8 ዓ b” ও ঈশ্বর তাহার মধ্যবৰ্ত্তী, তাহা বিচলিত হইবে না : প্রভাতেই ঈশ্বর তাহার সাহায্য করবেন। ৬ জাতিগণ গৰ্জ্জন করিল, রাজ্য সকল বিচলিত হইল: তিনি আপন রব ছাড়িলেন, পৃথিবী গলিয়৷ গেল। ৭ বাহিনীগণের সদাপ্রভু আমাদের সহবত্তী ; যাকোবের ঈশ্বর আমাদের উচ্চজুৰ্গ । মেলা । ৮ চল, সদাপ্রভুর কার্য্যকলাপ সনদর্শন কর, যিনি পৃথিবীতে ধ্বংস সাধন করিলেন । ৯ তিনি পৃথিবীর প্রান্ত পৰ্য্যন্ত যুদ্ধ নিবৃত্ত করেন : তিনি ধনু ভগ্ন করেন, বড়শ খণ্ড খণ্ড করেন, তিনি রথ সকল আগুনে পোড়াইয়া দেন । ১০ তোমরা ক্ষান্ত হও ; জানিও, আমিই ঈশ্বর : আমি জাতিগণের মধ্যে উন্নত হইব, আমি পৃথিবীতে উন্নত হইব । ১১ বাহিনীগণের সদাপ্রভু আমাদের সহবন্ত্ৰী ; যাকেবের ঈশ্বর আমাদের উচ্চপ্পুর্গ । 8ግ ১ হে সমুদয় জাতি, করতালি দেও : আনন্দরবে ঈশ্বরের উদেশে জয়ধ্বনি কর। ২ কেননা পরাৎপর সদাপ্রভু ভয়াবহ, তিনি সমস্ত পৃথিবীর উপরে মহান রাজা। শু তিনি লোকবৃন্দকে আমাদের অধীন করেন, জাতিগণকে আমাদের পদতলস্থ করেন। ৪ তিনি আমাদের জন্ত আমাদের অধিকার মনোনীত সেলা । প্রধান বাদ্যকরের জন্য । কোরাহ-সন্তানদের সঙ্গীত। করেন ; তাহা যাকোবের শ্লাঘার বিষয়, যtহকে তিনি প্রেম করিলেন । সেলা । ৫ ঈশ্বর জয়ধ্বনি পুরঃসর, সদাপ্রভু তুরীধ্বনি পুরঃসর, উৰ্দ্ধগমন করিলেন। ও ঈশ্বরের উদেশে স্তব কর, স্তব কর : - আমাদের রাজার উদেশে স্তব কর, স্তব কর । ৭ কেনন। ঈশ্বর সমস্ত পৃথিবীর রাজ : বুদ্ধি সহযোগে স্তব কর । ৮ ঈশ্বর জাতিগণের উপরে রাজত্ব করেন : ঈশ্বর আপন পবিত্র সিংহাসনে উপবিষ্ট । ৯ জাতিগণের প্রধানের একত্র হইয়াছেন, তীব্রাহীমের ঈশ্বরের প্রজী হইবার উদেশে : কারণ পৃথিবীর ঢাল সকল ঈশ্বরের : তিনি অতিশয় উন্নত। গীত। কোরাহ-সন্তানদের সঙ্গীত । 8b~ ১ সদাপ্রভু মহান ও অতীব কীৰ্ত্তনীয়, আমাদের ঈশ্বরের নগরে, তাহার পবিত্ৰ পৰ্ব্বতে । ২ রমণীয় উচ্চভূমি, সমস্ত পৃথিবীর আনন্যস্থল, গীতসংহিতা । [ 8 や 5 e = 8 ఎ ; ఆ উত্তর প্রান্তস্থিত সিয়োন পৰ্ব্বত, মহান রাজার পুরী। ৩ ঈশ্বর, তাহার অট্টালিকা-সমূহের মধ্যে, উচ্চপ্পুর্গ বলিয়। আপনার পরিচয় দিয়াছেন। ৪ কেননা দেখ, রাজগণ সভাস্থ হইয়াছিলেন ; তাহার একসঙ্গে চলিয়া গেলেন : | ৫ তাহারা দেখিলেন, অমনি স্তস্তিত হইলেন, বিহ্বল হইলেন, শীঘ্ৰ পলায়ন করিলেন। ৬ ঐ স্থানে তাঁহাদের কাপুনি ধরিল, প্রসবকারিণীর দ্যায় ব্যথা ধরিল। ৭ তুমি পূৰ্ব্বীয় বায়ু দ্বার তশাঁশের জাহাজ সকল ভগ্ন করিয়া থাক। ৮ আমরা যাহা শুনিয়ছিলাম, তাহ দেখিয়াছি বাহিনীগণের সদাপ্রভুর নগরে, আমাদের ঈশ্বরের নগরে: ঈশ্বর তাহা চিরকালের জন্ত সুস্থির করিবেন। সেল । ৯ আমরা তোমার দয়া ধ্যান করিয়াছি, হে ঈশ্বর, তোমার মন্দিরের অভ্যন্তরে । ১• যেমন তোমার নাম, হে ঈশ্বর, তেমনি তোমার প্রশংস। পৃথিবীর প্রান্ত পৰ্য্যন্ত : তোমার দক্ষিণ হস্ত ধৰ্ম্মশীলতায় পরিপূর্ণ। ১১ সিয়োন পৰ্ব্বত আনন্দ করুক, যিহুদার কষ্ঠার উল্লাসিত হউক, তোমার শাসননিচয়ের জন্ত । ১২ তোমরা সিয়োনকে প্রদক্ষিণ কর, তাহার চারিদিকে ভ্রমণ কর, তাহার দুর্গ সকল গণনা কর, ১৩ তাহার দৃঢ় প্রাচীরে মনোযোগ কর, তাহার অট্টালিঙ্কা সকল সনদর্শন কর, যেন ভাবী বংশের কাছে তাহার বর্ণনা করিতে পার । ১৪ কেননা এই ঈশ্বর অনন্তকালতরে আমাদের ঈশ্বর : তিনি চিরকাল আমাদের পথদর্শক হইবেন। প্রধান বাদ্যকরের জন্য । কোরাহ-সন্তানদের সঙ্গীত। 8> ১ হে সমুদয় জাতি, তোমরা ইহা শ্রবণ করা: জগন্নিবাসিগণ সকলে, কর্ণপাত কর। ২ সামান্ত লোকের কি মান্ত লোকের সন্তান : ধনী কি দরিদ্র, নিৰ্ব্বিশেষে শ্রবণ কর। ৩ আমার মুখ প্রজ্ঞার কথা কহিবে, আমার চিত্তের আলোচনী বুদ্ধির ফল হইবে। ৪ আমি দৃষ্টান্ত কথায় কর্ণপাত করিব, বীণাযন্ত্রে আপন গুঢ় বাক্যের ব্যাখ্যা করিব । ৫ সেই বিপৎকালে আমি কেন ভয় করিব, যখন তাঁহাদের অপরাধ আমাকে বেষ্টন করে, যাহারা আমাকে বঞ্চনা করে, ৬ যাহারা আপনাদের ধনে নির্ভর করে, আপনাদের সম্পত্তিবাহুল্যের শ্লাঘা করে, 478
পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৪৮৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।