8 o ২• তাহার সঙ্গে কথা কহিলেন, বলিলেন, মহাশয়, ২১ আমরা পূৰ্ব্বে ভক্ষ্য কিনিতে আসিয়াছিলাম ; পরে উত্তরণ স্থানে গিয়া আপন আপন ছাল খুলিলাম, আর দেখুন, প্রত্যেক জনের ছালার মুখে তাহার টাকা, যথাতেীল আমাদের টাকা আছে ; তাহ ২২ আমরা পুনরায় হস্তে করিয়া আনিয়াছি ; এবং ভক্ষ্য কিনিবার নিমিত্তে আরও টাকা আনিয়াছি ; আমাদের সেই টাকা আমাদের ছালায় কে রাখিয়াছিল, ২৩ তাহ আমরা জানি না । সেই ব্যক্তি কহিল, তোমাদের মঙ্গল হউক, ভয় করিও না ; তোমাদের ঈশ্বর, তোমাদের পৈতৃক ঈশ্বর তোমাদের ছালায় তোমাদিগকে গুপ্ত ধন দিয়াছেন ; আমি তোমাদের টাকা পাইয়াছি। পরে সে শিমিয়োনকে র্ত্যহাদের ২৪ নিকটে আনিল । আর সে তাহাদিগকে যোষেফের বাটীর ভিতরে লইয়া গিয়া জল দিল, তাহাতে তাহার পা ধুইলেন, এবং সে তাহদের গর্দভদিগকে আহার ২৫ দিল । আর মধ্যাহ্নে যোষেফ আসিবেন বলিয়া তাহার। উপঢৌকন সাজাইলেন, কেননা তাহারা শুনিয়াছিলেন যে, সেখানে তাহাদিগকে আহার করিতে হইবে । পরে যোষেফ গৃহে আসিলে তাহারী হস্তস্থিত উপঢৌকন গৃহমধ্যে র্তাহার কাছে আনিলেন, ও ২৭ তাহার সাক্ষাতে ভূমিতে প্ৰণিপাত করিলেন। তখন তিনি কুশল জিজ্ঞাসা করিয়া তাহাদিগকে কহিলেন, তোমাদের যে বৃদ্ধ পিতার কথা বলিয়াছিলে, তাহার কুশল ত ? তিনি কি এখনও জীবিত আছেন ? ২৮ তাহার কছিলেন, আপনকার দাস আমাদের পিতা কুশলে আছেন, তিনি এখনও জীবিত আছেন। পরে তাহারা মস্তক নমনপূর্বক প্ৰণিপাত করিলেন। ২৯ তখন যোষেফ চক্ষু তুলিয়া আপন ভাই বিস্তামীনকে, আপন সহোদরকে দেখিয়া কহিলেন, তোমাদের যে ছোট ভাইয়ের কথা আমাকে বলিয়াছিলে, সে কি এই ? আর তিনি কহিলেন, বৎস, ঈশ্বর তোমার ৩• প্রতি অনুগ্রহ করুন। তখন যোষেফ ত্বর করিলেন, কেননা তাহার ভাইয়ের জন্ত তাহার প্রাণ কাদিতেছিল, তাই তিনি রোদন করিবার স্থান অন্বেষণ করিলেন, আর আপন কুঠরীতে প্রবেশ করিয়া ৩১ সেখানে রোদন করিলেন। পরে তিনি মুখ ধুইয়৷ বাহিরে আসিলেন, ও আত্মসম্বরণপুৰ্ব্বক খাদ্য ৩২ পরিবেষণ করিতে আজ্ঞা করিলেন। তখন তাহার জন্ত পৃথক্ ও তাহার ভ্রাতৃগণের জন্ত পৃথকৃ, এবং তাহার সঙ্গে ভোজনকারী মিত্রীয়দের জন্য পৃথকৃ পরিবেষণ করা হইল, কেননা ইব্রীয়দের সহিত মিশ্ৰীয়ের আহার ব্যবহার করে না ; কারণ তাহা ৩৩ মিশ্রীয়দের ঘৃণিত কৰ্ম্ম । আর তাহার যোষেফের সম্মুখে জ্যেষ্ঠ জ্যেষ্ঠের স্থানে ও কনিষ্ঠ কনিষ্ঠের স্থানে বসিলেন ; তখন তাহার। পরস্পর আশ্চৰ্য্য ৩৪ জ্ঞান করিলেন। আর তিনি আপনার সন্মুখ হইতে ভক্ষ্যের অংশ তুলিয়৷ ডাহাদিগকে পরিবেষণ করাই ২৬ আদিপুস্তক । [ 8 ৩ ; ২০ – ৪ ৪ ; ১৬ । লেন ; কিন্তু