পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৫১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Sc ; e - ఎb^; రి | ] ও সমুদ্র তাহার, তিনিই তাহ নিৰ্ম্মাণ করিয়াছেন, তাহারই হস্ত শুক ভূমি গঠন করিয়াছে। শু আইস, আমরা প্ৰণিপাত করি, প্রণত হই, আমাদের নিৰ্ম্মত সদাপ্রভুর সাক্ষাতে জানু পাতি । ৭ কেনন। তিনিই আমাদের ঈশ্বর, আমরা তাহার চরণির প্রজা ও তাহার হস্তের মেষ । আহা ! অদ্যই তোমরা তাহার রব শ্রবণ কর । ৮ আপন আপন হৃদয় কঠিন করিও না, যেমন মরীবীয়,* যেমন প্রাস্তরের মধ্যে মুসারী দিবসে, করিয়াছিলে । ৯ তখন তোমাদের পিতৃপুরুষের আমার পরীক্ষা করিল, আমার বিচার করিল, আমার কৰ্ম্মও দেখিল । ১• চল্লিশ বৎসর পর্য্যন্ত আমি সেই জাতির প্রতি অসন্তুষ্ট ছিলাম, আমি বলিয়ছিলাম, ইহারা ভ্রান্তচিত্ত লোক ; ইহার। আমার পথ জ্ঞাত হইল না। ১১ অতএব আমি আপন ক্রোধে শপথ করিলাম, ইহার। আমার বিশ্রামস্থানে প্রবেশ করিবে না । SV) ১ তোমরা সদাপ্রভুর উদ্দেশে নুতন গীত গাও; সমস্ত পৃথিবি ! সদাপ্রভুর উদশে গীত গাও। ২ সদাপ্রভুর উদ্দেশে গীত গাও, তাহার নামের ধন্যবাদ কর, দিন দিন তাহীর পরিত্রাণ ঘোষণা কর । ৩ প্রচার কর জাতিগণের মধ্যে তাহার গৌরব, সমস্ত লোক-সমাজে তাহার আশ্চৰ্য্য কৰ্ম্ম সকল । ৪ কেননা সদাপ্রভু মহান ও অতি কীৰ্ত্তনীয়, তিনি সমস্ত দেবতা অপেক্ষ ভয়াহঁ । ৫ কেননা জাতিগণের সমস্ত দেবতা অবস্তুমাত্র, কিন্তু সদাপ্রভু আকাশমণ্ডলের নির্মাত ; শু প্রভা ও প্রতাপ তাহার অগ্রবত্তী . শক্তি ও শোভ। তাহার ধৰ্ম্মধামে বিদ্যমান। ৭ হে জাতিগণের গোষ্ঠী সকল সদাপ্রভুর কীৰ্ত্তন কর, সদাপ্রভুর গৌরব ও শক্তি কীৰ্ত্তন কর। ৮ সদাপ্রভুর নামের গৌরব কীৰ্ত্তন কর, নৈবেদ্য সঙ্গে লইয়। তাহার প্রাঙ্গণে আইস । ৯ পবিত্র শোভায় সদাপ্রভুকে প্ৰণিপাত কর ; সমস্ত পৃথিবি । তাহার সাক্ষাতে কম্পমান হও । ১• জাতিগণের মধ্যে বল, সদাপ্রভু রাজত্ব করেন ; জগৎও অটল, তাহ বিচলিত হইবে না ; তিনি দ্যায়ে জাতিগণের বিচার করিবেন। ১১ আকাশমণ্ডল আনন্দ করুক, পৃথিবী উল্লাদিত হউক ; সমুদ্র ও তন্মধ্যস্থ সকলই গর্জন করুক ; ১২ ক্ষেত্র ও তথাকার সকলই উল্লাসিত হউক : তখন বনের সমস্ত বৃক্ষ আনন্দে গান করিবে ;

