পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৪৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 8 ; > 8 – 8 S ; 8 ) গীতসং ১৪ তুমি জাতিগণের মধ্যে আমাদিগকে প্রবাদের বিষয়, লোকবৃন্দের মধ্যে শিরশচালনের আস্পদ করিতেছ। ১e সমস্ত দিন আমার অপমান আমার সম্মুখে থাকে, আমার মুখের লজ্জা আমাকে আচ্ছাদন করিয়াছে, ১ও তিরস্কারী ও নিন্দকারীর রব প্রযুক্ত, শত্রু ও প্রতিহিংসাকারীর উপস্থিতি প্রযুক্ত। ১৭ আমাদের প্রতি এই সকল ঘটিয়াছে ; কিন্তু আমরা তোমাকে ভুলিয়া যাই নাই, তোমার নিয়ম বিষয়ে বিশ্বাসঘাতকতা করি নাই ; ১৮ আমাদের চিত্ত পরায়ুখ হয় নাই, আমাদের পাদবিক্ষেপ তোমার মার্গ হইতে ভ্ৰষ্ট হয় নাই। ১৯ তথাপি তুমি আমাদিগকে শৃগালদিগের স্থানে চুরমার করিয়াছ, মৃতু্যচ্ছায়ায় আমাদিগকে আচ্ছন্ন করিয়াছ। ২• আমরা যদি আপন ঈশ্বরের নাম ভুলিয়া গিয়া থাকি, যদি অন্ত দেবের প্রতি অঞ্জলি প্রসারণ করিয়৷ থাকি, ২১ তবে ঈশ্বর কি তাহার সন্ধান পাইবেন না ? তিনি ত অন্তঃকরণের গুপ্ত বিষয় সকল জানেন । ২২ ই, তোমার জন্ত আমরা সমস্ত দিন নিহত হইতেছি ; আমরা বধ্য মেষের দ্যায় গণিত হইতেছি । ২৩ জাগ্রৎ হও, হে প্রভু, কেন নিদ্রা যাও ? উঠ ; চিরকালের নিমিত্ত ত্যাগ করিও না । ২৪ তুমি কেন আপন মুখ আচ্ছাদন করিতেছ ? আমাদের দুঃখ ও দৌরাত্ম্যভোগ কেন ভুলিয়৷ যাইতেছ? ২৫ কেননা আমাদের প্রাণ ধূলিতে অবনত, আমাদের উদর ভূমিতে লগ্ন হইয়াছে। ২৬ আমাদের সাহায্যের নিমিত্তে উঠ, নিজ দয়ার অনুরোধে আমাদিগকে মুক্ত কর। প্রধান বাদ্যকরের জন্য । স্বর, শেণশীষ । কোরাহ-সম্ভানদের । মস্কীল । প্রেম-গীত । 8(。 ১ আমার হৃদয়ে শুভকথা উথলিয়া উঠিতেছে ; আমি রাজার বিষয়ে আপন রচনা বিবৃত করিব : আমার জিহব। দ্রত লেখকের লেখনীস্বরূপ । ২ তুমি মনুষ্য সস্তানগণ অপেক্ষ পরম স্বন্দর . তোমার ও৪াধরে অনুগ্রহ সেচিত হয় : এই নিমিত্তে ঈশ্বর চিরকালের জন্ত তোমাকে আশী ববাদ করিয়াছেন । ৩ হে বীর, তোমার খড়গ কটিদেশে বন্ধন কর, তোমার প্রভা ও প্রতাপ [ গ্রহণ কর] । ৪ আর স্বীয় প্রতাপে কৃতকাৰ্য্য হও, বাহনে চড়িয়া যাও, সত্যের ও ধাৰ্ম্মিকতাযুক্ত নম্রতার পক্ষে, তাহাতে তোমার দক্ষিণ হস্ত তোমাকে ভয়াবহ কাৰ্য্য শিথাইবে । ৫ তোমার বাণ সকল তীক্ষ, জাতির তোমার নীচে পতিত হয়, রাজার শক্রগণের হৃদয় বিদ্ধ হয়। 