. 8 8 ; > * – 8 & ; ১৩ । ] ১৭ যোবেফ কহিলেন, এমন কৰ্ম্ম আম৷ হইতে দূরে থাকুক ; যাহার কাছে বাটি পাওয়া গিয়াছে, সেই আমার দাস হইবে, কিন্তু তোমরা কুশলে পিতার নিকটে প্রস্থান কর। তখন বিহ্রদ। নিকটে গিয়া কহিলেন, হে প্রভো, বিনয় করি, আপনকার দাসকে প্রভুর কর্ণগোচরে একটা কথা বলিতে অনুমতি দিউন ; এই দাসের প্রতি আপনকার ক্রোধ প্রজ্বলিত না হউক, কারণ আপনি ১৯ ফরোণের তুল্য। প্রভু এই দাসদিগকে জিজ্ঞাস করিয়াছিলেন, তোমাদের পিতা কি ভ্রাতা আছে ? ২• আমরা প্রভুকে উত্তর করিয়াছিলাম, আমাদের বৃদ্ধ পিতা আছেন, এবং তাহার বৃদ্ধাবস্থার এক কনিষ্ঠ পুত্র আছে; তাহার সহোদর মরিয়াছে ; সেইমাত্র তাহার মাতার অবশিষ্ট পুত্র ; এবং তাহার পিতা ২১ তাহাকে স্নেহ করেন। পরে আপনি এই দাসদিগকে বলিয়াছিলেন, তোমরা আমার কাছে তাহাকে আন, ২২ আমি তাহাকে স্বচক্ষে দেখিব। তখন আমরা প্রভুকে বলিয়াছিলাম, সেই যুবক পিতাকে ছাড়িয়া আদিতে পারিবে না, সে পিতাকে ছাড়িয়া আসিলে পিতা মরিয়া ২৩ যাইবেন । তাহাতে আপনি এই দাসদিগকে বলিয়াছিলেন, সেই ছোট ভাইটী তোমাদের সঙ্গে না আসিলে তোমরা আমার মুখ আর দেখিতে পাইবে না। ২৪ আমরা আপনকার দাস যে আমার পিতা, তাহার নিকটে গিয়র্তাহাকে প্রভুর সেই সকল কথা কহিলাম । ২৫ পরে আমাদের পিত কহিলেন, তোমরা আবার যাও, ২৬ আমাদের জন্ত কিছু ভক্ষ্য কিনিয়া আন । আমরা কহিলাম, যাইতে পারিব না ; যদি ছোট ভাই আমাদের সঙ্গে থাকে, তবে যাই ; কেনন। ছোট ভাইট সঙ্গে না থাকিলে আমরা সেই ব্যক্তির মুখ ২৭ দেখিতে পাইব না। তাহাতে আপনকার দাস আমার পিতা কহিলেন, তোমরা জান, আমার ২৮ সেই স্ত্রী হইতে দুইটী মাত্র সন্তান জন্মে। তাহদের মধ্যে এক জন আমার নিকট হইতে প্রস্থান করিল, আর আমি কহিলাম, সে নিশ্চয় খণ্ড খণ্ড হইয়াছে, এবং সেই অবধি আমি তাহাকে আর দেখিতে পাই ২৯ নাই। এখন আমার নিকট হইতে ইহাকেও লইয়। গেলে যদি ইহার কোন বিপদ ঘটে, তবে তোমরা শোকে এই পাক চুলে আমাকে পাতালে নামাইয়া ৩০ দিবে। অতএব আপনকার দাস যে আমার পিতা, আমি তাহার কাছে উপস্থিত হইলে আমাদের সঙ্গে ৩১ যদি এই যুবক না থাকে, তবে এই যুবকের প্রাণে তাহার প্রাণ বাধা আছে বলিয়া, যুবকট নাই দেখিলে তিনি মারা পড়িবেন : এইরূপে আপনকার এই দাসের শোকে পাকা চুলে আপনকার দাস আমাদের ৩২ পিতাকে পাতালে নামাইয়া দিবে। আবার আপনকার দাস আমি পিতার নিকটে এই যুবকটীর জামিন হইয়া বলিয়াছিলাম, আমি যদি তাহাকে তোমার নিকটে না আনি, তবে যাবজ্জীবন পিতার কাছে ○b/ আদিপুস্তক । 