3 や 8 তামি আপন বিদ্বেষীfদগকে সংহীর করিয়াছি। ৪১ তাহারা আর্তনাদ করিল, কিন্তু ত্ৰাণকৰ্ত্তা কেহ নাই ; সদাপ্রভুকে (ডাকিল, কিন্তু তিনি উত্তর দিলেন না। ৪২ তখন আমি তাহাদিগকে বায়ুচালিত ধুলির স্থায় চুর্ণ করিলাম : পথের কৰ্দমের দ্যায় ফেলিয়া দিলাম ; ৪৩ তুমি আমাকে প্রজাদের দ্রোহ হইতে উদ্ধার করিয়াছ, জাতিগণের মস্তকরূপে নিযুক্ত করিয়াছ : আমার অপরিচিত জাতি আমার দাস হইবে । ৪৪ শ্রবণমাত্র তাহারা আমার আজ্ঞাকারী হইবে : বিজাতি-সন্তানের আমার কর্তৃত্ব স্বীকার করিবে। ৪৫ বিজাতি-সন্তানের স্নান হইবে, স্বকম্পে স্ব স্ব গুপ্ত স্থান হইতে বাহিরে অসিবে। ৪৬ সদাপ্রভু জীবন্ত, আমার শৈল ধন্ত হউন, আমার ত্রাণের ঈশ্বর উন্নত হউন । ৪৭ সেই ঈশ্বর আমার পক্ষে প্রতিশোধ দেন, জাতিগণকে আমার অধীনে দমন করেন। ৪৮ তিনি আমার শক্রগণ হইতে আমাকে উদ্ধার করেন : যাহার। আমার বিরুদ্ধে উঠে, তুমি তাহদের উপরেও আমাকে উন্নত করিতেছ, তুমি দুৰ্ব্বত্ত লোক হইতে আমাকে উদ্ধার করিতেছ। ৪৯ এই কারণ, হে সদাপ্রভু, আমি জাতিগণের মধ্যে তোমার স্তব করিব, তোমার নামের উদেশে স্তোত্রগান করিব ৷ ৫০ তিনি আপন রাজাকে মহাপরিত্রাণ দেন, আপন অভিষিক্তের প্রতি দয়া করেন, যুগে যুগে দায়ুদের ও তাহার বংশের প্রতি দয়া করেন। ১১ প্রধান বাদ্যকরের জন্য। স্বায়ুষের সঙ্গীত। ১ আকাশমণ্ডল ঈশ্বরের গৌরব বর্ণনা করে, বিতান তাহার হস্তকৃত কৰ্ম্ম জ্ঞাপন করে। ২ দিবস দিবসের কাছে বাক্য উচ্চারণ করে, রীত্রি রাত্রির কাছে জ্ঞান প্রচার করে । ৩ বাক্য নাই, ভাষাও নাই, তাহাদের রব শুনা যায় না । ৪ তাহদের মানরজ্জ্ব সমস্ত পৃথিবীতে ব্যাপ্ত, তাহাদের বাক্য জগতের সীমা পৰ্য্যস্তু ব্যাপ্ত : তাহাদের মধ্যে তিনি স্বর্ষ্যের নিমিত্ত এক তাম্বু স্থাপন করিয়াছেন । ৫ সে বরের স্তায় আপন বাসরগুহ হইতে নির্গত হয়, বীরের দ্যায় স্বীয় পথে দৌড়িবার জন্ত আমোদ করে । ৬ সে আকাশমণ্ডলের প্রান্ত হইতে যাত্রা করে, অপর প্রান্ত পৰ্য্যন্ত ঘূরিয়া আইসে ; তাহার উত্তাপে কোন বস্তু লুক্কায়িত থাকে না । ৭ সদাপ্রভুর ব্যবস্থা সিদ্ধ, প্রাণের স্বাস্থ্যজনক ; সদাপ্রভুর সাক্ষ্য বিশ্বসনীয়, অল্পবুদ্ধির জ্ঞানদায়ক। গীতসংহিতা । [ >レ; 8>ー* > ; R ] ৮ সদাপ্রভুর বিধি সকল যথার্থ, চিত্তের আনন্দবৰ্দ্ধক ; সদাপ্রভুর আজ্ঞা নিৰ্ম্মল, চক্ষুর দীপ্তিজনক। ৯ সদাপ্রভুর ভয় শুচি, চিরস্থায়ী, সদাপ্রভুর শাসন সকল সত্য, সৰ্ব্বাংশে স্তায্য। ১• তাহ স্বর্ণ ও প্রচুর কাঞ্চন অপেক্ষ বাঞ্ছনীয়, মধু ও মৌচাকের রস হইতেও সুস্বাদু। ১১ তোমার দাসও তদ্বারা স্বশিক্ষা পায় : তাহ পালন করিলে মহাফল হয়। ১২ ভ্রাম্ভির কার্য্য সকল কে বুঝিতে পারে । তুমি গুপ্ত দোষ হইতে আমাকে পরিষ্কার কর। ১৩ দুঃসাহসজনিত (পাপ হইতেও নিজ দাসকে পৃথক্ রাখ; সেই সৰুল আমার উপরে কর্তৃত্ব না করুক ; তখন আমি সিদ্ধ এবং মহাপাতক হইতে শুচি হইব । ১৪ আমার মুথের বাক্য ও আমার চিত্তের ধ্যান তোমার দৃষ্টিতে গ্রাহ হউক, হে সদাপ্রভু, আমার শৈল, আমার মুক্তিদাতা। ミo প্রধান বাদ্যকরের জন্য। স্বায়ুদের সঙ্গীত । ১ সদাপ্রভু সঙ্কটের দিনে তোমাকে উত্তর দিউন, বাকোবের ঈশ্বরের নাম তোমাকে উন্নত করুক, ২ তিনি পবিত্র স্থান হইতে তব সাহায্য প্রেরণ করুন, সিয়োন হইতে তোমাকে স্বস্থির রাখুন, ৩ তিনি তোমার সকল নৈবেদ্য স্মরণ করুন, তোমার হোমবলি গ্রাহ্য করুন । ৪ তিনি তোমার মনোবাঞ্ছা পূর্ণ করুন, তোমার সমস্ত মন্ত্রণা সিদ্ধ করুন । এ আমরা তোমার পরিত্রাণে আনন্দগান করিব, আমাদের ঈশ্বরের নামে পতাক। তুলিব ; সদাপ্রভু তোমার সকল যাদ্ধা সিদ্ধ করুন। ৬ এখন আমি জানি, সদাপ্রভু স্বীয় অভিষিক্তকে নিস্তার করেন ; তিনি নিজ দক্ষিণ হস্তের ত্রাণশক্তিতে আপন পবিত্র স্বর্গ হইতে তাহাকে উত্তর দিবেন ? ৭ ইহার রথে ও উহারা অশ্বে নির্ভর করে, কিন্তু আমরা আমাদের ঈশ্বর সদাপ্রভুর নামের কীৰ্ত্তন করিব। ৮ তাহারা নত হক্টর পতিত হইয়াছে, কিন্তু আমরা উত্থিত হইয়া দাড়াইয়া আছি। ৯ সদাপ্রভু, পরিত্রাণ কর; ষে দিন আহবান করি, রাজা আমাদিগকে উত্তর দিউন । সেল ০ RS প্রধান বাদ্যকরের জন্য। স্বায়ুদের সঙ্গীত । ১ হে সদাপ্রভু, তোমার বলে রাজা আনন্দ করেন, তিনি তোমার পরিত্রাণে কতই উল্লাসিত হন । ২ তুমি তাহার মনোবাঞ্ছা পূর্ণ করিয়াছ, তাহার ওষ্ঠের প্রার্থনা অস্বীকার কর নাই। সেলা । 464
পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৪৭৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।