পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৫১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Go ob’ ৩৬ অীর তিনি উহাদের দেশে প্রথমজাত সকলকে, উহাদের সমস্ত শক্তির প্রথম ফলকে, আঘাত করিলেন । ৩৭ পরে তিনি লোকদিগকে রৌপ্য ও স্বর্ণের সহিত বাহির করিয়া আনিলেন, তাহার গোষ্ঠীদের মধ্যে এক জনও উছোট খায় নাই । ৩৮ তাহারা প্রস্থান করিলে মিসর আনন্দ করিল, কারণ উহার তাহদের হইতে ত্রাসপিন্ন হইয়াছিল। ৩৯ তিনি চন্দ্রতপের জন্ত মেঘ বিস্তার কfরলেন, তিনি রাত্রি আলোকময় করণার্থে অগ্নি দিলেন । ৪• তাহারা যাঙ্ক। করিলে তিনি ভারুই পক্ষী আনাইলেন, এবং স্বগীয় ভক্ষ্যে তাহাদিগকে তৃপ্ত করিলেন। ৪১ তিনি শৈল খুলিয়। দিলেন, জল প্রবাহিত হইল ; তাহা নদী হইয়। শুষ্কভূমিতে বহিল। ৪২ কারণ তিনি আপন পবিত্র বাক্য স্মরণ করিলেন, আপন দাস অব্রাহামকে স্মরণ কfরলেন । ৪৩ তিনি আপন প্রজাদগকে আনন্দ সহ, নিজ মনোনীতfদগকে সঙ্গীত সহ বাহির করিয়া আনিলেন । ৪৪ তিনি তাহাদিগকে জাতিগণের দেশ দিলেন, তাহার লোকবৃন্দের এমের ফলাধিকারী হইল, ৪৫ যেন তাহার। তাহার বিধি সকল পালন করে, তাহার ব্যবস্থ। রক্ষ। করে । তোমরা সদ(প্রভুর প্রশংসা কর । る?Wり ১ তোমরা সদাপ্রভুর প্রশংসা কর; সদাপ্রভুর স্তব কর, কেনন। তিনি মঙ্গলময়, তাহার দয়া অনন্তকালস্থায়ী । ২ কে সদাপ্রভুর বিক্রমের কার্য্য সকল বৰ্ণিতে পারে ? কে তাহার সমস্ত প্রশংসা প্রচার করিতে পারে ? ৩ ধন্ত তাহার, যাহার স্থায় রক্ষা করে, ধন্ত সে, যে সতত ধৰ্ম্মীচরণ করে । ৪ সদাপ্রভু, তোমার প্রজাদের প্রতি তোমার যে মমতা, সেই মমতায় আমাকে স্মরণ কর : তোমার পরিত্রাণ সহ আমার তত্ত্ব লও : ৫ যেন আমি তোমার মনোনীতগণের মঙ্গল দেখি, যেন তোমার জাতির আনন্দে আনন্দ করি, যেন তোমার অধিকারের সহিত শ্লাঘ। করি। ৬ পিতৃপুরুষদের সহিত আমরা পাপ করিয়াছি, আমরা অপরাধী হইয়াছি, অধৰ্ম্ম করিয়tiছ । ৭ আমাদের পিতৃপুরুষের মিসরে তোমার আশ্চর্ষ্য ক্রিয় সকল বুঝল না, তোমার দয়ার বাহুল্য স্মরণ করিল না, বরং সমুদ্রতীরে, সুফ-সাগরে, বিরুদ্ধাচরণ করিল। তথাপি তিনি আপন নামের অনুরোধে তইliদগকে পরিত্রাণ করিলেন, যেন তিনি আপন বিক্রম জ্ঞাত করেন। গীতসংহিতা । [ ) e C ; లిల- e ని ; ఇy 1 ৯ তিনি স্বফ-সাগরকে ধমক দিলেন, আর তাহ শুষ্ক হুইল, তিনি তাহাদিগকে জলধি দিয়া চালাইলেন, যেমন প্রান্তর দিয়৷ চালায় । ১০ আর তিনি বিদ্বেষীর হস্ত হইতে তাহাদিগকে ত্রাণ করিলেন, শক্রর হস্ত হইতে তাহাদিগকে মুক্ত করিলেন ; ১১ জল তাহীদের বিপক্ষগণকে আচ্ছদন করিল, উহাদের এক জনও অবশিষ্ট থাকিল না । ১২ তখন তাহারা তাহার বাক্যে বিশ্বাস করিল, তাহার প্রশংসা গান করিল। ১৩ তাহারা ত্বরায় তাহার কার্য্য সকল ভুলিয়া গেল, তাহার মন্ত্রণার অপেক্ষায় রহিল না ; ১৪ কিন্তু প্রান্তরে অত্যন্ত লোভ করিল, মরুভূমিতে ঈশ্বরের পরীক্ষা করিল। ১৫ তাহাতে তিনি তাহদের প্রার্থিত তাহাদিগকে দিলেন, কিন্তু তাহদের প্রাণে ক্ষীণত পাঠাইলেন। ১৬ আরও তাহার। শিবিরের মধ্যে মোশির প্রতি, ও সদাপ্রভুর পবিত্র লোক হারোণের প্রতি ঈর্ষা করিল। ১৭ ভুমি ফাটিয়া গিয়া দাথনকে গ্রাস করিল, অবীরামের মণ্ডলীকে আচ্ছাদন করিল। ১৮ তাহদের মণ্ডলীর মধ্যে অগ্নি জ্বলিয়া উঠিল : অনল-শিখ দুষ্টগণকে পোড়াইয়। ফেলিল । ১৯ তাহার হোরেবে এক গোবৎস নিৰ্ম্মাণ করিল, ছাচে ঢাল। প্রতিমার কাছে প্ৰণিপাত করিল। ২০ এই রূপে তৃণভোজী গোরুর প্রতিমার সহিত তাহার। আপনাদের গৌরব পরিবর্তন করিল। ২১ তাহার। আপন ত্ৰাণকৰ্ত্ত ঈশ্বরকে ভুলিয় গেল, যিনি মিসরে বিবিধ মহৎ কাৰ্য্য করিয়াছিলেন ; ২২ হামের দেশে নানা আশ্চৰ্য্য ক্রিয়া, সুফ-সাগরের ধারে নানা ভয়ঙ্কর কার্য্য করিয়াছিলেন । ২৩ অতএব তিনি কহিলেন, উহাদিগকে সংহার করিতে হইবে ; কিন্তু তাহার মনোনীত মোশি তাহার সাক্ষাতে ভঙ্গ স্থানে দাড়াইলেন, তাহার কোপ ফিরাইবার জন্ত দাড়াইলেন, পাছে তিনি তাহাদিগকে বিনাশ করেন। ২৪ আর তাহার রমণীয় দেশ তুচ্ছ করিল, তাহার বাক্যে বিশ্বাস করিল না ; ২৫ কিন্তু আপন আপন তাম্বুর মধ্যে বচসা করিল, সদাপ্রভুর রবে কর্ণপাত করিল না। ২৬ অতএব তিনি তাহাদের বিরুদ্ধে হস্ত তুলিলেন, বলিলেন, আমি উহাদিগকে প্রান্তরে নিপাত করিব, ২৭ আমি উহাদের বংশকে জাতিগণের মধ্যে নিপাত্ত করিব, উহাদিগকে নানা দেশে ছিন্নভিন্ন করিব । ২৮ তাহারা বাল-পিয়োরের প্রতি আসক্ত হইল, মরীদের বলি ভোজন করিল। 508