8 Ꮌ ৩৩ অপরাধী থাকিব। অতএব বিনয় করি, প্রভুর নিকটে এই যুবকটার পরিবর্তে আপনকার দাস আমি প্রভুর দাস হইয়া থাকি, কিন্তু এই যুবককে আপনি ৩৪ তাহার ভাইদের সঙ্গে যাইতে দিউন। কেননা এই যুবকট আমার সহিত না থাকিলে আমি কি প্রকারে পিতার নিকটে যাইতে পারি ? পাছে পিতার যে আপদ ঘটিবে, তাহাই আমাকে দেখিতে হয়। 8(。 তখন যোষেফ আপনার নিকটে দণ্ডায়মান লোকদের সাক্ষাতে আত্ম-সম্বরণ করিতে পারিলেন না ; তিনি উচ্চৈঃস্বরে কহিলেন, আমার সম্মুখ হইতে সব লোককে বাহির কর । তাহাতে কেহ তাহার কাছে দাড়াইল না, আর তখনই যোষেফ ভাইদের ২ কাছে আপনার পরিচয় দিতে লাগিলেন। তিনি উচ্চৈঃস্বরে রোদন করিলেন ; মিশ্ৰীয়ের তাহ শুনিতে পাইল ও ফরেণের গৃহস্থিত লোকেরাও শুনিতে পাইল । ৩ পরে যোষেফ আপন ভাইদের কহিলেন, আমি যোষেফ ; আমার পিতা কি এখনও জীবিত আছেন ? ইহাতে তাহার ভাইরা তাহার সাক্ষাতে বিহ্বল হইয়। ৪ পড়িলেন, উত্তর করিতে পারিলেন না। পরে যোষেফ আপন ভাইদের কহিলেন, বিনয় করি, আমার নিকটে আইস । তাহার নিকটে গেলেন। তিনি কহিলেন, আমি যোষেফ, তোমাদের ভাই, বাহকে তোমরা ৫ মিসরগামীদের কাছে বিক্রয় করিয়াছিলে। কিন্তু তোমরা আমাকে এই স্থানে বিক্রয় করিয়াছ বলিয়৷ এখন দুঃখিত কি বিরক্ত হইও না ; কেননা প্রাণ রক্ষা করিবার জন্যই ঈশ্বর তোমাদের অগ্রে আমাকে ৬ পাঠাইয়াছেন। কারণ দুই বৎসরাবধি দেশে দুর্ভিক্ষ হইয়াছে ; আরও পাচ বৎসর পর্য্যন্ত চাস কি ফসল ৭ হইবে না। আর ঈশ্বর পৃথিবীতে তোমাদের বংশ রক্ষা করিতে ও মহৎ উদ্ধারের দ্বারা তোমাদিগকে বাচাইতে ৮ তোমাদের অগ্রে আমাকে পঠাইয়াছেন। অতএব তোমরাই আমাকে এই স্থানে পাঠাইয়াছ, তাহ নয়, ঈশ্বর পাঠাইয়াছেন, এবং আমাকে ফরেণের পিতৃস্থানীয়, তাহার সমস্ত বাটীর প্রভু ও সমস্ত মিসর দেশের ৯ উপরে শাসনকৰ্ত্ত করিয়াছেন । তোমরা শীঘ্ৰ করিয়া আমার পিতার নিকটে বাও, তাহাকে বল, “তোমার পুত্র যোযেফ এইরূপ কহিল, ঈশ্বর আমাকে সমস্ত মিসর দেশের কৰ্ত্ত করিয়াছেন ; তুমি আমার নিকটে ১• চলিয়া আইস, বিলম্ব করিও না । তুমি পুত্র পৌত্রদির ও গোমেষাদি সৰ্ব্বস্বের সহিত গোশন প্রদেশে ১১ বাস করিবে ; তুমি আমার নিকটেই থাকিবে । সে স্থানে আমি তোমাকে প্রতিপালন করিব, কেনন। আর পাচ বৎসর দুর্ভিক্ষ থাকিবে ; পাছে তোমার ও তোমার পরিজনের ও তোমার সকল লোকের দৈন্তদশ ১২ ঘটে। আর দেখ, তোমরা ও আমার সহোদর বিস্তামীন চক্ষুষ দেখিতেছ যে, আমি নিজ মুখে তোমাদের সহিত ১৩ কথাবাৰ্ত্ত কহিতেছি । অতএব এই মিসর দেশে আমার প্রতাপ ও তোমরা যাহা বাহ দেখিয়াছ, সে সকল 41
পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৫১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।