[ a l ; & ج --- والا ; o چ প্রাতঃকালে তাহারা তৃণের স্থায়, যাহা বাড়িয় উঠে। ৬ প্রাতঃকালে তৃণ পুষ্পিত হয়, ও বাড়িয় উঠে, সায়ংকালে ছিন্ন হুইয়। শুষ্ক হয় । ৭ কেনন। তোমার ক্রোধে আমরা ক্ষয় পাই, তোমার কোপে আমরা বিহবল হই । ৮ তুমি রাখিয়াছ আমাদের অপরাধ সকল তোমার সাক্ষাতে, আমাদের গুপ্ত বিষয় সকল তোমার মুখের দীপ্তিতে। ৯ কেননা তোমার ক্রোধে আমাদের সকল দিন বহিয়৷ যায়, আমরা আপন আপন বৎসর শ্বাসবৎ শেষ করি। ১• আমাদের আয়ুর পরিমাণ সত্তর বৎসর : বলযুক্ত হইলে আশী বৎসর হইতে পারে : তথাপি তাহাদের দপ ক্লেশ ও দুঃখমাত্র, কেননা তাহ বেগে পলায়ন করে, এবং আমরা উড়িয়া যাই । ১১ তোমার কোপের বল কে বুঝে ? তোমার ভয়াবহতার অনুরূপ ক্রোধ কে বুঝে ? ১২ এরূপে আমাদের দিন গণনা করিতে শিক্ষা দেও, যেন আমরা প্রজ্ঞার চিত্ত লাভ করি। ১৩ হে সদাপ্রভু, ফির, কত কাল ? তোমার দাসগণের প্রতি সদয় হও । ১৪ প্রত্যুষে আমাদিগকে তোমার দয়াতে তৃপ্ত কর, যেন আমরা যাবজ্জীবন আনন্দ ও আহলাদ করি। ১৫ যত দিন তুমি আমাদিগকে দুঃখ দিয়াছ, যত বৎসর আমরা বিপদ দেখিয়ছি, তদনুসারে আমাদিগকে আনন্দিত কর। ১৬ তোমার দাসগণের কাছে তোমার কৰ্ম্ম, তাহাদের সন্তানদের উপরে তোমার প্রতাপ দৃষ্ঠ হউক। ১৭ আর আমাদের ঈশ্বর সদাপ্রভুর প্রসন্নভাব আমাদের উপরে বর্ভুক ; আর তুমি আমাদের পক্ষে আমাদের হস্তের কৰ্ম্ম স্থায়ী কর, আমাদের হস্তের কৰ্ম্ম তুমি স্থায়ী কর । ఏS ১ ষে ব্যক্তি পরাৎপরের অন্তরালে থাকে, সে সৰ্ব্বশক্তিমানের ছায়াতে বসতি করে। ২ আমি সদাপ্রভুর বিষয়ে বলিব, তিনি আমার আশ্রয়, আমার দুর্গ, আমার ঈশ্বর, আমি তাহীতে নির্ভর করিব’ । ৩ ই, তিনিই তোমাকে ব্যাধের ফাদ হইতে, ও সৰ্ব্বনাশক মারী হইতে রক্ষা করিবেন। ৪ তিনি আপন পলিখে তোমাকে আবৃত করিবেন, তাহার পক্ষের নীচে তুমি আশ্রয় পাইবে ; তাহার সত্য ঢাল ও তনুত্রাণস্বরূপ । ও তুমি ভীত হইবে না— রাত্রির ত্রাস হইতে, গীতসংহিতা । দিবসে উড়ডীয়মান শর হইতে, ৬ তিমির-বিহারী মারী হইতে, মধ্যাহ্নের সাংঘাতিক ব্যাধি হইতে। ৭ পড়িবে তোমার পার্থে সহস্ৰ জন, তোমার দক্ষিণে দশ সহস্ৰ জন, কিন্তু উহ। তোমার নিকটে আসিবে না। ৮ তুমি কেবল স্বচক্ষে নিরীক্ষণ করিবে, দুষ্টগণের প্রতিফল দেখিবে । ৯ ‘ই, সদাপ্রভু, তুমিই আমার আশ্রয়’ । তুমি পরাৎপরকে আপনার বাসস্থান করিয়ছ ; ১• তোমার কোন বিপদ ঘটিবে না, কোন উৎপাত তোমার তাম্বুর নিকটে আসিবে না। ১১ কারণ তিনি আপন দূতগণকে তোমার বিষয়ে অজ্ঞা দিবেন, যেন তাহার তোমার সমস্ত পথে তোমাকে রক্ষা করেন। ১২ তাহার তোমাকে ইত্তে করিয়া তুলিয়া লইবেন, পাছে তোমার চরণে প্রস্তরের আঘাত লাগে । ১৩ তুমি সিংহ ও সপের উপর পা দিবে, তুমি যুদ্ৰসিংহ ও নাগকে পদতলে দলিবে। ১৪ সে আমাতে আসক্ত, তজ্জন্ত আমি তাহাকে বাচাইব: আমি তাহাকে উচ্চে স্থাপন করিব, কারণ সে আমার নাম জ্ঞাত হইয়াছে । ১৫ সে আমাকে ডাকিবে, আমি তাহাকে উত্তর দিব : আমি সঙ্কটে তাহার সঙ্গে থাকিব : আমি তাহাকে উদ্ধার করিব, গৌরবান্বিতও করিব। ১৬ আমি দীর্ঘ আয়ু দিয়া তাহাকে তৃপ্ত করব, আমার পরিত্রাণ তাহকে দেখাইব ।” છેર ১ সদাপ্রভুর স্তব করা ; হে পরাৎপর, তোমার নামের উদ্দেশে সঙ্গীত করা উত্তম ; ২ প্রাতঃকালে তোমার দয়া, ও প্রতিরত্রে তোমার বিশ্বস্ততা প্রচার করা উত্তম, ৩ দশতন্ত্রী ও নেবলযন্ত্র সহকারে, গম্ভীর বীণা-ধ্বনি সহকারে । ৪ কেননা, হে সদাপ্রভু, তুমি আপন কাৰ্য্য দ্বারা আমাকে আহলাদত করিয়াছ : আমি তোমার হস্তকুত কাৰ্য্য সকলে জয়ধ্বনি করিব। ও সদাপ্রভু, তোমার কার্য্য সকল কেমন মহৎ । তোমার সঙ্কল্প সকল অতি গভীর। ৬ নরপশু জানে না, নিবোধ ইহা বুঝে না। ৭ দুষ্টগণ যখন তৃণের স্তায় তাঙ্কুরিত হয়, অধৰ্ম্মচারী সকলে যখন প্রফুল্ল হয়, তখন তাহদের চির-বিনাশের জন্ত সেইরূপ হয়। সঙ্গীত। বিশ্রামবার-নিমিত্তক গীত। 501
পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৫১১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।