  • মন্ত্ৰীৰা, অর্থাৎ বিবাদ । + মৎসা, অর্থাৎ পরীক্ষণ । যাত্রীপুস্তক ১৭ ; ৭ দেখ।

গীতসংহিতা । G. o S) ১৩ সদাপ্রভুর সাক্ষাতেই করিবে, কেনন। তিনি আসিতে ছেন, তিনি পৃথিবীর বিচার করিতে আসিতেছেন ; তিনি ধৰ্ম্মশীলতায় জগতের বিচার করবেন, আপন বিশ্বস্ততায় জাতিগণের বিচার কারবেন। ১৭ ১ সদাপ্রভু রাজত্ব করেন ; পৃথিবী উল্লাসিত হউক, দ্বীপসমূহ আনন্দ করুক ; ২ মেঘ ও অন্ধকার তাহার চারিদিকে বিদ্যমান, ধৰ্ম্মশীলতা ও বিচার তাহার সিংহাসনের ভিত্তিমূল। ৩ অগ্নি তাহার অগ্রে অগ্ৰে গমন করে, চারিদিকে তাহার বিপক্ষগণকে দগ্ধ করে । ৪ তাহার বিদ্যুৎ জগৎকে দেদীপ্যমান করিল ; পৃথিবী তাহ দেখিল, কম্পান্বিত হইল । ও পৰ্ব্বত সকল মোমের ন্তায় গলিয়া গেল, সদাপ্রভুর সাক্ষাতে, সমস্ত পৃথিবীর প্রভুর সাক্ষাতে। ৬ স্বর্গ তাহার ধৰ্ম্মশীলতা প্রচার করিয়াছে, এবং সমস্ত জাতি তাহার গৌরব দেখিয়াছে। ৭ লজ্জিত হউক সেই সকলে, যাহার ক্ষোদিত প্রতিমার সেবা করে, যাহারা অবস্তুর শ্লাঘা করে : হে দেবগণ। সকলে তাহাকে প্ৰণিপাত কর। ৮ সিয়োন শুনিয়া আনন্দিত হইল, যিহুদার কন্যাগণ উল্লাসিত হইল, হে সদাপ্রভু, তোমার শাসনসমূহের জন্ত । ৯ কেননা, হে সদাপ্রভু, তুমিই সমস্ত ভূমণ্ডলের উদ্ধে পরাৎপর, তুমি সমস্ত দেবত হইতে অতিশয় উন্নত। ১• হে সদাপ্রভু-প্রেমিকগণ, দুষ্টতাকে ঘৃণা কর; তিনি আপন সাধুবর্গের প্রাণ রক্ষা করেন, দুষ্টগণের হস্ত হইতে তাহাদিগকে উদ্ধার করেন। ১১ দীপ্তি বপন করা গিয়াছে ধাৰ্ম্মিকের জন্ত, আর সরলচিত্তদের জন্ত আনন্দ । ১২ হে ধাৰ্ম্মিকগণ, সদাপ্রভুতে আনন্দ কর, তাহার পবিত্র নামের ধন্যবাদ কর । ১৮ সঙ্গীত । ১ তোমরা সদাপ্রভুর উদ্দেশে নুতন গীত গাঁও, কেননা তিনি আশ্চৰ্য্য আশ্চৰ্য্য কৰ্ম্ম করিয়াছেন : তাহার দক্ষিণ হস্ত ও তাহার পবিত্র বাহু তাহার পক্ষে পরিত্রাণ সাধন করিয়াছে। ২ সদাপ্রভু আপনার পরিত্রাণ জ্ঞাত করিয়াছেন, তিনি জাতিগণের দৃষ্টিগোচরে আপন ধৰ্ম্মশীলতা প্রকাশ করিয়াছেন । ৩ তিনি ইস্রায়েল-কুলের পক্ষে আপন দয়া ও বিশ্বস্তত্ত৷ স্মরণ করিয়াছেন ঃ 503