৭৩ ; ১৭ – ৭ ৪ ; ২৩ ৷ ] কিন্তু তাহ আমার দৃষ্টিতে কষ্টকর হইল, ১৭ যাবৎ আমি ঈশ্বরের ধৰ্ম্মধামে প্রবেশ না করিলাম, ও তাঁহাদের শেষ ফল বিবেচনা না করিলাম। ১৮ তুমি তাহাদিগকে পিচ্ছিল স্থানেই রাখতেছ, তাহাদিগকে বিনাশে ফেলিয়া দিতেছ। ১৯ তাহার নিমিষকাল মধ্যে কেমন উচ্ছিন্ন হয়, নান। ত্রাসে কেমন নিঃশেষে সংহার পায় । ২• নিদ্রা ভঙ্গ হইলে পর যেমন স্বপ্ন তুচ্ছ হয়, তেমনি, হে প্ৰভু, তুমি জাগিলে তাহদের মায়াপুত্তলিকে তুচ্ছ করবে। ২১ কারণ আমার চিত্ত তাপিত হইল, আমার মৰ্ম্ম বিদ্ধ হইল : ২২ আমি মূর্থ ও অজ্ঞান, তোমার কাছে পশুবৎ ছিলাম । ২৩ কিন্তু আমি নিরন্তর তোমার সঙ্গে সঙ্গে আছি । তুমি আমার দক্ষিণ হস্ত ধরিয়া রাথিয়াছ। ২৪ তুমি নিজ মন্ত্রণায় আমাকে গমন করাইবে, শেষে সপ্রতাপে * আমাকে গ্রহণ করিবে । ২৫ স্বৰ্গে আমার কে আছে ? পৃথিবীতেও তোমা ভিন্ন আর কিছুতে আমার প্রীতি নাই । ২৬ আমার মাংস ও আমার চিত্ত ক্ষয় পাইতেছে, তথাপি ঈশ্বর চিরকাল আমার চিত্তের শৈল ও আমার 帝国代*[1 ২৭ কেননা দেখ, যাহার তোমা হইতে দূরে থাকে, তাহার বিনষ্ট হইবে ; যে সকল লোক তোমা হইতে অপসরণ দ্বারা ব্যভিচার করে, সেই সকলকে তুমি উচ্ছিন্ন করিয়াছ। ২৮ কিন্তু ঈশ্বরের নিকটে থাকা আমারই পক্ষে মঙ্গল ; আমি প্রভু সদাপ্রভুর শরণ লইলাম, যেন তোমার সমস্ত ক্রিয়। বর্ণনা করিতে পারি। 8 ১ হে ঈশ্বর, তুমি কেন চিরতরে ত্যাগ করিয়াছ ? অীপন চরাণির মেষগণের বিরুদ্ধে কেন তোমার ক্রোধাগ্নি প্রধূমিত হইতেছে ? ২ তোমার মণ্ডলীকে স্মরণ কর, যাহা তুমি পুৰ্ব্বকালে ক্রয় করিয়াছ, যাহা তোমার অধিকারের বংশ হইবার জন্ত তুমি মুক্ত করিয়াছ : তোমার বাসস্থান সিয়োন পৰ্ব্বতকে স্মরণ কর । ৩ এই চিরকালীন কাথড়ায় পদার্পণ কর ; শক্ৰ ধৰ্ম্মধামে সকলই ছারখার করিয়াছে। ৪ তোমার বিপক্ষগণ তোমার সমাগম স্থানের মধ্যে গর্জন করিয়াছে ; চিহ্নের জন্ত তাহার। আপনাদের চিহ্ন স্থাপন করিয়াছে। - ( বা ) প্রতাপের ভোগার্থে । আসিফের মস্কীল । গীতসংহিতা । 8 o 'o ৫ তাহার এমন লোকদের দ্যায় দেখাইল, বাহার নিবিড় বনে কুঠার উঠার ৬ এখন তাহার একেবারে তথাকার সমস্ত শিল্পকৰ্ম্ম কুঠার ও হাতুড়ি দ্বারা ভাঙ্গিয় ফেলে। ৭ তাহার তোমার ধৰ্ম্মধাম অগ্নিসাৎ করিল, তোমার ল: সাবাস ভূমিসাৎ করিয়া অশুচি করিল। ৮ তাহার। "মনে কহিল, “আমরা তাহাদিগকে একে বারে সংহার করি, তাহার দেশের মধ্যে ঈশ্বরের সমস্ত সমাগম-স্থান পোড়া হয়। দিয়াছে। ৯ আমরা আমাদের চিহ্নসমূহ দেখিতে পাই না, কোন ভাববাদী আর নাই ; আমাদের কেহ জানে না, কত দিন । ১• হে ঈশ্বর, বিপক্ষ কত দিন তিরস্কার করিবে ? শত্রু কি চিরকাল তোমার নাম তুচ্ছ করবে ? ১১ তুমি আপন হস্ত, আপন দক্ষিণ হস্ত, কেন সঙ্কুচিত করিতেছ ? উহা বক্ষঃস্থল হইত্তে বাহির কর, শক্র নিঃশেষ কর । ১২ তথাপি ঈশ্বরই পুৰ্ব্বাবধি আমার রাজা, পৃথিবীর মধ্যে পরিত্রাণের সাধনকৰ্ত্ত। ১৩ তুমিই আপন পরাক্রমে সমুদ্রকে দ্বিধা করিয়াছিলে, তুমিই জলে নাগদের মস্তক ভগ্ন করিয়াছিলে । ১৪ তুমিই লিবিয়াথনের সস্তক চুর্ণ করিয়াছিলে, মরুভুমি-নিবাসী সকলকে খাদ্যস্বরূপে তাহার দেহ দিয়াছিলে । ১৪ তুমিই উৎস ও বস্তার জন্য পথ করিয়াছিলে, তুমিই নিত্য প্রবাহিনী নদী শুষ্ক করিয়ছিলে। ১৬ দিবস তোমার, রাত্ৰিও তোমার ; তুমিই জ্যোতিষ্ক ও স্বয রচনা করিয়াছ। ১৭ তুমিই পৃথিবীর সমস্ত সীমা স্থাপন করিয়ছ ; তুমিই গ্রীষ্মকাল ও শীতকাল করিয়াছ। ১৮ স্মরণ কর, শক্ৰ সদ্ধাপ্রভুকে তিরস্কার করিয়াছে, মুঢ়জাতি তোমার নাম তুচ্ছ করিয়াছে। ১৯ তোমার যুযুর প্রাণ বহু পশুকে দিও না ; তোমার দুঃখিগণের জীবন চিরতরে ভুলিও না। ২• সেই নিয়মের প্রতি দৃষ্টি রাখ ; কেননা পৃথিবীর অন্ধকারময় স্থান সকল অত্যাচারের বসতিতে পরিপূর্ণ। ২১ উৎপীড়িত ব্যক্তি যেন লজ্জিত হইয়া ফিরিয়া ন! যায় ; দুঃখী ও দরিদ্র তোমার নামের প্রশংসা করুক। ২২ উঠ, হে ঈশ্বর, আপনার বিবাদ নিম্পন্ন কর; স্মরণ কর, মুঢ় সমস্ত দিন তোমাকে কেমন তিরস্কার করে । ২৩ তোমার বিপক্ষগণের রব ভুলিও না ; তোমার প্রতিরোধীদের কলহ নিয়ত উঠতেছে । 491
পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৫০১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।