পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৫০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8. У о 巔 ৩ পৰ্ব্বতগণ ও উপপৰ্ব্বতগণ ধাৰ্ম্মিকতা দ্বারা প্রজাদের জন্য শান্তিরূপ ফলে ফলবান হইবে। ৪ তিনি দুঃখী প্ৰজাগণের বিচার করবেন, তিনি দরিদ্রের সন্তানদিগকে ত্ৰাণ করিবেন, কিন্তু উপদ্রবীকে চূর্ণ করবেন। ৫ যাবৎ সূৰ্য্য থাকিবে, লোকে তোমাকে ভয় করিবে, যাবৎ চন্দ্র থাকিবে, পুরুষানুক্রমেই করিবে । ৬ ছিন্নতৃণ মাঠে বৃষ্টির স্থায় তিনি নামিয়। আসিবেন, ভুমি সঞ্চনকারী জলধারার স্থায় আসবেন। ৭ তাহার সময়ে ধাৰ্ম্মিক লোক প্রফুল্ল হইবে, চন্দ্রের স্থিতিকাল পর্য্যন্ত প্রচুর শান্তি হইবে। ৮ তিনি এক সমুদ্র অবধি অপর সমুদ্র পয্যন্ত, ঐ নদী অবধি পৃথিবীর প্রান্ত পর্যন্ত কর্তৃত্ব করবেন। ৯ তাহার সম্মুখে মরুনিবাসীরা নত হইবে, তাহার শক্রগণ ধূলা চাটিবে। ১• তশাঁশ ও দ্বীপগণের রাজগণ নৈবেদ্য আনিবেন : শিব ও সবার রাজগণ উপহার দিবেন। ১১ ই, সমুদয় রাজা তাহার কাছে প্ৰণিপাত করবেন ; সমুদয় জাতি তাহার দাস হইবে। ১২ কেননা তিনি আৰ্ত্তনাদকারী দরিদ্রকে, এবং দুঃখী ও নিঃসহায়কে উদ্ধার করবেন। ১৩ তিনি দীনহীন ও দরিদ্রের প্রতি দয়া করিবেন, গীতসংহিতা । [ ? *、5 ○ー"○s >や! তিনি দরিদ্রগণের প্রাণ নিস্তার কারবেন। ১৪ তিনি চাতুরী ও দৌরাত্ম্য হইতে তাহদের প্রাণ মুক্ত করিবেন, তাহার দৃষ্টিতে তাহদের রক্ত বহুমূল্য হইবে ; ১৫ আর তাহার। জীবিত থাকিবে : ও তাহীকে শিবার সুবর্ণ দান করা যাইবে, লোকে তাহার নিমিত্তে নিরন্তর প্রার্থনা করিবে, সমস্ত দিন তাহার ধম্ভবাদ করবে । ১ও দেশমধ্যে পৰ্ব্বত-শিখরে প্রচুর শস্ত হইবে, তাহার ফল লিবানেনের ছায় দোলায়মান হইবে : এবং নগরবাসীরা ভূমির তৃণের স্থায় প্রফুল্ল হইবে। ১৭ তাহার নাম অনন্তকাল থাকিবে : সুয্যের স্থিতি পৰ্য্যন্ত তাহার নাম সতেজ থাকিবে : মনুষ্যেরা তাহাতে আশীৰ্ব্ববাদ পাইবে ; সমুদয় জাতি তাহাকে ধন্ত ধন্ত বলবে । ১৮ ধন্য সদাপ্রভু ঈশ্বর, ইস্রায়েলের ঈশ্বর : কেবল তিনিই আশ্চৰ্য্য ক্রিয় করেন । ১৯ তাহার গৌরবান্বিত নাম অনন্তকাল ধন্ত : তাহার গৌরবে সমস্ত পৃথিবী পরিপূর্ণ হউক । আমেন, আমেন । ২• যিশয়ের পুত্র দাযুদের প্রার্থন সকল সমাপ্ত । তৃতীয় খণ্ড අළු আসিফের সঙ্গীত । ১ ঈশ্বর নিতান্তই মঙ্গলস্বরূপ, ইস্রায়েলের পক্ষে, যাহারা শুদ্ধচিত্ত তাহদের পক্ষে । ২ কিন্তু আমার চরণ প্রায় টলিয়াছিল : আমার পাদবিক্ষেপ প্রায় স্থলিত হইয়াছিল। ৩ কারণ যখন দুষ্টদের কল্যাণ দেখিয়াছিলাম, তখন গৰ্বিবতদের প্রতি ঈর্ষা করিয়া ছলাম। ৪ কেননা তাহার মৃত্যুকালে যঞ্জিত হয় না, বরং তাহীদের কলেবর হৃষ্টপুষ্ট । ৫ মৰ্ত্তোর দ্যায় কষ্ট তাহাদের হয় না ; মনুষ্যের মত তাহার আহত হয় না । ৬ এইজন্য অহঙ্কার তাহদের কণ্ঠের হারবৎ, দৌরাত্ম্য বস্ত্রবৎ তাহাদিগকে আচছাদন করে। ৭ তাহাদের চক্ষু মেদে ঠেলিয় উঠে, তাহাদের মনের সঙ্কল্প অপরিমিত । ৮ তাহারা বিদ্রুপ করে, ও দুষ্টতায় উপদ্রবের কথা কহে, তাহার দপকথা কহে । ৯ তাহার। আকাশে মুখ রাখিয়ছে, এবং তাঁহাদের জিহ্বা পৃথিবীতে বিহার করে। ১• এইজন্ত তাহদের জনত৷ সেই দিকে ফিরে, † প্রচুর জল তাহদের দ্বারা গিলিত হয় । ১১ আর তাহারা বলে, ঈশ্বর কি রূপে জানিবেন ? পরাৎপরের কি জ্ঞান আছে ? ১২ দেখ, ইহারাই দুর্জন, ইহারা চিরকাল নির্বিঘ্নে থাকিয়া ধন বৃদ্ধি করিয়াছে। ১৩ নিশ্চয় আমি বৃথাই চিত্ত পরিষ্কার করিয়াছি, নির্দোষতায় হস্ত প্রক্ষালন করিয়াছি। ১৪ কেনন। আমি সমস্ত দিন আহত হইয়াছি, প্রতিপ্রভাতে শাস্তি পাইয়াছি। ১৫ যদি আমি বলিতাম, এইরূপ বর্ণনা করিব, তবে দেখ, তোমার সন্তানদের বংশের প্রতি বিশ্বাস ঘাতক হইতাম । ১৬ আমি তাহা বুঝবার জন্ত চিন্তা করিলাম,

  • ( বা ) আর তিনি জীবিত থাকিবেন । + ( বা ) তিনি আপন লোকদিগকে ফিরাইয়া আনিবেন।

490