পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৪৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

31ూ8 গীতসংহিতা । [ Jు 9 ; అ – Sులి ; 3 } তজ্জন্ত তুমি নিজ দক্ষিণ হস্ত দ্বারা পরিত্রণ কর, ২ কেবল তিনিই মম শৈল ও মম পরিত্রাণ ; আমাদিগকে উত্তর দেও। তিনি মম উচ্চতুর্গ, আমি অতিশয় বিচলিত হইব না । ৬ ঈশ্বর আপন পবিত্রতায় কথা কহিয়াছেন। আমি ] ৩ তোমরা কত কাল এক জন মনুষ্যকে আক্রমণ করিবে, উল্লাস করিব, সকলে তাহাকে হনন করিবে, আমি শিথিম বিভাগ করিব, ও স্বকোতের তলভূমি | হেলিয়া পড়া ভিত্তি ও ভাঙ্গ বেড়ার স্থায় ? মাপিব । ৪ উহার কেবল তাহার উচ্চপদ হইতে তাহীকে নিপাত ৭ গিলিয়দ আমার, মনঃশিও আমার ; করিবার মন্ত্রণা করিতেছে ; আর ইফুয়িম আমার শিরস্ত্রাণ ; উহার মিথ্যা কথায় আমোদ করে : যিহ্ৰদ আমার বিচারদও : উহার মুখে আশীৰ্ব্বাদ করে, কিন্তু অন্তরে শাপ ৮ মোয়াব আমার প্রক্ষালনপাত্ৰ ; দেয় । সেল । আমি ইদোমের উপরে নিজ পাদুকা নিক্ষেপ করিব : ৫ হে আমার প্রাণ, নীরবে ঈশ্বরেরই অপেক্ষ কর • হে পলেষ্টয়া, তুমি আমার জষ্ঠ উচ্চধ্বনি কর। কেননা তাহা হইতেই আমার প্রত্যাশা ৷ ৯ ৰুে আমাকে ঐ দৃঢ় নগরে লইয়। যাইবে ? ও কেবল তিনিই মম শৈল ও মম পরিত্রাণ ; কে ইদোম পৰ্য্যন্ত আমাকে পথ দেখাইবে ? * তিনি মম উচ্চতুর্গ, আমি বিচলিত হইব না। ১• হে ঈশ্বর, তুমি কি আমাদিগকে ত্যাগ কর নাই ? হে ঈশ্বর, তুমি আমাদের বাহিনীগণসহ গমন কর না। ১১ বিপক্ষের প্রতিকুলে আমাদের সাহায্য কর; কেননা মনুষ্যের কৃত পরিত্রাণ অলীক । ১২ ঈশ্বরের দ্বারা আমরা বীরের কৰ্ম্ম করিব : তিনিই আমাদের বিপক্ষদিগকে মর্দন করিবেন। প্রধান বাদ্যকরের জন্য। তারযুক্ত যন্ত্রে । ○る দায়ুদের । ১ হে ঈশ্বর, আমার কাকুক্তি শ্রবণ কর, আমার প্রার্থনায় অবধান কর । ২ চিত্ত অবসন্ন হইলে আমি পৃথিবীর প্রান্ত হইতে তোমাকে ডাকিব ; আমী অপেক্ষ উচ্চ শৈলে আমাকে লইয়া যাও । ৩ কেননা তুমি হইয়াছ আমার আশ্রয়, শক্ৰ হইতে রক্ষাকারী দৃঢ় দুর্গ। ৪ আমি চিরকাল তোমার তাম্বুতে বাস করিব, তোমার পক্ষযুগের অন্তরালে আশ্রয় লইব । সেল। ও কেনন,হে ঈশ্বর,তুমিই আমার মানত সকল শুনিয়াছ, যাহারা তোমার নাম ভয় করে, তাহদের অধিকার তাহাদিগকে দিয়াছ । ৬ তুমি রাজার আয়ু বৃদ্ধি করিবে, তাহার বৎসর পুরুষে পুরুষে থাকিবে। ৭ তিনি চিরকাল ঈশ্বরের সাক্ষাতে বসতি করিবেন : দয়া ও সত্যকে তাহার রক্ষার্থে নিযুক্ত কর। ৮ তাহাতে আমি চিরকাল তোমার নামের প্রশংসা গাইব, দিন দিন আগন মানত পূর্ণ করিব। প্রধান বাদ্যকরের জন্য । যিদুখমের প্রণালীতে। \bo দায়ুদের সঙ্গীত । ১ আমার প্রাণ নীরবে ঈশ্বরের অপেক্ষা করিতেছে, র্তাহ হইতেই আমার পরিত্রাণ ।

  • ( বা ) দেখাইয়াছেন ।

৭ আমার পরিত্রাণ ও আমার গৌরব ঈশ্বরনিষ্ঠ : আমার বলের শৈল ও আমার আশ্রয় ঈশ্বরে বিদ্যমান । ৮ হে লোক সকল, সতত তাহাতে নির্ভর কর, তাহারই সন্মুখে তোমাদের মনের কথা ভাঙ্গিয় বল ; ঈশ্বরই আমাদের আশ্রয় । সেলা । ৯ সামান্ত লোকেরা বাপমাত্র, মান্ত লোকেরা মিথ্য : তাহাদিগকে তৌল করিলে তাহার উপরে উঠে : তাহাদের সাকল্য বাষ্প অপেক্ষা লঘু। ১০ তোমরা উপদ্রবে নির্ভর করিও না, অপহরণের শ্লাঘা করিও না ; . ঐশ্বৰ্য্যের বাহুল্য হইলে তাহাতে মন দিও না । ১১ ঈশ্বর এক বার বলিয়াছেন, দুই বার আমি এই কথা শুনিয়ছি : পরীক্ৰম ঈশ্বরেরই ৷ ১২ আর, হে প্রভু, দয়া তোমার, কারণ তুমিই প্রত্যেককে তাহার কৰ্ম্মানুরূপ ফল দিয়া থাক । \, দায়ুদের সঙ্গীত। যিছুদণর প্রান্তরে Wo) তাহার অবস্থিতিকালীন । ১ হে ঈশ্বর, তুমি আমার ঈশ্বর ; আমি সযত্নে তোমার অন্বেষণ করিব : আমার প্রাণ তোমার জন্ত পিপাস্ক, আমার মাংস তোমার জন্ত লীলায়িত, শুষ্ক ও শ্রাত্তিকর দেশে, জলবিহীন দেশে । ২ এইরূপে আমি পবিত্র স্থানে তোমার মুখ চাহিয়৷ থাকিতাম, তোমার পরাক্রম ও তোমার গৌরব দেখিবার জন্ত ? ৩ কারণ তোমার দয়া জীবন হইতেও উত্তম : আমার ওষ্ঠাধর তোমার প্রশংসা করিবে । ৪ এইরূপে আমি যাবজ্জীবন তোমার ধন্যবাদ করিব, আমি তোমার নামে অঞ্জলি উঠাইব ।

  • ( বা ) প্রত্যুৰে ।

484