য কহে । শু যে পরাবাদ জিহবাগ্রে আনে না, মিত্রের অপকার করে না, আপনার প্রতিবাসীর দুর্নাম করেন । ৪ যাহার দৃষ্টিতে পামর তুচ্ছনীয় হয় ; যে সদাপ্রভুর ভয়কারাদিগকে মান্ত করে, দিব্য করলে ক্ষতি হইলেও অস্তথা করে না ; এ স্বদের জন্ত টাকা ধার দেয় না, নির্দোষের বিরুদ্ধে উৎকোচ লয় না ; এই সকল কৰ্ম্ম যে করে,সে কখনও বিচলিত হইবে না। S\b স্বায়ুদের মিকভাম। ১ হে ঈশ্বর, আমাকে রক্ষা কর, কেননা আমি তোমার শরণ লইয়াছি। ২ আমি সদাপ্রভুকে বলিয়াছি, তুমিই আমার প্রভু, তুমি ব্যতীত আমার মঙ্গল নাই । ও পৃথিবীতে যে পবিত্ৰগণ থাকেন, প্তাহার। আদরণীয়, আমার সমস্ত প্রীতির পাত্র। ও যাহার অন্ত [দেবতাকে] উপহার দেয়, তাহীদের যাতনা বৃদ্ধি পাইবে 5 রক্তরূপ তাহদের পেয় নৈবেদ্য আমি উৎসর্গ করিব না, আপন ওষ্ঠাধরে তাহাদের নাম লইব না । < সদাপ্রভু আমার দায়াংশ ও আমার পানপত্ৰ ; তুমিই আমার অধিকার স্থায়ী করিতেছ। ও আমার জন্ত মানরজ্জ্ব মনোহর স্থানে পড়িয়াছে, আমার অধিকার আমার পক্ষে শোভাযুক্ত । ৭ আমি সদাপ্রভুর ধন্যবাদ করিব, তিনিই আমাকে মন্ত্রণা দিয়াছেন, রাত্রিতেও আমার চিত্ত আমাকে প্রবোধ দেয়। ৮ আমি সদাপ্রভুকে নিয়ত সন্মুখে রাখিয়াছি ; তিনি ত আমার দক্ষিণে, আমি বিচলিত হইব না। ৯ এই জন্ত আমার চিত্ত আনন্দিত, ও আমার গৌরব উল্লাসিত হইল : আমার মাংসও নির্ভয়ে ৰাস করিবে । ১• কারণ তুমি আমার প্রাণ পাতালে পরিত্যাগ করবে না, তুমি নিজ সাধুকে ক্ষয় দেখিতে দিবে না। ১১ তুমি আমাকে জীবনের পথ জ্ঞাত করিবে, তোমার সম্মুখে তৃপ্তিকর আনন্দ, তোমার দক্ষিণ হস্তে নিত্য স্বখভোগ । So স্বায়ুদেৱ প্রার্থন । ১ হে সদাপ্রভু,ধৰ্ম্মবাদ শুন আমার কাকুক্তিতে অবধান কর, আমার প্রার্থনায় কর্ণপাত কর : তাহা ছলনার ওষ্ঠাধর হইতে নির্গত নয়। ২ তোমার সাক্ষাতে আমার বিচার নিম্পত্তি হউক : বাহা স্তায্য তাহার প্রতি তোমার দৃষ্টি পড়ুক। গীতসংহিতা । ( ) d ; ఇ - , ; శి ! ৩ তুমি আমার চিত্তের পরীক্ষা করিয়াছ, স্নাত্রিকালে আমার তত্ত্বানুসন্ধান করিয়াছ, তুমি আমাকে কষিয়াছ, কিছু পাও নাই ; আমি স্থির করিলাম, আমার মুখ পাপ করিবে না। ৪ মনুষ্যের কার্য্য সম্বন্ধে, তোমার ওষ্ঠাধরের বাক্যে, আমি দুর্জনের পথ হইতে সাবধান হইয়াছি। ৫ আমার পাদক্ষেপ তোমার পথে স্থির রাইয়াছে, আমার চরণ বিচলিত হয় নাই । ৬ আমি তোমাকে ডাকিলাম, কেননা, ছে ঈশ্বর, তুমি আমাকে উত্তর দিবে : আমার প্রতি কৰ্ণপাত কর, আমার বাক্য শুন । ৭ তোমার আশ্চৰ্য্য দয়া প্রকাশ কর ; তুমি শরণাপন্ন দিগকে নিস্তার করিয়া থাক, বিপক্ষগণহইতে তোমার দক্ষিণ হস্ত দ্বারাই করিয়াখাক । ৮ নয়নের তারার স্থায় আমাকে রক্ষা কর, তোমার পক্ষের ছায়াতে আমাকে সঙ্গোপন কর, ৯ দুষ্টগণ হইতে কর, যাহার। জামাকে নষ্ট করে, প্রাণনাশক শক্রগণ হইতে কর, যাহারা আমাকে বেষ্টন করে । ১• তাহার। আপন আপন মেদে বদ্ধ, তাহারা মুখে অহঙ্কারের কথা কহে । ১১ এখন তাহারা আমাদের পাদসঞ্চারে জামাদিগকে ঘেরিয়াছে, তাহারা আমাদিগকে ভূমিসাৎ করণার্থে চক্ষু স্থির করে। ১২ সে বিদারণ করিতে উৎসুক কেশরীর তুল্য, অন্তরালে উপবিষ্ট যুবসিংহের স্যায়। ১৩ হে সদাপ্রভু, উঠ, তাহাকে প্রতিরোধ কর, তাহাকে পাড়ির ফেল, তোমার খড়গ দ্বারা দুষ্ট লোক হইতে আমার প্রাণ বাচাও। ১s সদাপ্রভু, তোমার হস্ত দ্বারা মনুষ্যদের হইতে, সাংসারিক মনুষ্যদের হইতে, আমাকে বাচাও, তাহীদের দায়াংশ এই জীবনে ? তুমি নিজ ধনে তাহদের উদর পূর্ণ করিতেছ : তাহারা সম্ভানে তৃপ্ত হয়, আপন আপন শিশুদের নিমিত্ত আপনাদের জবশিষ্ট সম্পত্তি রাখিয়া যায় । ১৫ আমি ত ধাৰ্ম্মিকতায় তোমার মুখ দর্শন করিৰ, জাগিয়া তোমার মূৰ্ত্তিতে তৃপ্ত হইব। Sb~ প্রধান ৰাজ্যৰূরের জন্য। সঙ্গাপ্রভুৱ দাস স্বায়ুৰেৱ ; যে দিন সদণপ্রভু সমস্ত শত্রুর হস্ত হইতে, এবং শৌলের হস্ত হইতে দণযুদ্ধকে উদ্ধার করিলেন, সেই দিন তিনি সদাপ্রভুর উদ্দেশে এই গীতের কথা নিৰেন্দন করিলেন । তিনি ৰুছিলেন, ১ সদাপ্রভু ! মম বল। আমি তোমাতে অনুরক্ত । ২ সদাপ্রভু মম শৈল, মম দুর্গ, ও মম রক্ষাকৰ্ত্ত,

  • ( বা ) খড়গম্বক্ষপ । + ( বা ) ছম্ভম্বরূপ ।

462