পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৫০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3 S & প্রধান বাদ্যকরের জন্য । জ্বর, নাশ করিও না । ૧(ઃ আসফের সঙ্গীত। গীত । ১ হে ঈশ্বর, আমরা তোমার ধন্যবাদ করিতেছি, ধন্যবাদ করিতেছি, কেননা তোমার নাম নিকটবৰ্ত্তী ; লোকে তোমার আশ্চৰ্য্য কৰ্ম্ম সকল মান করে। ২ - আমি যখন নিরূপিত সময় উপস্থিভু করিব, তখন আমিই দ্যায্য বিচার করিব । ৩ পৃথিবী ও তন্নিবাসিগণ বিলীন হইতেছে ; আমি তাহার স্তম্ভ সকল স্থাপন করিয়াছি । সেলা । ৪ তামি গৰ্ব্বিতদিগকে কহিলাম, গৰ্ব্ব করিও না ; দুষ্টদিগকে কহিলাম, শৃঙ্গ তুলিও না। ও তোমাদের শৃঙ্গ উচ্চে তুলিও না ; শক্তগ্রীব হুইয়া কথা কহিও না । ” ও কেননা উদয় স্থান হইতে, কি পশ্চিম হইতে, অথবা দক্ষিণ হইতে উন্নতিলাভ হয়, এমন নয়। ৭ কিন্তু ঈশ্বরই বিচারকর্তা ; তিনি কাহাকে নত, কাহাকে বা উন্নত করেন। ৮ কেননা সদাপ্রভুর হস্তে এক পানপত্র আছে, তাহার দ্রাক্ষারস মাতিয়া উঠিয়াছে, তাহা মিশ্রিত মদ্যে পরিপূর্ণ, আর তিনি তাহা হইতে ঢালেন, পৃথিবীর দুষ্টগণ সকলে তাহার তলানি পৰ্য্যন্ত চাটিয়া খাইবে । ৯ কিন্তু আমি চিরকাল প্রচার করিব, যাকোবের ঈশ্বরের উদেশে সঙ্গীত করিব। ১০ আর আমি দুষ্টগণের সমস্ত শৃঙ্গ কাটিয়া ফেলিব, কিন্তু ধাৰ্ম্মিকগণের শৃঙ্গ উচ্চাকৃত হইবে। প্রধান বাদ্যকরের জন্য । তারযুক্ত যন্ত্রে ঃ ૧૭ ठाiनद्वरकब्र मछौज । शौछ । ১ ঈশ্বর বিহদার মধ্যে পরিচিত, ইস্রায়েলের মধ্যে র্তাহার নাম মহৎ । ২ আর শালেমে তাহার আবাস, সিয়োনে তাহার বাসস্থান রহিয়াছে । ৩ সেখানে তিনি ধনুকের বিজলি সকল, ঢাল, খড়গ ও সংগ্ৰাম ভঙ্গ করিয়াছেন। ৪ মৃগয়ার পর্বতমালা হইতে তুমি তেজোময় ও মহিমান্বিত । ৪ সাহসিক-চিত্তের লুণ্ঠিত ও নিদ্রীয় মগ্ন হুইয়াছে, কোন বীর আপন হস্ত পায় নাই । ৬ হে যাকোবের ঈশ্বর, তোমার তর্জনে রথ ও অশ্ব মহানিদ্রাগত হইয়াছে। o তুমি, তুমিই ভয়াবহ ; তুমি একবার ক্রুদ্ধ হইলে কে তোমার সাক্ষাতে দাড়াইবে ? ৮ তুমি স্বৰ্গ হইতে বিচারীজ্ঞ শ্রবণ করাইলে, পৃথিবী ভীত হইল, নিস্তব্ধ হইল, সেলা । গীতসংহিতা । [ 6 N , O – H ( ; A8 ! ৯ যখন ঈশ্বর উঠিলেন বিচার করিবার জন্ত, পৃথিবীস্থ মৃদু সকলের পরিত্রাণ করিবার জন্ত। সেল। ১০ অবস্থা, মনুষ্যের ক্রোধ তোমার স্তব করিবে ; তুমি ক্রোধের অবশেষ দ্বারা কটিবন্ধন করিবে। ১১ তোমাদের ঈশ্বর সদাগ্রভুর কাছে মানত কর, ও তাহা পূর্ণ কর ; র্তাহার চতুর্দিকৃস্থ সকলে সেই ভয়াবহের নিকটে উপঢৌকন আনয়ন করুক। ১২ তিনি প্রধানবর্গের সাহস খৰ্ব্ব করেন ; পৃথিবীন্থ রাজগণের পক্ষে তিনি ভয়াবহ । প্রধান বাদ্যকরের জন্য । যিদুখুনের প্রণালীতে। আসফের সঙ্গীত । ১ আমি স্বরবে ঈশ্বরের কাছে ক্ৰন্দন করিব : স্বরবে ঈশ্বরের কাছে ক্ৰন্দন করিব, তিনি আমার প্রতি কর্ণপাত করিবেন। ২ সঙ্কটের দিনে আমি প্রভুর অন্বেষণ করিলাম ; ಗಳ್ದ হস্ত বিস্তারিত থাকিল, সঙ্কুচিত नी ; আমার প্রাণ প্রবোধ মানিল না । ও আমি ঈশ্বরকে স্মরণ করিয়া কোকাইতেছি : ভাবন করিতে করিতে আমার আত্মা মূচ্ছিত হইতেছে। সেলা । ৪ তুমি আমার চক্ষুর পাতা খোলা রাখতেছ ; আমি এত উদ্বিগ্ন যে, কথা কহিতে পারি না । ৫ আমি আলোচনা করিলাম পূর্বকালের দিন সকল, পুরাকালের বৎসর সকল । ৬ আমি আমার রাত্রিকালীন গীত স্মরণ করি, আমি মনে মনে ধ্যান করি : আমার আত্মা তত্ত্ব-জিজ্ঞাস্ব হইল। ৭ প্রভু কি চিরকালের জন্ত ত্যাগ করবেন ? তিনি কি আর সুপ্রসন্ন হইবেন না ? ৮ তাহার দয়া কি চিরতরে শেষ হইয়াছে ? তাহার প্রতিজ্ঞ কি পুরুষানুক্রমে বিফল থাকিবে ? ৯ ঈশ্বর কি প্রসন্ন হইতে ভুলিয়া গিয়াছেন ? তিনি ক্রোধে কি আপন করুণ। রুদ্ধ করিয়াছেন ? সেলা। ১০ পরে আমি কহিলাম, ইহা আমার পীড়া, পরাৎপরের দক্ষিণ হস্তের বৎসর সকল স্মরণ করিব]* ১১ আমি সদাপ্রভুর কৰ্ম্ম সকল উল্লেখ করিব : তোমার পূর্বকালীয় আশ্চৰ্য্য ক্রিয় সকল স্মরণ করিব। ১২ আমি তোমার সমস্ত কৰ্ম্ম ধ্যানও করিব, তোমার ক্রিয় সকল আলোচনা করিব। ২৩ হে ঈশ্বর, পবিত্রতায় তোমার পথ : ঈশ্বরের তুল্য মহান ঈশ্বর কে ? ১৪ তুমিই আশ্চৰ্য্য কাৰ্য্যকারী ঈশ্বর, তুমি জাতিগণের মধ্যে তোমারপরাক্রম জ্ঞাত করিয়াছ।

  • (বা) যে, পরাৎপরের দক্ষিণ হন্ত পরিবর্তন ছয় ।

492