পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৪৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

१ ० : ७- १ ९ ; २ । ] ও যাহারা বলে, আহে, আহে, তাহার। আপনাদের লজ্জ প্রযুক্ত ফিরিয়া যাউক । ও স্বাহার তোমার অন্বেষণ করে, তাহারা সকলে তোমাতে আমোদ ও আনন্দ করুক ; যাহার তোমার পরিত্রাণ ভাল বাসে, তাহারা সতত বলুক, ঈশ্বর মহিমান্বিত হউন । ৫ কিন্তু আমি দুঃখী ও দরিদ্র ; হে ঈশ্বর, আমার পক্ষে ত্বর কর : তুমিই আমার সহায় ও আমার নিস্তারকর্তী ; হে সদাপ্রভু, বিলম্ব করিও নী।

  • S

১ সদাপ্রভু, আমি তোমার শরণ লইয়াছি ; আমাকে কখনও লজ্জিত হইতে দিও না । ২ তোমার ধৰ্ম্মশীলতায় আমাকে উদ্ধার কর, রক্ষা কর ; আমার দিকে কৰ্ণপাত কর, আমাকে ত্রাণ কর। ও তুমি আমার বসতির শৈল হও, যেখানে আমি নিত্য যাইতে পারি ; তুমি আমার পরিত্রাণ করিতে আজ্ঞা করিয়াছ ; কেননা তুমিই আমার শৈল ও আমার দুর্গ। ও হে আমার ঈশ্বর, আমাকে উদ্ধার কর, দুর্জনের হস্ত হইতে, অদ্যায়কারী ও উপত্রবীর করতল হইতে । ও কেননা, হে প্ৰভু সদাপ্রভু, তুমি আমার আশা ; তুমি বাল্যকাল হইতে আমার বিশ্বাস-ভূমি। জননীর জঠর হইতে তুমিই আমার হিতৈষী : আমি সতত তোমারই প্রশংসা করি। ৭ আমি অনেকের দৃষ্টিতে অদ্ভুত লক্ষণস্বরূপ : কিন্তু তুমি আমার দৃঢ় আশ্রয়। ৮ আমার মুখ তোমার প্রশংসায় পরিপূর্ণ থাকিবে, সমস্ত দিন তোমার সৌন্দর্ষ্য বর্ণনা করিবে । ৯ বৃদ্ধ বয়সে আমাকে পরিত্যাগ করিও না, আমার বল ক্ষয় পাইলে আমাকে ছাড়িও না । ১• কারণ আমার শক্রগণ আমার বিষয়ে কথা কহে, আমার প্রাণের উপরে যাহাঁদের চক্ষু, তাহার একত্র মন্ত্রণা করে। ১১ তাহারা বলে, ঈশ্বর উহাকে ত্যাগ করিয়াছেন, দৌড়িয়া উহাকে ধর, কেননা উদ্ধারকারী কেহই নাই। ১২ হে ঈশ্বর, আম হইতে দূরবত্ত হইও না ; আমার ঈশ্বর, আমার সাহায্য করিতে ত্বর কর । ১৩ তাহার লজ্জিত ও উচ্ছিন্ন হউক, যাহার। আমার প্রাণের বিপক্ষ ; তাহার তিরস্কারে ও অপমানে আচ্ছন্ন হউক, যাহার আমার অনিষ্ট চেষ্টা করে । ১৪ কিন্তু আমি নিরন্তর প্রত্যাশা করিব, গীতসংহিতা । 8 HPS এবং উত্তর উত্তর তোমার আরও প্রশংসা করিব । ১৫ আমার মুখ তোমার ধৰ্ম্মশীলতা বর্ণনা করিবে, তোমার পরিত্রাণ সমস্ত দিন বর্ণনা করিবে, কেনন। আমি তাহার সংখ্যা জানি না । ১৬ আমি প্ৰভু সদাপ্রভুর পরাক্রমের ক্রিয় সকল লইয়াক উপস্থিত হইব । জামি ཨཱ་ཨཱཿ কেবল তোমারই ধৰ্ম্মশীলতা উল্লেখ | ১৭ হে ঈশ্বর, তুমি বাল্যকালাবধি আমাকে শিক্ষা দিয়া আসিতেছ : আর এ পর্য্যন্ত আমি তোমার আশ্চর্ষ্য ক্রিয় সকল প্রচার করিতেছি। ১৮ হে ঈশ্বর, বৃদ্ধ বয়স ও পঙ্ককেশের কাল পর্য্যন্তও আমাকে পরিত্যাগ করিও না, যাবৎ আমি এই বর্তমান লোকদিগকে তোমার বাহুবল, ভাবী གཱ་: ཏ་ཐྰ་ག་ཏ་ཝ་ তোমার পরাক্রম, জ্ঞাত নী | ১৯ হে ঈশ্বর, তোমার ধৰ্ম্মশীলতাও উৰ্দ্ধ পৰ্য্যন্ত ব্যাপ্ত : তুমি মহৎ মহৎ কাৰ্য সাধন করিয়াছ ; হে ঈশ্বর, তোমার তুল্য কে ? ২• তুমি আমাদিগকে অনেক দারুণ সঙ্কট দেখাইয়াছ, তুমি ফিরিয়া আমাদিগকে সঞ্জীবিত করবে, পৃথিবীর অধঃস্থান হইতে পুনৰ্ব্বার উঠাইবে । ২১ তুমি আমার মহত্ত্ব বৃদ্ধি করা, এবং ফিরিয়া আমাকে সাস্তুনা দেওf । ২২ আবার আমি নেবল যন্ত্রে তোমার স্তব করিব, হে আমার ঈশ্বর, তোমার সত্যের স্তব করিব, হে ইস্রায়েলের পবিত্রতম, বীণাতে তোমার উদেশে সঙ্গীত করিব। ২৩ তোমার উদ্দেশে সঙ্গীত করিবার সময়ে আমার ওষ্ঠাধর আনন্দগান করিবে, আমার প্রাণও করিবে, যাহা তুমি মুক্ত করিয়াছ। ২৪ আমার জিহাও সমস্ত দিন তোমার ধৰ্ম্মশীলতার কথা কহিবে, কারণ তাহার লজ্জিত হইয়াছে, তাহারা হতাশ হই য়াছে, যাহার। আমার অনিষ্ট চেষ্টা করে। २ শলোমনের । ১ হে ঈশ্বর, তুমি রাজীকে আপনার শাসন, রাজপুত্রকে আপনার ধৰ্ম্মশীলতা প্রদান কর। ২ তিনি ধাৰ্ম্মিকতায় তোমার প্রজাগণের, হ্যায়ে তোমার দুঃখীদের বিচার করবেন ।

  • ( বা ) সদণপ্রভুর পরাক্রমে ।

+ ( বা ) করিবে......দিবে।

(ব1) করুন। এই গীতে ভবিষ্যৎকালের ক্রিয়াপদ

গুলি এইরূপে অনুবাদ করা যাইতে পারে । 489