8 ○○ তোমাদের অন্তঃকরণ নিত্যজীবী হউক । ২৭ পৃথিবীর প্রান্তস্থিত সকলে স্মরণ করিয়া সদাপ্রভুর প্রতি ফিরিবে s জাতিগণের সমস্ত গোষ্ঠী তোমার সম্মুখে প্ৰণিপাত করিবে । ২৮ কেনন। রাজত্ব সদাপ্রভুরই ; তিনিই জাতিগণের উপরে শাসনকৰ্ত্ত । ২৯ পৃথিবীস্থ সকল পুষ্ট লোক ভোজন করিয়া প্ৰণিপাত করিবে ; যাহার ধুলিতে নামিতে উদ্যত, তাহারা সকলে তাহার সাক্ষাতে জানু পাতিবে, যে নিজ প্রাণ বাচাইতে অসমর্থ, সেও পাতিবে। ৩০ এক বংশ তাহার সেবা করিবে, প্রভুর সম্বন্ধে ইহা ভাব বংশকে বলা যাইবে। ৩১ তাহার। আসিবে, তাহার ধৰ্ম্মশীলতা জ্ঞাত করিবে, অনুজাত লোকদিগকে কহিবে, তিনি কাৰ্য্য সাধন করিয়াছেন। ૨૭ দ্বায়ুদের সঙ্গীত । ১ সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না। ২ তিনি তৃণভূষিত চরাণীতে আমাকে শয়ন করান, তিনি বিশ্রাম-জলের ধারে ধারে আমাকে চালান। ৩ তিনি আমার প্রাণ ফিরাইয়া আনেন, তিনি নিজ নামের জন্ত আমাকে ধৰ্ম্মপথে গমন করান। ৪ যখন আমি মৃত্যুচ্ছায়ার* উপত্যক দিয়া গমন করিব, তখনও অমঙ্গলের ভয় করিব না, কেননা তুমি আমার সঙ্গে সঙ্গে আছে, তোমার পাচনী ও তোমার যষ্টি আমাকে সাস্তুনা করে । তুমি আমার শক্রগণের সাক্ষাতে আমার সম্মুখে মেজ সাজাইয়৷ থাক ; তুমি আমার মন্তক তৈলে সিক্ত করিয়াছ ; আমার পানপত্ৰ উথলিয়া পড়িতেছে। ৬ কেবল মঙ্গল ও দয়াই আমার জীবনের সমুদয় দিন আমার অনুচর হইবে, আর আমি সদাপ্রভুর গৃহে চিরদিন বসতি করিব। ૨8 দায়ুদের সঙ্গীত । ১ পৃথিবী ও তাহার সমস্ত বস্তু সদাপ্রভুরই ; জগৎ ও তন্নিবাসিগণ র্তাহার। ২ কেনন। তিনিই সমুদ্রগণের উপরে তাহ স্থাপন করিয়াছেন, নদীগণের উপরে তাহ দৃঢ় করিয়া রাখিয়াছেন। ৩ কে সদাপ্রভুর পর্বতে উঠিবে ? কে তাহার পবিত্র স্থানে দণ্ডায়মান হইবে ? ৪ যাহার অঞ্জলি নির্দোষ ও অন্তঃকরণ বিমল,
- (বা) নিবিড় অন্ধকারের t + ( বা ) অবশ্য ।
গীতসংহিতা । [* * : २१ - ९ G ; २० ॥ যে অলীকতার দিকে প্রাণ উত্তোলন করে নাই, ছলভাবে শপথ করে নাই । ৫ সেই সদাপ্রভু হইতে আশীৰ্ব্বাদ পাইবে, আপন ত্ৰাণেশ্বর হইতে ধাৰ্ম্মিকতা পাইবে । ৬ এই তাহার অন্বেষণকারীদের বংশ ; ইহার তোমার মুখের অন্বেষী, হে বাকোবের [ঈশ্বর] । সেলা । ৭ হে পুরদ্বার সকল, মস্তক তুল ; হে চিরন্তন কবাট সকল, উত্থিত হও; প্রতাপের রাজা প্রবেশ করবেন। ৮ সেই প্রতাপের রাজা কে ? পরাক্রমী ও বীর সদাপ্রভু, যুদ্ধবীর সদাপ্রভু। ৯ হে পুরদ্বার সকল, মস্তক তুল ; হে চিরন্তন কবাট সকল, মস্তক উত্থাপন করা: প্রতাপের রাজ। প্রবেশ করিবেন। ১ • সেই প্রতাপের রাজ কে ? বাহিনীগণের সদাপ্রভু, তিনিই প্রতাপের রাজা । সেন্সা । Հ(C দায়ুদের । ১ সদাপ্রভু, তোমারই দিকে আমি নিজ প্রাণ উত্তোলন করি। ই হে আমার ঈশ্বর, আমি তোমারই শরণ লইয়াছি, আমাকে লজ্জিত হইতে দিও না ; আমার শক্রগণ আমার উপরে উল্লাস না করুক । ৩ যে সকল লোক তোমার অপেক্ষা করে, তাহারা লজ্জিত হইবে না : স্বাহারা অকারণে বিশ্বাসঘাতকতা করে, তাহারাই লজ্জিত হইবে । ৪ সদাপ্রভু, তোমার পথ সকল আমাকে জ্ঞাত কর ; তোমার পন্থী সকল আমাকে বুঝাইয়া দেও। ৫ তোমার সত্যে আমাকে চালাও, আমাকে শিক্ষা দেও, কেননা তুমিই আমার ত্ৰাণেশ্বর ; আমি সমস্ত দিন তোমার অপেক্ষায় থাকি । ৬ সদাপ্রভু, তোমার করুণ ও দয়া স্মরণ কর, কেনন। উভয়ই অনাদি । ৭ আমার যেীবনের পাপ ও আমার অধৰ্ম্ম সকল স্মরণ করিও নী, সদাপ্রভু, তোমার মঙ্গলভাবের অনুরোধে, তোমার দয়ানুসারে আমাকে স্মরণ কর। ৮ সদাপ্রভু মঙ্গলময় ও সরল, এইজন্তু তিনি পাপীদিগকে পথ দেখান । ৯ তিনি নম্র দিগকে স্থায়বিচারের পথে চালান, নম্রদিগকে আপন পথ দেখাইয়া দেন । ১০ যাহারা তাহার নিয়ম ও সাক্ষ্য পালন করে, তাহাদের পক্ষে সদাপ্রভুর সমস্ত পথ দয়া ও সত্য । 466