পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৪৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

లి a ; అ– లిr ; రి | ] তাহাঁদের ধনুক ভাঙ্গিয়া যাইবে । ১৬ ধাৰ্ম্মিকের অল্প সম্পত্তি ভাল, বহুদুষ্টের ধনরাশি অপেক্ষ। ভাল । ১৭ কারণ দুষ্টদের বাহু ভগ্ন হইবে : কিন্তু সদাপ্রভু ধাৰ্ম্মিকদিগকে ধরিয়া রাখেন। ১৮ সদাপ্রভু সিদ্ধদের দিন সকল জানেন ; তাহাদের অধিকার চিরকাল থাকিবে । ১৯ তাহার বিপৎকালে লজ্জিত হইবে না, দুর্ভিক্ষের সময়ে তৃপ্ত হইবে । ২০ কিন্তু দুষ্টগণ বিনষ্ট হইবে, সদাপ্রভুর শক্রগণ মাঠের তৃণশোভার সমান হইবে : তাহার। অন্তৰ্হিত, ধূমের দ্যায় অন্তৰ্হিত হইবে। ২১ দুষ্ট ঋণ করিয়া পরিশোধ করে না, কিন্তু ধাৰ্ম্মিক দয়াবান ও দানশীল । ২২ কেনন। তাহার আশীৰ্ববcদর পাত্রের দেশের অধিকারী হইবে, কিন্তু তাহার শীপের পাত্রেরা উচ্ছিন্ন হইবে । ২৩ সদাপ্রভু কর্তৃক মনুষ্যের পদক্ষেপ সকল স্থিরীকৃত হয়, তাহার পথে তিনি প্রীত । ২৪ পতিত হইলেও সে ভূতলশায়ী হইবে না : কেননা সদাপ্রভু তাহার হস্ত ধরিয়া রাখেন। ২৫ আমি যুবক ছিলাম, এখন বৃদ্ধ হইয়াছি, কিন্তু ধাৰ্ম্মিককে পরিত্যক্ত দেখি নাই, তাহার বংশকে খাদ্য ভিক্ষা করিতে দেখি নাই । ২৬ সে সমস্ত দিন দয়া করে, ও ধার দেয়, তাহার বংশ আশীৰ্ব্ববাদ পায় । ২৭ তুমি মন্দ হইতে দূরে যাও, সদাচরণ কর, চিরকাল বাস করিবে । ২৮ কেননা সদাপ্রভু ন্যায়বিচার ভাল বসেন ; তিনি আপন সাধুগণকে পরিত্যাগ করেন না ; তাহার। চিরকাল রক্ষিত হয় ; কিন্তু দুষ্টদের বংশ উচ্ছিন্ন হইবে । ২৯ ধাৰ্ম্মিকের দেশের অধিকারী হইবে, তাহার। নিয়ত তথায় বাস করিবে । ৩০ ধাৰ্ম্মিকের মুখ জ্ঞানের কথা বলে, তাহার জিহব। হ্যায়বিচারের কথা কহে । তাহার ঈশ্বরের ব্যবস্থ। তাহার অন্তরে আছে : তাহার পাদবিক্ষেপ টলিবে না। ৩২ দুষ্ট লোক ধাৰ্ম্মিকের প্রতি লক্ষ্য রাখে, তাহাকে বধ করিতে চেষ্টা করে। ৩৩ সদাপ্রভু তাহাকে উহার হস্তে ছাড়িয়া দিবেন না, তাহার বিচারকালে তাহাকে দোষী করিবেন না ? ৩৪ সদাপ্রভুর অপেক্ষায় থাক, তাহার পথে চল ; তাহাতে তিনি তোমাকে দেশের অধিকার ভোগের জন্য উন্নত করিবেন : দুষ্টগণের উচ্ছেদ হইলে তুমি তাহ দেখিতে পাইবে। ৩৫ আমি দুষ্টকে মহাক্ষমতাশালী দেখিয়াছি, উৎপত্তি স্থানের সতেজ বৃক্ষের ন্যায় প্রসারিত দেখিয়ছি। 