পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৫০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*○お8ーレ○ ; s l ] ৪ তাহারা বলিয়াছে, আইস, আমরা উহাদিগকে উচ্ছিন্ন করি, আর জাতি থাকিতে না দিই, যেন ইস্রায়েলের নাম আর স্মরণে না থাকে। * কারণ তাহার একচিত্তে মন্ত্রণা করিয়াছে : তাহার তোমার বিরুদ্ধে নিয়ম স্থাপন করে। ৬ ইদোমের তাম্বু সকল ও ইশ্মায়েলীয়গণ, মোয়াব ও হাগারীয়গণ, ৭ গবাল, অন্মোন ও অমালেক, সোর-বাসীদের সহিত পলেষ্টিয়া : ৮ অশূরিয়াও তাহদের সঙ্গে যোগ দিয়াছে, তাহার লোট-সন্তানগণের বাহু হইয়াছে । সেল। ৯ ইহাদের প্রতি তদ্রুপ কর, যেরূপ মিদিয়নের প্রতি করিয়াছিলে, কৗশোন নদীতে যেরূপ সীষরার ও যাবীনের প্রতি করিয়াছিলে ; ২• তাহারা ঐনদোরে বিনষ্ট হইল, উপরে সারস্বরূপ হইল । ১১ তুমি ইহাদের প্রধানবগকে ওরেব ও সেবের সমান কর, ইহাদের অধিপতি সকলকে সেবহু ও সন্মুন্নের সমান কর । ১২ ইহার বলিয়াছে,আইস, আমরা অধিকার করিয়া লই আপনাদের জন্ত ঈশ্বরের নিবাস সকল । ১৩ হে আমার ঈশ্বর, তুমি ইহাদিগকে ঘূর্ণায়মান ধুলির স্থায় কর, বায়ুর সম্মুখস্থ নাড়ার স্থায় কর । ১৪ যেমন দাবানল বন দগ্ধ করে, যেমন অগ্নিশিখা পৰ্ব্ব তরাজি লেহন করে : ১৫ তদ্রুপ তুমি ইহাদিগকে তোমার ঝটিকায় তাড়ন কর, তোমার প্রচণ্ড বাত্যায় বিহবল কর । ১৬ তুমি ইহাদের মুখ লজ্জায় পরিপূণ কর, যেন, হে সদাপ্রভু, চহার তোমার নামের অন্বেষণ করে। ১৭ ইহার চিরতরে লজ্জিত ও বিহ্বল হউক, ইহার। হতাশ ও বিনষ্ট হউক : ১৮ আর জানুক যে তুমি, যাহার নাম সদাপ্রভু, এক তুমিই সমস্ত পৃথবীর উপরে পরাৎপর। প্রধান বাদ্যকরের জন্য । স্বর, গিৰ্ত্তীছ ।

  • 8 কেণরহ-সন্তানদের সঙ্গীত ।

১ হে বাহিনীগণের সদাপ্রভু, তোমার আবাস কেমন প্রিয় ! ২ আমার প্রাণ সদাপ্রভুর প্রাঙ্গণের জন্ত তাকাজ। করে, এমন কি, মুছিত হয়, আমার হৃদয় ও আমার মাংস জীবন্ত ঈশ্বরের উদেশে উচ্চধ্বনি করে । ৩ সত্য, চটকপক্ষী এক কুলীয় পাইয়াছে, খgনপক্ষী নিজ শাবক রাখিবার এক বাস পাইয়াছে ; তোমার বেদিই সেই স্থান, হে বাহিনীগণের সদ্যপ্ৰভু, আমার রাজন, আমার ঈশ্বর। о. т. 34 ] গীতসংহিতা । 8 2 on ৪ ধষ্ঠ তাহার, যাহারা তোমার গৃহে বাস করে, তাহার। সতত তোমার প্রশংসা করিবে । সেলা । ও ধন্ত সেই ব্যক্তি, যাহার বল তোমাতে, [সিয়োনগামী] রাজপথ যাহার হৃদয়ে রহিয়াছে। ৬ তাহার ক্ৰন্দনের তলভূমি দিয়া গমন করতঃ তাহ উৎসে পরিণত করে ; প্রথম বৃষ্টি তাহ বিবিধ মঙ্গলে ভূষিত করে। ৭ তাহার। উত্তর উত্তর বলবান হইয়। অগ্রসর হয়, প্রত্যেকে সিয়োনে ঈশ্বরের কাছে দেথা দেয় । ৮ হে সদাপ্রভু, বাহিনীগণের ঈশ্বর, আমার প্রার্থনা শুন: হে যাকোবের ঈশ্বর, কর্ণপাত কর। সেলা । - ৯ দেখ, হে ঈশ্বর, আমাদের ঢাল, দৃষ্টিপাত কর তোমার অভিধিক্তের মুখের প্রতি। ১• কেনন। তোমার প্রাঙ্গণে এক দিনও সহস্ৰ দিন অপেক্ষ উত্তম ; বরং আমার ঈশ্বরের গৃহের গোবরাটে দাড়াইয়া থাকা আমার বাঞ্ছনীয়, তবু দুষ্টতার তাম্বুতে বাস করা বাঞ্ছনীয় নয়। ১১ কারণ সদাপ্রভু ঈশ্বর স্বৰ্য্য ও ঢাল ; সদাপ্রভু অনুগ্রহ ও প্রতাপ প্রদান করেন ; যাহার। সিদ্ধতায় চলে, তিনি তাহাদের মঙ্গল করিতে অস্বীকার করবেন না। ১২ হে বাহিনীগণের সদাপ্রভু, ধন্ত সেই ব্যক্তি, যে তোমার উপরে নির্ভর করে। 切(。 ১ হে সদাপ্রভু, তুমি তোমার দেশের প্রতি প্রসন্ন হুইয়াছ, তুমি যাকোবের বন্দিত্ব ফিরাইয়াছ । ২ তুমি আপন প্রজাদের অপরাধ ক্ষমা করিয়াছ, তুমি তাহদের সমস্ত পাপ আচ্ছাদন করিয়াছ। সেল। ৩ তুমি তোমার সমস্ত ক্রোধ সম্বরণ করিয়াছ, তুমি আপন কোপের চণ্ডত হইতে ফিরিয়াছ। ৪ হে আমাদের ত্ৰাণেশ্বর, আমাদিগকে ফিরাও, আমাদের প্রতি তোমার অসন্তোষ নিবৃত্ত কর। ৫ আমাদের উপরে কি চিরকাল ক্রুদ্ধ থাকিবে ? তুমি কি পুরুষে পুরুষে কোপ রাখিবে ? ৬ তুমিই কি আবার আমাদিগকে সঞ্জীবিত করিবে না, যেন তোমার প্রজাগণ তোমাতে আনন্দ করে ? ৭ হে সদাপ্রভু, তোমার দয়। আমাদিগকে দেখাও, আর তোমার পরিত্রাণ আমাদিগকে প্রদান কর। ৮ ঈশ্বর সদাপ্রভু যাহা বলিবেন, আমি তাহা শুনিব : কেনন। তিনি আপন প্রজাদের, আপন সাধুগণের কাছে শান্তির কথা বলবেন : কিন্তু তাহার পুনৰ্ব্বার মুখতায় ন ফিরুক । ৯ সত্যই তাহার পরিত্রাণ তাহদেরই নিকটবৰ্ত্ত, যাহার উহাকে ভয় করে, প্রধান বাদ্যকরের জন্য । কেণরহ-সন্তানদের সঙ্গীত। 407