পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৫০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

१ १ ; sc - १>~ , २२ । ] ১৫ ভূমি বাহুবল দ্বারা আপন প্রজাদিগকে, যাকেীবের ও যোষেফের সম্ভানগণকে, মুক্ত করি স্নাছ । সেলা । ১৬ হে ঈশ্বর, জলসমূহ তোমাকে দেখিল ; জলসমূহ তোমাকে দেখিল, কম্পিত হইল, জলধি সকলও বিচলিত হইল । ১৭ জলধর সকল জলধারা বর্ষাইল, মেঘমালী গর্জন করিল, তোমার বাণ সকলও বিক্ষিপ্ত হইল। ১৮ চক্রবাতে তোমার বজের ধ্বনি হুইল, বিদ্যুৎ জগৎকে দেদীপ্যমান করিল, পৃথিবী কম্পমান ও টলটলায়মান হইল। ১৯ সমুদ্রের মধ্যে তোমার পথ ছিল, বহু জলরাশির মধ্যে তোমার মার্গ ছিল, তোমার পদচিহ্ন জানা গেল না । ২• তুমি স্বীয় প্রজাগণকে মেষপালের স্তার মোশি ও হারোণের হস্ত দ্বারা চালাইয়াছিলে । ፃb” আসিফের মস্কীল । ১ হে আমার স্বজাতি, আমার উপদেশ শ্রবণ কর, আমার মুখের বাক্যে কর্ণপাত কর। ২ আমি দৃষ্টান্তকথায় আপন মুখ খুলিব, আমি পুরাকালের গুঢ় বাক্য সকল ব্যক্ত করিব : ৩ সেই সকল আমরা শুনিয়াছি, জ্ঞাত হইয়াছি, আমাদের পিতৃপুরুষের আমাদিগকে বলিয়াছেন, ৪ আমর। সে সকল তাহীদের সন্তানগণের কাছে গুপ্ত রাখিব না, উত্তরকালীন বংশের কাছে সদাপ্রভুর প্রশংসা বর্ণনা কারব, তাহার পরাক্রম ও তাহার কৃত আশ্চৰ্য্য ক্রিয়া সকল বর্ণনা করিব । ৫ তিনি যাকোবের মধ্যে সাক্ষ্য দ্বীড় করাইয়াছেন, ইস্রায়েলের মধ্যে ব্যবস্থা স্থাপন করিয়াছেন : যাহ। তিনি আমাদের পিতৃপুরুষদিগকে আজ্ঞা দিয়া ছিলেন, যেন তাহারা আপন আপন সন্তানগণকে তাহ জানান , ও যেন উত্তরকালীন বংশ, [অর্থাৎ যে সন্তানগণ জন্মিবে, তাহার। তাহ জানিতে পারে, এবং উঠিয়া আপন আপন সন্তানগণের কাছে তাহার বর্ণনা করিতে পারে। ৭ যেন তাহারা ঈশ্বরে প্রত্যাশা রাখে, এবং ঈশ্বরের কার্ষ্য সকল ভুলিয়। না যায়, কিন্তু তাহার আজ্ঞা সকল পালন করে : ৮ যেন আগন পিতৃপুরুষদের দ্যায় না হয়, যাহারা অবাধ্য ও বিদ্রোহী বংশ ছিল : সেই বংশ আপনাদের চিত্ত স্থির করে নাই, তাহীদের আত্মা ঈশ্বরের প্রতি বিশ্বস্ত ছিল না। ৯ ইফ্রয়িমের সন্তানগণ সসজ্জ ও ধনুৰ্দ্ধর ছিল, গীতসংহিতা । 8 SS) ংগ্রামের দিনে তাহার হটিয়া গেল। ১০ তাহারা ঈশ্বরের নিয়ম পালন করিল না, তাহার ব্যবস্থাপথে চলিতে অস্বীকার করিল। ১১ তাহারা তাহার কার্য্য সকল ভুলিয়া গেল, সেই সকল আশ্চৰ্য্য কাৰ্য্য, যাহা তিনি তাহাদিগকে দেখাইয়াছিলেন। ১২ তিনি তাঁহাদের পিতৃপুরুষদের সাক্ষাতে লান আশ্চৰ্য্য কাৰ্য্য করিয়াছিলেন । মিসর দেশে, সোয়নের মাঠে করিয়াছিলেন। ১৩ তিনি সমুদ্রকে দ্বিধা করিয়া তাহাদিগকে পার করিয়াছিলেন, জলকে স্তৃপাকারে দাড় করাইয়াছিলেন। ১৪ তিনি তাহাদিগকে পথ দেখাইতেন, দিবসে মেঘ দ্বারা, এবং সমস্ত রাত্রি অগ্নির তালোক দ্বার। । ১৫ তিনি প্রাস্তুরমধ্যে শৈল বিদীর্ণ করিলেন, তাহাদিগকে যেন জলধি হইতে প্রচুর জল পান করাইলেন। ১৬ তিনি শৈল হইতে স্রোত বাহির করিলেন, নদীর স্থায় জল বহাইলেন । ১৭ তখনও তাহারা পুনঃ পুনঃ তাহার বিরুদ্ধে পাপ করিল, মরুভূমিতে পরাৎপরের বিদ্রোহী হইল : ১৮ তাহারা মনে মনে ঈশ্বরের পরীক্ষা করিল, আপনাদের অভিলাষ পূরণার্থে ভক্ষ্য চাহিল। ১৯ আর তাহার। ঈশ্বরের বিরুদ্ধে কথা কহিল, বলিল, ঈশ্বর কি প্রান্তরে মেজ সাজাইয়। দিতে পারেন ? ২• দেখ, তিনি শৈলকে আঘাত করিলে জলধারা বহিল, স্রোতোধারা প্রবাহিত হইল : তিনি কি অন্নও দিতে পারেন ? আপন প্রজাদের জন্ত কি মাংস যোগাইবেন ? ২১ অতএব সদাপ্রভু তাহ শুনিয়া ক্রোধান্বিত হইলেন ; যাকোবের বিরুদ্ধে অগ্নি প্রজ্বলিত হইল, ইস্রায়েলের বিরুদ্ধে কোপ উঠিল : ২২ কেননা তাহার। ঈশ্বরে বিশ্বাস করিত না, তাহার পরিত্রাপে নির্ভর দিত না । | ২৩ তবু তিনি উপরিস্থ মেঘমালাকে আজ্ঞা দিলেন, আকাশমণ্ডলের দ্বার সকল খুলিয়া দিলেন। ২৪ তিনি ভক্ষ্যের জন্ত তাহদের উপরে মান্না বর্ধাইলেন, তাহাদিগকে স্বর্গের শস্ত দিলেন। ২৫ মনুষ্য পরাক্রমীদের খাদ্য ভোজন করিল ; তিনি তাহদের তৃপ্তি পৰ্য্যন্ত ভক্ষ্য পাঠাইলেন। ২৬ তিনি আকাশে পূৰ্ব্বীয় বায়ু বহাইলেন, নিজ পরাক্রমে দক্ষিণ বায়ু চালাইলেন। ২৭ তিনি তাহাদের উপরে মাংসকে ধুলির স্থায়, পক্ষধারী বিহঙ্গকে সমুদ্রের বালির ন্তায় বর্ধাইলেন। ২৮ তিনি তাহ তাহাদের শিবিরের মধ্যে, তাহাদের আবাসসমূহের চারিপার্থে, পড়িতে দিলেন ২৯ তখন তাহার ভোজন করির পরিতৃপ্ত হইল ; তিনি তাহদের অভীষ্ট বস্তু তাহাদিগকে দিলেন : 493