পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৪৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 ዓ & যাহারী অকারণে তামাকে দ্বেষ করে, তাহাদিগকে ভ্ৰকুটি করিতে দিও না । ২• কেনন। তাহার শান্তির কথা কহে নী, কিন্তু দেশস্থ শান্তগণের বিরুদ্ধে ছলের কথা কল্পনা করে । ২১ তাহার। আমার বিরুদ্ধে মুখ ব্যাদান করিত ; বলিত, ‘আহে । আহে । আমাদের চক্ষু দেখিয়াছে।’ ২২ সদাপ্রভু, তুমি দেখিয়াছ, নীরব থাকিও না ; প্রভু, আম হইতে দূরবত্তী হইও না। ২৩ জাগিয় উঠ, জাগ্রৎ হও, আমার বিচারার্থে, আমার ঈশ্বর, আমার প্রভু, আমার হেতুবাদ জষ্ঠ । ২৪ সদাপ্রভু, আমার ঈশ্বর তোমার ধৰ্ম্মশীলতা অনুসারে আমার বিচার কর, উহারা আমার উপরে আনন্দ ন করুক । ২৫ তাহারা মনে মনে না বলুক, ‘আহে। ইহাই আমাদের অভিলাষ : তাহারা না বলুক, ‘তাঁহাকে গ্রাস করিলাম”। ২৬ যাহার। আমার বিপদে আনন্দিত হয়, তাহার একসঙ্গে লজ্জিত ও হতাশ হউক ; যাহার। আমার বিরুদ্ধে শ্লাঘ। করে, তাহার। লজ্জায় ও অপমানে আচ্ছন্ন হউক । ২৭ যাহারা আমার ধাৰ্ম্মিকতায় প্রীত, তাহার। আনন্দধ্বনি করুক, আহলাদত হউক, নিত্য নিত্য বলুক, সদাপ্রভু মহিমান্বিত হউন, যিনি নিজ দাসের কুশলে প্রীত । ২৮ আর আমার জিহব। তোমার ধৰ্ম্মশীলতার, ও সমস্ত দিন তোমার প্রশংসার কথা কহিবে। ○○ ১ দুষ্টের হৃদয়মধ্যে অধৰ্ম্ম তাহার কাছে কথা বলে, ঈশ্বর-ভয় তাহার চক্ষুর অগোচর । ২ সে নি জর দৃষ্টিতে আত্মশ্লাঘা করিয়া বলে, আমার অধৰ্ম্ম আবিষ্কৃত ও ঘৃণিত হইবে না। ৩ তাহার মুখের বাক্য অধৰ্ম্ম ও ছলমাত্র : সে সুবিবেচনা ও সদাচরণ ত্যাগ করিয়ছে। ৪ সে তাপন শয্যাতে অধৰ্ম্ম কল্পনা করে, সে কুপথে দাড়াচয় থাকে, সে দুষ্কৰ্ম্ম ঘুণ করে না । প্রধান বাদ্যকরের জন্য ! সদাপ্রভুর দাস দায়ুদের । ৫ সদাপ্রভু, তোমার দয়। আকাশমণ্ডলে ব্যাপ্ত, তোমার বিশ্বস্তত গগনস্পশী। ৬ তোমার ধৰ্ম্মশীলত। ঈশ্ব-রর পর্বতসমূহের তুল্য, তোমার শাসন সকল মহাজলধিস্বরূপ : সদাপ্রভু, তুমি মনুষ্য ও পশু রক্ষা করিয়া থাক । ৭ হে ঈশ্বর, তোমার দয়া কেমন বহুমূল্য । মনুষ্য-সন্ত নবগ তোমার পক্ষ চছায়ার নীচে শরণ লয় । ৮ তাহার তোমার গৃহের পুষ্টিকর দ্রব্যে পরিতৃপ্ত হয়, গীতসংহিতা । [७c ; २० - ७१ ; २¢ ॥ তুমি তাহাদিগকে তোমার আনন্দ-নদীর জল গান করাষ্টয় থাক । ৯ কারণ তোমারই কাছে জীবনের উলুই আছে : তোমারই দীপ্তিতে আমরা দীপ্তি দেখিতে পাই। ১• যাহার তোমাকে জানে, তুমি তাহদের প্রতি তোমার দয়া, ও সরলচিত্তদের প্রতি তোমার ধৰ্ম্মশীলতা চিরস্থায়ী কর। ১১ অহঙ্কারের চরণ আমার নিকটে না আচহুক, দুষ্টদের হস্ত আমাকে তাড়াইয়। না দিউক । ১২ ঐ যে অধৰ্ম্মাচারিগণ পতিত হইল : অধঃক্ষিপ্ত হইল, আর উঠতে পারবে না। ৩৭ স্বায়ুদেৱ । ১ তুমি দুরাচীরদের বিষয়ে ক্লষ্ট হইও না ; অধৰ্ম্মচারীদের প্রতি ঈর্ষা করিও না । ২ কেনন। তাহার ঘাসের দ্যায় শীঘ্র ছিন্ন হইবে, হরিৎ তৃণের স্থায় স্নান হইবে । ও সদাপ্রভুত নির্ভর রাখ, সদাচরণ কর, দেশে বাস কর, বিশ্বস্ততাক্ষেত্রে চর। - ৪ আর সদাপ্রভুতে আমোদ কর, তিনি তোমার মনোবাঞ্ছ। সকল পূর্ণ করবেন। ৫ তোমার গতি সদাপ্রভুতে অর্পণ কর, তাহাতে নির্ভর কর, তিনিই কাৰ্য্য সাধন করিবেন। ৬ তিনি দীপ্তির স্থায় তোমার ধৰ্ম্ম, মধ্যাহ্নের ছায় তোমার বিচার প্রকাশ করিবেন। ৭ সদাপ্রভুর নিকটে নীরব হও, তাহার অপেক্ষায় থাক ; যে আপন পথে কৃতকায্য হয়, তাহার বিষয়ে, যে ব্যক্তি কুসঙ্কল্প করে, তাহার বিষয়ে রাষ্ট হইও না । ৮ ক্রোধ হইতে নিবৃত্ত হও, কোপ ত্যাগ কর, ক্লষ্ট হইও না, হইলে কেবল দুষ্কাৰ্য্য করিবে । ৯ কারণ দুরাচারগণ উচ্ছিন্ন হইবে, কিন্তু যাহার। সদাপ্রভুর অপেক্ষা করে,তাহারাই দেশের অধিকারী হইবে । ১• আর ক্ষণকাল, পরে দুষ্ট লোক আর নাই, তুমি তাহার স্থান তত্ত্ব করিবে, কিন্তু সে আর নাই। ১১ কিন্তু মুণ্ডুশীলের দেশের অধিকারী হইবে, এবং শান্তির বহুল্যে আমোদ করিবে । ১২ দুষ্ট লোক ধাৰ্ম্মিকের প্রতিকূলে কুসঙ্কল্প করে, তাহার বিরুদ্ধে দন্তঘর্ষণ করে । ১৩ প্রভু তাহাকে উপহাস করবেন, কেনন। তিনি দেখেন, তাহার দিন আসিতেছে । দুষ্ট্রের খড়গ নিষ্কোষ ও ধনুক আকর্ষণ করিয়াছে, ১৪ যেন দুঃখী ও দরিদ্রকে নিপাত করিতে পারে, যেন সরলপথগামীদিগকে বধ করিতে পারে, ১৫ তাহীদের খড়গ তাহীদেরই হৃদয়ে পশিবে,

  • ( বা ) দেশে ৰাস করিবে, নিভয়ে ভোজন করিৰে ।

472