47 হিত । ৬ হে ঈশ্বর, তোমার সিংহাসন অনন্তকালস্থায়ী, তোমার রাজদও সারল্যের দাও । ৭ তুমি ধাৰ্ম্মিকতাকে প্রেম করিয়া আসিতেছ, দুষ্টতাকে ঘৃণা করিয়া আসিতেছ ; এই কারণ ঈশ্বর, তোমার ঈশ্বর, তোমাকে অভিষিক্ত করিয়াছেন তোমার সখীগণ অপেক্ষ অধিক পরিমাণে আনন্দতৈলে । ৮ গন্ধরস, অগুরু ও দারুচিনিতে তোমার সকল বস্ত্র স্ববাসিত হয়, হস্তিদন্তময় প্রাসাদসমূহ হইতে তারযুক্ত যন্ত্র সকল তোমাকে আনন্দিত করিয়াছে । ৯ তোমার মহিলার ত্বদিগের মধ্যে রাজকম্বারা আছেন, তোমার দক্ষিণ দিকে দাড়াইয়। আছেন রাণী, ওফৗরীয় স্ববর্ণে ভূষিত । 8 ১• বৎসে, শ্রবণ কর, দেগ, কর্ণপাত কর : তোমার জাতি ও তোমার পিতৃকুল ভুলিয়া যাও । ১১ তাহাতে রাজা তোমার সেন্দয্য বাসন করিবেন : কেনন। তিনিই তোমার প্রভু, তুমি তাহার কাছে প্ৰণিপাত কর । ১২ সোর-কন্ত। উপঢৌকন লইয়া আসিবেন, ধনী প্রজার তোমার কাছে বিনতি করিবেন। ১৩ রাজকন্ত। অন্তঃপুরে সববতোভাবে সুশোভিত ; তাহার পরিচ্ছদ স্বর্ণসূত্ৰ-খচিত । ১৪ তিনি সুচী শিল্পিত বস্ত্র পরিয়। রাজার নিকটে অনীভ} হইবেন, তাহার পশ্চাদ্বৰ্ত্তিনী সহচরী কুমারীদিগকে তোমার নিকটে লওয়া যাইবে । ১৫ তাহারা আনন্দে ও উল্লাসে আনীত হইবে, তাহার রাজপ্রাসাদে প্রবেশ করিবে । ১৬ তোমার পিতৃগণের পরিবর্তে তোমার পুত্রেরা থাকিবে - তুমি তাহাদিগকে সমস্ত পৃথিবীতে অধ্যক্ষ করিবে । ১৭ আমি তোমার নাম সমস্ত পুরুষপরম্পরায় স্মরণ করাইব, এইজষ্ঠ জাতির যুগে যুগে চিরকাল তোমার স্তব করবে । 8\ს প্রধান বাদ্যকরের জন্য । কোরাহ-সন্তানদের । ম্বর, অলামোও । গীত । ১ ঈশ্বর আমাদের পক্ষে আশ্রয় ও বল ; তিনি সঙ্কটকালে অতি স্বপ্রাপ্য সহায় । ২ অতএব আমরা ভয় করিব না— যদ্যপি পৃথিবী পরি বৰ্ত্তিত হয়, যদ্যপি পৰ্ব্বতগণ টলিয়া সমুদ্রের গৰ্ত্তে পড়ে। ৩ তাহার জল গজ্জন করুক, উচ্চও হউক, তাহার আস্ফালনে পৰ্ব্ব তগণ কম্পিত হউক । সেল। ৪ এক নদী আছে, তাহার প্রণালী সকল ঈশ্বরের নগরকে, পরাৎপরের আবাসের পবিত্র স্থানকে আনন্দিত করে } 7