পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৫১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S o 8 ; రిe - e 6 ; రిe | ] ৩• তুমি নিজ আত্মা পাঠাইলে তাহীদের স্বষ্টি হয়, আর তুমি ভূমিতল নবীন করিয়া থাক । ৩১ সদাপ্রভুর গৌরব অনন্তকাল থাকুক, সদাপ্রভু আপন কাৰ্য্য সকলে আনন্দ করুন। ৩২ তিনি পৃথিবীর প্রতি দৃষ্টিপাত করিলে তাহা কাপে; তিনি পৰ্ব্বতরাজিকে স্পর্শ করিলে তাহার। ধূমায়মান ३: । ৩৩ অামি যাবজ্জীবন সদাপ্রভুর উদ্দেশে গান করিব ; আমি যতকাল বাচিয়া থাকি, আমার ঈশ্বরের প্রশংস৷ গান করিব । ৩৪ তাহার কাছে আমার ধ্যান মধুর হউক ; আমি সদাও ভুতে আনন্দ করিব। ৩৫ পাপিগণ পৃথিবী হইতে উচ্ছিন্ন হউক, দুষ্টগণ আর না থাকুক। হে আমার প্রাণ, সদাপ্রভুর ধন্যবাদ কর। তোমরা সদাপ্রভুর প্রশংসা কর । * Sの(。 ১ সদাপ্রভুর স্তব কর, তাহার নামে ডাক, জাতিগণের মধ্যে তাহার ক্রিয়া সকল জানাও । ২:তাহার উদ্দেশে গীত গাও, তাহার প্রশংসা গান কর, তাহার সকল আশ্চর্য্য কৰ্ম্ম ধ্যান কর । ৩ তাহার পবিত্র নামের শ্লাঘা কর : সদাপ্রভুর অন্বেষীদেব চিত্ত আনন্দ করুক। ৪ সদাপ্রভুর ও তাহার শক্তির অনুসন্ধান কর, নিয়ত তাহার ক্রমুগের অন্বেষণ কর । ও স্মরণ কর তাহার কুত আশ্চয্য কৰ্ম্ম সকল, তাহার অদ্ভুত লক্ষণ ও তাইরে মুখের শাসন সকল ; ৬ হে তাহীর দাস অব্রাহীমের বংশ, হে যাকোবের সন্তানগণ, তাহার মনোনীতগণ । ৭ তিনি সদাপ্রভু, আমাদের ঈশ্বর, তাহার শাসন সকল সমস্ত পৃথিবীতে বিদ্যমান। ৮ তিনি আপন নিয়ম চিরকাল স্মরণ করেন, সেই বাক্য তিনি সহস্র পুরুষপরম্পরার প্রতি আদেশ করিয়াছেন : ১ সেই নিয়ম তিনি অব্রাহীমের সহিত করিলেন, সেই শপথ ইস্হাকের কাছে করিলেন : ১• তিনি তাহা যাকোবের জন্য বিধি বলিয়া, ইস্রায়েলের জন্ত চিরকালীন নিয়ম বলিয় দাড় করাইলেন । ১১ তিনি কহিলেন, আমি তোমাকে কনান দেশ দিব, তাহাই তোমাদের নির্ণীত অধিকার । ১২ তৎকালে তাহার। সংখ্যাতে অধিক ছিল না, তাহারা অল্পই ছিল, এবং তথায় প্রবাসী ছিল । ১৩ তাহার এক জাতি হইতে অস্ত জাতির নিকটে, এক রাজ্য হইতে অন্ত লোকবৃন্দের নিকটে বেড়াইত । ক্ত ( ইত্ৰ ) হাল্লিলুয়া । 507 গীতসংহিতা । & о 6 ১৪ তিনি কোন মনুষ্যকে তাহীদের প্রতি উপদ্রব করিক্তে দিতেন না, ং তাহীদের জন্ত রাজগণকে অনুযোগ করিতেন । ১৫ “আমার অভিষিক্তগণকে স্পর্শ করিও না, আমার ভাববাদিগণের অপকার করিও ন৷ ” ১৬ আর তিনি দেশে দুর্ভিক্ষ আহ্বান করিলেন, ভক্ষ্যরূপ সমস্ত যষ্টি ভগ করিলেন। ১৭ তিনি তাহদের অগ্ৰে এক পুরুষকে পাঠাইলেন, যোষেফ দাসৰূপে বিক্রীত হইলেন। ১৮ লোকে বেড়ী দ্বারা তাহার চরণকে ক্লেশ দিল ; তাহার প্রাণ লোহে বদ্ধ হইল । ১৯ যাবৎ তাহার বচন সফল ন হইল, তাবৎ সদাগ্রচুর বাক্য তাহাক পরীক্ষা করিল। ২• রাজা লোক পঠাইয়া উহাকে ছাড়িয়া দিলেন, জাতিগণের কৰ্ত্ত তাহকে মুক্ত করিলেন। ২১ তিনি তাহাকে আপন বাটীর প্রভু করিলেন, আপনার সমস্ত সম্পত্তির কর্তা করিলেন, ২২ যেন তিনি তাহার অমাত্যগণকে ইচ্ছানুসারে বন্ধন করেন, ও তাঁহাঁর প্রাচীনবর্গকে জ্ঞান প্রদান করেন। ২৩ আর হস্রায়েল মিসরে উপস্থিত হইলেন, যাকেলি হামের দেশে প্রবাস করিলেন । ২৪ ঈশ্বর নিজ প্রজাদের অতিশয় বংশবৃদ্ধি করিলেন, বিপক্ষগণ হইতে তাহাদিগকে বলবান্‌ করিলেন । ২৫ তিনি উহাদের চিত্ত এমন ফিরাইলেন যে, উহার তাহার প্রজাদিগকে ঘৃণা করিল, তাহার দাসদের প্রতি ধূৰ্ত্ততার ব্যবহার করিল। ২৬ তিনি পাঠাইলেন আপন দাস মেশিকে, ও হারোণকে, যাহাকে তিনি মনোনীত করিয়াছিলেন। ২৭ তাহার। উহাদের মধ্যে তাহার নানা চিহ্ন, হামের দেশে নানা অদ্ভূত লক্ষণ দেখাইলেন। ২৮ তিনি অন্ধকার পাঠাইলেন, আর অন্ধকার হইল : তাহারা তাহার বাক্যের বিরুদ্ধাচরণ করিলেন না । ২৯ তিনি উহাদের জল রক্তে পরিণত করিলেন, উহাদের মৎস্ত সকল মারিয়া ফেলিলেন। ৩• উহাদের দেশ ভেকে আকীর্ণ হইল, উহাদের রাজগণের অন্তঃপুরে । তাঁহা পশিল]। ৩১ তিনি বলিলেন, আর দংশকের ঝাক আসিল, পিশুগণ উহাদের সমস্ত অঞ্চলে আসিল । ৩২ তিনি উহাদিগকে বৃষ্টির পরিবর্তে শিল৷ দিলেন, উহাদের দেশে শিখাযুক্ত অগ্নি বর্ষ ছলেন । ৩৩ আর তিনি উহাদের দ্রাক্ষালতা ও ডুমুরগাছে আঘাত কারলেন, উহাদের অঞ্চলের বৃক্ষকুল ভাঙ্গিয় ফেললেন। ৩৪ তিনি বলিলেন, আর পঙ্গপাল আসিল, অসংখ্য পতঙ্গ আসিল । ৩৫ তাহারা উহাদের দেশের সমস্ত ওষধি গ্রাস করিল, উহাদের ভুমির ফল খাইয় ফেলল।