সকলের অংশ হইতে বিদ্যমীনের অংশ পাচ গুণ অধিক ছিল। পরে তাহারা পান করিলেন, ও তাঁহার সহিত হৃষ্টচিত্ত হইলেন । ৪৪ _আর যেবে আপন গৃহাধ্যক্ষকে আজ্ঞা করি লেন, এই লোকদের ছালায় যত শস্ত ধরে, ভরিয়া দেও, এবং প্রতিজনের টাকা তাহার ছালার ২ মুখে রাখ। আর কনিম্ভের ছালার মুখে তাহার শস্তক্রয়ের টাকার সহিত আমার বাটি অর্থাৎ রৌপ্যের বাটি রাখ। তখন সে যোষেফের উক্ত কথানুসারে ৩ কাৰ্য্য করিল। আর প্রভাত হইবামাত্র তাহারা গর্দভ৪ দিগের সহিত বিদায় পাইলেন। তাহারা নগর হইতে বাহির হইয়া বিস্তর দূরে যাইতে না যাইতে যোষেফ আপন গৃহাধ্যক্ষকে কহিলেন, উঠ, ঐ লোকদের পশ্চাৎ দৌড়িয়া গিয় তাহদের সঙ্গ ধরিয়া বল, তোমরা উপকারের পরিবর্তে কেন অপকার করিলে ? ও আমার প্রভু যাহাতে পান করেন ও যদ্বারা গণনা করেন, এ কি সেই বাট নয় ? এই কৰ্ম্ম করায় তোমরা দোষ করিয়াছ । ৬ পরে সে তাহাদিগের লাগাইল পাইয়। সেই কথা ৭ কহিল। তাহার। বলিলেন, মহাশয়, কেন এমন কথ। বলেন ? আপনার দাসেরা যে এমন কৰ্ম্ম করিবে, ৮ তাহ দূরে থাকুক। দেখুন, আমরা আপন আপন ছালার মুখে যে টাকা পাইয়াছিলাম, তাহ৷ কনান দেশ হইতে পুনর্ববার আপনার কাছে আনিয়াছি ; তবে আমরা কি কোন মতে আপনার প্রভুর গৃহ হইতে রৌপ্য ৯ বা স্বর্ণ চুরি করিব ? আপনার দাসদের মধ্যে যাহার নিকটে তাহ পাওয়া যায়, সে মরুক, এবং আমরাও ১• প্রভুর দাস হইব। সে কহিল, ভাল, এক্ষণে তোমাদের কথানুসারেই হউক ; যাহার কাছে তাহ পাওয়৷ যাইবে, সে আমার দাস হইবে, কিন্তু আর সকলে ১১ নির্দোষ হইবে । তখন তাহার। শীঘ্ৰ করিয়া আপনাদের ছালাগুলি ভুমিতে নামাইয় প্রত্যেকে আপন ১২ আপন ছাল খুলিলেন। আর সে জ্যেষ্ঠ অবধি আরম্ভ করিয়া কনিষ্ঠ পৰ্য্যন্ত খুজিল ; আর বিদ্যা১৩ মীনের ছালায় সেই বাটি পাওয়া গেল। তখন তাহার আপন আপন বস্ত্র চিরিলেন, ও আপন আপন গর্দভে ছালা চাপাইয়৷ নগরে ফিরিয়া গেলেন । ১৪ পরে যিহুদী ও তাহার ভ্রাতৃগণ যোষেফের বাটীতে আসিলেন ; তিনি তখনও তথায় ছিলেন ; আর ১৫ তাহারা তাহার অগ্ৰে ভুতলে পড়িলেন। তখন যোষেফ তাহাদিগকে কহিলেন, তোমরা এ কেমন কাৰ্য্য করিলে ? আমার মত পুরুষ অবগু গণনা ১৬ করিতে পারে, ইহা কি তোমরা জান না ? যিহুদ। কহিলেন, আমরা প্রভুর নিকটে কি উত্তর দিব ? কি কথা কহিব ? কিসেই বা আপনাদিগকে নির্দোষ দেখাইব ? ঈশ্বর আপনকার দাসদের অপরাধ প্রকাশ করিয়াছেন, দেখুন, আমরা ও যাহার কাছে বাটি পাওয়া গিয়াছে, সকলেই প্রভুর দাস হইলাম। 40
পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৫০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।