9 > গীতসংহিতা । 8 ● ○ ৩৬ কিন্তু আমি সেই পথে গেলাম, দেখ, সে নাই, আমি অন্বেষণ করিলাম,কিন্তু তাহাকে পাওয়া গেল ন৷ ৩৭ সিদ্ধকে অবধারণ কর, সরলকে নিরীক্ষণ কর : শান্তিপ্রিয় ব্যক্তির শেষ ফল আছে। ৩৮ অধৰ্ম্মচারিগণ সকলেই বিনষ্ট হইবে ; দুষ্টদের শেষ ফল উচ্ছিন্ন হইবে। ৩৯ কিন্তু ধাৰ্ম্মিকদের পরিত্রাণ সদাপ্রভু হইতে, তিনি সঙ্কটকালে তাহদের দৃঢ় দুর্গ। ৪৩ সদাপ্রভু তাহীদের সাহায্য করেন, তাহাদিগকে রক্ষা করেন, তিনি দুষ্টদের হইতে তাহাদিগকে রক্ষা করেন ও তাহাদের পরিত্রাণ করেন, কারণ তাহার। তাহার শরণ লইয়াছে । ○ゲ দায়দের সঙ্গীত। স্মরণার্থক । ১ সদাপ্রভু, তোমার ক্রোধে আমাকে ভৎসনা করিও না, তোমার রোষাfগ্নতে আমাকে শাস্তি দিও না । ২ কেননা তোমার তাঁর সকল আমাতে বিদ্ধ, আমার উপরে তোমার হস্ত নামিয়াছে । ৩ তোমার কোপ হেতু আমার মাংসে কিছু স্বাস্থ্য নাই, আমার পাপহেতু আমার অস্থিতে কিছু শান্তি নাই । ৪ কেননা আমার অপরাধসমূহ আমার মস্তকের উপরে উঠিয়াছে, ভারী বোঝার স্থায় সে সকল আমার শক্তি অপেক্ষ। ভারী । ৫ আমার ক্ষত সকল দুর্গন্ধ ও গলিত হইয়াছে, তামার তাজ্ঞানত। প্রযুক্তই হঠয়াছে । ৬ আমি কুজ হইয়াছি, অত্যন্ত নুইয়া পড়িয়াছি, আমি সমস্ত দিন বিষণ্ণ হইয় বেড়াইতেছি। ৭ কেননা আমার কটিদেশে জ্বালা ধরিয়ছে, আমার মাংসে কিছু স্বাস্থ্য নাই । ৮ আমি অবসন্ন ও অতিশয় ক্ষুণ্ণ হইয়াছি, চিত্তের ব্যাকুলতায় আৰ্ত্তনাদ করিতেছি। ৯ হে প্রভু, আমার সমস্ত কামনা তোমার সম্মুখে, আমার কাতরোক্তি তোমা হইতে গুপ্ত নয় । ১• আমার হৃদয় ধুক ধুক্‌ করিতেছে, আমার বল আমাকে ত্যাগ করিয়াছে, আমার চক্ষুর তেজও আমাকে ছাড়িয়া গিয়াছে। ১১ আমার প্রণয়ীর ও আমার বন্ধুগণ আমার ব্যাধি হইতে দূরে দাড়ায়, আমার জ্ঞাতিবগ দূরে দাড়াইয়া থাকে। ১২ যাহারা আমার প্রাণের অন্বেষণ করে, তাহারা ফাঁদ পাতে ; যাহারা আমার অনিষ্ট চেষ্টা করে, তাহারা বিনাশের কথা কহে, তার সমস্ত দিন ছলের চিন্তা করে। ১৩ কিন্তু বধিরের স্থায় আমি শ্রবণ করি না, 473