২৫ ; ১১ – ২৭ ; ১২ ৷ ] ১১ তোমার নামের গুণে, হে সদাপ্রভু, আমার অপরাধ ক্ষমা কর, কেননা তাহা গুরুতর। ১২ সে ব্যক্তি কে যে সদাপ্রভুকে ভয় করে ? তিনি তাহকে ইষ্ট পথ দেখাইয়া দিবেন। ১৩ তাহার প্রাণ কুশলে বাস করিবে, তাহার বংশ দেশের অধিকারী হইবে । ১৪ সদাপ্রভুর গুঢ় মন্ত্রণ তাহার ভয়কারীদের অধিকার, তিনি তাহাদিগকে আপন নিয়ম জানাইবেন । ১৫ আমার দৃষ্টি নিরন্তর সদাপ্রভুর দিকে, কেনন। তিনিই আমার চরণ জাল হইতে উদ্ধার করিবেন। ১৬ আমার প্রতি ফির, অামার প্রতি কৃপা কর, কেনন। আমি একাকী ও দুঃখী। ১৭ আমার অন্তঃকরণের যন্ত্রণা বাড়িয়াছে, আমার কষ্ট সকল হইতে আমাকে নিস্তার কর । ১৮ আমার দুঃখ ও আয়াসের প্রতি দৃষ্টিপাত কর, আমার সমস্ত পাপ ক্ষমা কর । ১৯ আমার শক্রগণকে দেখ, কেননা তাহারা অনেক ; তাহার। দুরন্ত দ্বেষভাবে আমাকে দ্বেষ করে। ২• আমার প্রাণ রক্ষা কর, আমাকে উদ্ধার কর, আমাকে লজ্জিত হইতে দিও না, কেনন। আমি তোমার শরণ লইয়াছি । ২১ সিদ্ধতা ও সরলতা আমাকে রক্ষা করুক, কেননা আমি তোমার অপেক্ষা করিতেছি। ২২ হে ঈশ্বর, ইস্রায়েলকে মুক্ত কর, তাহার সমস্ত সঙ্কট হইতে মুক্ত কর। ९७ দায়ুদেৱ । ১ সদাপ্রভু, আমার বিচার কর, কারণ আমি নিজ সিদ্ধ তায় চলিয়াছি, আর আমি সদাপ্রভুর শরণ লইয়াছি, চঞ্চল হইব না। ২ সদাপ্রভু, আমার পরীক্ষা করিয়া প্রমাণ লও, আমার মৰ্ম্ম ও চিত্ত খাটী কর । শু কেননা তোমার দয়া আমার নয়নগোচর ; আমি তোমার সত্যে চলিয়া আসিতেছি । ৪ আমি অলীক লোকদের সঙ্গে বসি নাই, আমি ছদ্মবেশীদের সঙ্গে চলিব না। ও আমি দুরাচারদের সমাজ ঘৃণা করি, দুষ্টগণের সঙ্গে বসিব না। ষ্ট আমি শুদ্ধতায় আমার হাত ধুইব, সদাপ্রভু, এইরূপে তোমার যজ্ঞবেদি প্রদক্ষিণ করিব ; ৭ যেন আমি স্তবের ধ্বনি শ্রবণ করাই, ও তোমার আশ্চৰ্য্য ক্রিয়। সকল প্রচার করি । ৮ সদাপ্রভু, আমি ভাল বাসি তোমার নিবাসগৃহ, তোমার গৌরবের বাসস্থান । ৯ পাপীদের সহিত আমার প্রাণ লইও না, রক্তপাতী মনুষ্যদের সহিত আমার জীবন লুইও না। ১• তাহদের হস্তে অনিষ্ট থাকে, গীতসংহিতা । 8 や" তাহাদের দক্ষিণ হস্ত উৎকোচে পরিপূর্ণ। ১১ কিন্তু আমি নিজ সিদ্ধতায় চলিব : আমাকে মুক্ত কর, ও আমার প্রতি কৃপা কর। ১২ আমার চরণ সমভূমিতে দাড়াইয়া আছে ; আমি মণ্ডলীগণের মধ্যে সদাপ্রভুর ধন্যবাদ করিব। ર૧ স্বায়ুদের । ১ সদাপ্রভু আমার জ্যোতিঃ, আমার পরিত্রাণ, আমি কাহা হইতে ভীত হইব ? সদাপ্রভু আমার জীবন-দুর্গ, আমি কাহ হইতে ত্রাস যুক্ত হইব ? ২ দুরচিারের যখন আমার মাংস খাইতে নিকটে আসিল তখন আমার সেই বিপক্ষের ও বিদ্বেষীরা উছোট খাইয় পড়িল । ৩ যদ্যপি সৈন্যদল আমার বিরুদ্ধে শিবির স্থাপন করে, তথাপি আমার অন্তঃকরণ ভীত হইবে না : যদ্যপি আমার বিরুদ্ধে যুদ্ধ সংঘটিত হয়, তথাপি তখনও আমি সাহস করিব। ৪ সদাপ্রভুর কাছে আমি একটী বিষয় যাক্রো করিয়াছি, তাহারহ অন্বেষণ কারব, যেন জীবনের সমুদয় দিন সদাপ্রভুর গৃহে বাস করি, সদাপ্রভুর সৌন্দৰ্য্য দেখিবার ও তাহার মন্দিরে অনু সন্ধান করিবার জন্ত । ৫ কেননা বিপদের দিনে তিনি আপন আশ্রমে আমাকে সঙ্গোপন করবেন, আপন তাম্বুর অন্তরালে আমাকে লুকাইয়ী রাখিবেন : তিনি শৈলের উপরে আমাকে তুলিয়া লইবেন। ৬ আর এক্ষণে আমার চারিদিকের শক্রগণ অপেক্ষা আমার মস্তক উন্নত হইবে, আমি তাহার তাম্বুতে জয়ধ্বনির বলি উৎসর্গ করিব, আমি সদাপ্রভুর উদ্দেশে গান ও সঙ্গীত করিব। ৭ সদাপ্রভু, শ্রবণ কর, আমি স্বরবে আহবান করি ; আমার প্রতি কৃপা কর, অামাকে উত্তর দেও। ৮ আমার মন তোমাকে বলিল, [তুমি বলিলে, “তোমরা আমার মুখের অন্বেষণ করা: সদাপ্রভু, আমি তোমার মুখের অন্বেষণ করিব। ৯ আম৷ হইতে তোমার মুখ আচ্ছাদন করিও না। ক্ৰোধে তোমার দাসকে দূর করিও না ; তুমি আমার সহায় হইয়া আসিতেছ : আমার ত্ৰাণেশ্বর, আমাকে ফেলিও না, ত্যাগ করিও না। ১০ আমার পিতামাতা আমাকে ত্যাগ করিয়াছেন, কিন্তু সদাপ্রভু আমাকে তুলিয়া লইবেন। ১১ সদাপ্রভু, তোমার পথ আমাকে শিখাও, সমান পথে আমাকে গমন করাও, আমার শক্রগণ প্রযুক্ত ইহা কর । ১২ আমার বিপক্ষগণের ইচ্ছায় আমাকে সমর্পণ করিও ন; 467
পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৪৭৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।