GC o o ২৪ কিন্তু আমার বিশ্বস্ততা ও দয়। তাহার সহিত থাকিবে, আমার নামে তাহার শৃঙ্গ উন্নত হইবে। ২৫ আর আমি স্থাপন করিব তাহার হস্ত সমুদ্রের উপরে, তাহার দক্ষিণ হস্ত নদীগণের উপরে। ২৬ সে আমাকে ডাকিয় বলিবে, তুমি আমার পিতা, আমার ঈশ্বর, ও আমার পরিত্রাণের শৈল । ২৭ আবার আমি তাহাকে প্রথমজাত করিব, পৃথিবীর রাজগণ হইতে সৰ্ব্বোচ্চ করিয়া নিযুক্ত করিব। ২৮ আমি তাহার পক্ষে আমার দয়। চিরকাল রক্ষা করিব, আমার নিয়ম তাহার পক্ষে স্থির থাকিবে। ২৯ আমি তাহার বংশকে নিত্যস্থায়ী করিব, তাহার সিংহাসন আকাশের আয়ুর দ্যায় করিব । ৩e তাহার সন্তানেরা যদি আমার ব্যবস্থা ত্যাগ করে, ও আমার শাসনানুসারে না চলে ; ৩১ যদি আমার বিধি সকল লঙ্ঘন করে, ও আমার আজ্ঞা সকল পালন না করে : ৩২ তবে আমি অপরাধের জন্ত দণ্ড দ্বারা তাহাদিগকে শাস্তি দিব, অধৰ্ম্মের জন্ত নানা প্রকারে আঘাত করিব : ৩৩ তথাপি তাহা হইতে আমার দয়া হরণ করব না, আমার বিশ্বস্ততায় মিথ্যা বলিব না । ৩৪ আমি আমার নিয়ম ব্যর্থ করিব না, আমার ওষ্ঠনিগত বাক্য অন্তথা করিব না। ৩৫ আমি আমার পবিত্রতায় এক বার শপথ করিয়াছি, দায়ুদের নিকটে কখনও মিথ্যা বলিব না। ৩৬ তাহার বংশ চিরকাল থাকিবে, তাহার সিংহাসন আমার সাক্ষাতে স্বর্য্যের দ্যায় হইবে। ৩৭ তাহ চন্দ্রের দ্যায় চিরকাল অটল থাকিবে : আর গগনস্থ সাক্ষী বিশ্বস্ত । সেলা । ৩৮ কিন্তু তুমিই পরিত্যাগ ও অগ্রাহ করিয়াছ, আপন অভিষিক্তের প্রতি ক্রুদ্ধ হইয়াছ। ৩৯ তুমি আপন দাসের নিয়ম ঘৃণা করিয়াছ, গীতসংহিতা : [ b~ఎ; ఇ8 = సె o ; 6 তাহার মুকুট ভূমিতে ফেলিয়া অশুচি করিয়াছ। ৪০ তুমি তাহার সমস্ত বেড়া ভাঙ্গিয় ফেলিয়াছ, তাহার দুর্গ সকল উৎসন্ন করিয়াছ । ৪ ১ পথিকেরা সকলে তাহার দ্রব্য লুট করে : তিনি প্রতিবাসীদের তিরস্কারের পাত্র হইয়াছেন। ৪২ তুমি তাহার বিপক্ষগণের দক্ষিণ হস্ত উচ্চ করিয়াছ, তাহার সমস্ত শক্রকে আনন্দিত করিয়াছ । ৪৩ ই. তুমি তাহার খড়েগর ধার ফিরাইয়া দিয়াছ, সংগ্রামে তাহাকে দাড়াইতে দেও নাই । ৪৪ তুমি তাহাকে তেজোহীন করিয়াছ, তাহার সিংহাসন ভূমিতে নিক্ষেপ করিয়াছ। ৪৫ তুমি তাহার যৌবনকাল সংক্ষেপ করিয়াছ, লজ্জায় তাহাকে আচ্ছন্ন করিয়াছ । সেলা । ৪৬ হে সদাপ্রভু, কত কাল নিত্য লুক্কায়িত থাকিবে ? কত কাল তোমার কোপ অগ্নিবৎ জ্বলিবে ? ৪৭ স্মরণ কর, আমি কেমন ক্ষণিক : তুমি মনুষ্যসন্তান সকলকে কেমন অলীকতার নিমিত্ত স্বষ্টি করিয়াছ । ৪৮ কোন মনুষ্য জীবিত থাকিবে, মৃত্যু দেখিবে না, কে পাতালের হস্ত হইতে আপন প্রাণ মুক্ত করিবে ? সেলা । ৪৯ হে প্ৰভু, তোমার সেই পুৰ্ব্বকালীন বিবিধ দয়া কোথায় ? তুমি ত আপন বিশ্বস্ততায় দাযুদের পক্ষে শপথ করিয়াছিলে । ৫• হে প্রভু, তোমার দাসগণের প্রতি কৃত তিরস্কার স্মরণ কর, আমি বলবান জাতিসমূহের তিরস্কার] নিজ বক্ষ৮ স্থলে বহন করি । ৫১ হে সদাপ্রভু, তোমার শক্রগণ তিরস্কার করিয়াছে, তোমার আভষিক্তের পদচিহকে তিরস্কার করিয়াছে। e২ ধন্ত সদাপ্রভু, চিরকালের জন্ত । আমেন, আমেন । চতুর্থ খণ্ড । >a ঈশ্বরের লোক মোশির প্রার্থনা ৷ ১ হে প্ৰভু, তুমিই আমাদের বাসস্থান হইয়৷ অসিতেছ, পুরুষে পুরুষে হইয়। আসিতেছ। ই পববতগণের জন্ম হইবার পূবেব, তুমি পৃথিবী ও জগৎকে জন্ম দিবীর পূৰ্ব্বে, এমন কি, অনাদিকাল হইতে অনন্তকাল তুমিই ঈশ্বর। ৩ তুমি মৰ্ত্ত্যকে ধূলিতে ফিরাইয়া থাক, বলিয়। থাক, মনুষ্য-সন্তানের, ফিরিয়া যাও । ৪ কেননা সহস্ৰ বৎসর তোমার দৃষ্টিত যেন গত কল্য, তাহ। ত চলিয়া গিয়াছে, আর যেন রাত্রির এক প্রহরমাত্র । ৫ তুমি তাহাদিগকে যেন বস্তায় ভাসাইরা লইয়া যাইতেছ, তাহার স্বপ্লবৎ ; 500
পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৫১০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।