পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৫০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 SE* যেন আমাদের দেশে গৌরব বাস করিতে পায়। ১• দয়া ও সত্য পরস্পর মিলিল, ধাৰ্ম্মিকতা ও শান্তি পরস্পর চুম্বন করিল। ১১ ভূমি হইতে সত্যের অঙ্কুর উঠে, স্বৰ্গ হইতে ধাৰ্ম্মিকতা হেট হইয়া দৃষ্টিপাত করিয়াছে। ১২ নিশ্চয় সদাপ্রভু মঙ্গল প্রদান করিবেন, আর আমাদের দেশ ফল প্রদান করিবে । ১৩ ধাৰ্ম্মিকত। তাহার অগ্রে অগ্ৰে চলিবে, তাহার পদচিহ্নকে মাৰ্গস্বরূপ করিবে । ԵՆ দণযুদের প্রার্থনা। ১ হে সদাপ্রভু, কর্ণপাত কর, আমাকে উত্তর দেও, কেননা আমি দুঃখী ও দরিদ্র । ২ আমার প্রাণ রক্ষা কর, কেননা আমি সাধু *; হে আমার ঈশ্বর, তোমাতে বিশ্বাসকারী তোমার দাসকে তুমিই ত্রাণ কর। ও হে প্রভু, আমার প্রতি কৃপা কর, কেননা আমি সমস্ত দিন তোমাকে ডাকি । ৪ নিজ দাসের প্রাণ আনন্দিত কর, কেননা, হে প্রভু, আমি তোমার উদ্দেশে আমার প্রাণ উত্তোলন করি । ও কারণ, হে প্রভু, তুমি মঙ্গলময় ও ক্ষমাবান, এবং যাহার তোমাকে ডাকে, তুমি সেই সকলের পক্ষে দয়াতে মহান । ৬ হে সদাপ্রভু, আমার প্রাথনয় কর্ণপাত কর, আমার বিনতির রবে অবধান কর । ৭ সঙ্কটের দিনে আমি তোমাকে ডাকিব, কেননা তুমি আমাকে উত্তর দিবে। ৮ হে প্ৰভু, দেবগণের মধ্যে তোমার তুল্য কেহই নাই, তোমার কৰ্ম্ম সকলের তুল্য কিছুই নাই । ৯ হে প্রভু, তোমার বিরচিত সর্ববজাতি আসিয়া তোমার সম্মুখে প্ৰণিপাত করিবে, তাহারা তোমার নামের গৌরব করিবে । ১• কারণ তুম মহান এবং আশ্চৰ্য্য-কাৰ্য্যকারী: তুমিই একমাত্র ঈশ্বর। ১১ হে সদাপ্রভু, তোমার পথ আমাকে শিক্ষা দেও, আমি তোমার সত্যে চলিব ; তোমার নাম ভয় করিতে আমার চিত্তকে একাগ্র কর। ১২ হে প্ৰভু, আমার ঈশ্বর, আমি সৰ্ব্বান্তঃকরণে তোমার স্তব করিব, আমি চিরকাল তোমার নামের গৌরব করিব । ১৩ কেনন। আমার পক্ষে তোমার দয়া মহৎ, এবং তুমি অধঃস্থ পাতাল হইতে আমার প্রাণ উদ্ধার করিয়াছ । ১৪ হে ঈশ্বর, অহঙ্কারিগণ আমার বিরুদ্ধে উঠিয়াছে, দুর্দান্তদের মণ্ডলী আমার প্রাণের অন্বেষণ করিতেছে, গীতসংহিতা । [ レG ; >oーレレ; c 。 তাহার তোমাকে আপনাদের সম্মুখে রাখে নাই। ১৫ কিন্তু, হে প্রভু, তুমি স্নেহশীল ও কৃপাময় ঈশ্বর, ক্রোধে ধীর এবং দয়াতে ও সত্যে মহান । ১৬ আমার প্রতি ফির, এবং আমাকে কৃপা কর, তোমার দাসকে তোমার শক্তি দেও, তোমার দাসীর পুত্রকে ত্রাণ কর । ১৭ আমার জন্ত মঙ্গলের কোন চিহ্ন-কাৰ্য্য সাধন কর, যেন আমার বিদ্বেষিগণ তাহ দেখিয়া লজ্জা পায়, কেননা, হে সদাপ্রভু, তুমিই আমার সাহায্য করিয়াছ, ও আমাকে সান্তুনা করিয়াছ । কোরাহ-সন্তানদের সঙ্গীত । গীত । b" ১ তাহার ভিত্তিমূল পবিত্ৰ পৰ্ব্বত-শ্রেণীতে অবস্থিত । ২ সদাপ্রভু সিয়োনের পুর দ্বার সকল ভাল বাসেন, যাকোবের সমুদয় আবাস অপেক্ষ ভাল বাসেন । ৩ হে ঈশ্বরের পুরি, তোমার বিষয়ে বিবিধ গৌরবের কথ। কথিত হয় । সেল । ৪ যাহারা আমাকে জানে, তাহীদের মধ্যে আমি রহবের* ও বাবিলের উল্লেখ করিব : দেখ, পলেষ্টয়, সোর ও কুশ ; এই ব্যক্তি তথায় জন্মিল । ৫ আর সিয়োনের বিষয়ে বলা যাইবে, এই ব্যক্তি এবং ঐ ব্যক্তি উহার মধ্যে জন্মিল, এবং পরাৎপর আপনি উহ। আটল করিবেন । ৬ সদাপ্রভু যখন জাতিগণের নাম লিখেন, তখন গণনা কারলেন, এই ব্যক্তি তথায় জন্মিল । ৭ গায়কগণ ও নর্তকগণ [বলিবে ], আমার সমস্ত উনুই তোমার মধ্যে। し* গীত। কোরাহ-সন্তানদের সঙ্গীত । প্রধান বাদ্যকরের জন্য । স্বর, মহলৎ-লিয়ান্নোৎ ॥ ইষুণহীয় হেমনের মস্কীল । সেল । ১ হে সদাপ্রভু, আমার ত্রাণেশ্বর, আমি দিবসে ও রাত্রিতে তোমার সম্মুখে ক্ৰন্দন করি য়াছি । ২ আমার প্রাথন তোমার সাক্ষাতে উপস্থিত হউক : আমার কাকুক্তিতে কর্ণপাত কর। ৩ কেনন। আমার প্রাণ দুঃখে পরিপূর্ণ, আমার জীবন পাতালের নিকটবৰ্ত্তী । ৪ আমি গৰ্ত্তগামীদের সহিত গণিত, আমি নিঃশক্তি মনুষ্যের সমান হইয়াছি। ৫ আমি মৃতগণের মধ্যে পরিত্যক্ত, আমি কবরশায়ী নিহতদের সদৃশ, যাহাদিগকে তুমি আর স্মরণ কর না ;

  • (ব।) [তোমার] প্রিয় পত্র।
  • (বা ) মিসর দেশের ।

498