১ ০ ৬ ; ২৯ – ১০ ৭ ; ১৩ । ] ২৯ এইরূপে তাহার স্ব স্ব কৰ্ম্ম দ্বার। তাহাকে অসন্তুষ্ট করিল : তাই তাঁহাদের মধ্যে মহামারীর প্রাদুর্ভাব হইল । ৩০ তখন পীনহস দাড়াইয়। বিচার সাধন করিলেন, তাহাতে মহামারী নিবৃত্ত হইল । ৩১ তাহ। তাহার পক্ষে ধাৰ্ম্মিকতা বলিয়। গণিত হইল, পুরুষে পুরুষে চিরকালের জন্ত গণিত হইল । ৩২ তাহারা মরীবার জলসমীপেও ঈশ্বরের কোপ জন্মাইল, আর তাহদের জন্য মোশির বিপদ ঘটিল ; ৩৩ কেননা তাহার। তাহার আত্মার বিরুদ্ধে বিদ্রোহী হইল, আর উনি আপন ওন্তাধরে অবিবেচনার কথা কহিলেন। ৩৪ তাহারা জাতিগণকে বিনষ্ট করিল না, যাহ সদাপ্রভু করতে আজ্ঞা দিয়াছিলেন। ৩৫ কিন্তু তাহার। জাতিগণের সহিত মিশ্রিত হইল, উহাদের ক্রিয়। শিক্ষা করিল ; ৩৬ আর উহাদের প্রতিমা সকলের সেবা করিল, তাহাতে সে সকল তাহাদের ফাদ হইয়। উঠিল ; ৩৭ ফলে তাহারা আপনাদের পুত্রদিগকে, আর আপনাদের কন্যাদিগকে ভুতদের উদেশে বলি দান করিল : ৩৮ তাহার নির্দেষদের রক্তপাত, স্ব স্ব পুত্ৰকস্তাদেরই রক্তপাত করিল, কননীয় প্রতিমাগণের উদেশে তাহাদিগকে বলিদান করিল : দেশ রক্তে অশুদ্ধ হইল। ৩৯ এইরূপে তাইরি। আপনাদের কার্য্যে অশুচি, আপনাদের ক্রিয়াতে ব্যভিচারী হইল। গীতসংহিতা । G 6 :) ৪• তাহাতে আপন প্রজাদের উপরে সদাপ্রভুর ক্রোধ জ্বলিয়া উঠিল, তিনি আপন অধিকারকে ঘৃণা করিলেন। ৪১ তিনি তাহাদিগকে জাতিগণের হস্তে সমর্পণ করিলেন, তাহাতে তাহদের বিদ্বেষিগণ তাহদের উপরে কর্তৃত্ব করিল। ৪২ তাহদের শক্রগণও তাহীদের প্রতি দৌরাত্ম্য করিল, এবং তাহার। উহাদের হস্তের বশে নত হইল । ৪৩ অনেক বার তিনি তাহাদিগকে উদ্ধার করিলেন, কিন্তু তাহারা আপনাদের মন্ত্রণায় বিদ্রোহী হইল, ও আপনাদের অপরাধে ক্ষীণ হইয় পড়িল । ৪৪ তখাচ তিনি যখন তাহদের কাকূক্তি শুনিলেন, তখন তাহদের সঙ্কটের প্রতি দৃষ্টিপাত করিলেন। ৪৫ তিনি তাহদের পক্ষে আপনার নিয়ম স্মরণ করলেন, নিজ দয়ার মহত্ত্বানুসারে অনুশোচনা করিলেন। ৪৬ যাহার। তাহাদিগকে বন্দি করিয়াছিল, তাহাদের সকলকার দৃষ্টিতে তিনি তাহাদিগকে করুণী প্রাপ্ত করিলেন । ৪৭ হে সদাপ্রভু, আমাদের ঈশ্বর, আমাদের ত্রণ কর, জাতিগণের মধ্য হইতে আমাদিগকে সংগ্রহ কর । যেন আমরা তোমার পবিত্র নামের স্তব করি, যেন তোমার প্রশংসায় জয়ধ্বনি করি। ৪৮ ধন্ত সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, অনাদিকাল অবধি অনন্তকাল পর্য্যন্ত । সমস্ত লোক বলুক, তামেন। তোমরা সদাপ্রভুর প্রশংসা কর । পঞ্চম খণ্ড । So ১ সদাপ্রভুর স্তব কর, কেননা তিনি মঙ্গলময়, তাহার দয়। অনন্তকালস্থায়ী । ২ সদাপ্রভুর মুক্তগণ এই কথা বলুক, যাহাদিগকে তিনি বিপক্ষের হস্ত হইতে মুক্ত করিয়া ছেন, ৩ যাহাদিগকে তিনি সংগ্ৰহ করিয়াছেন নানা দেশ হইতে, পুর্ব ও পশ্চিম হইতে, উত্তর ও দক্ষিণ হইতে । ৪ তাহার। প্রান্তরে নির্জন পথে পরিভ্রমণ করিল, বসতি-নগর পাইল না। ৫ তাহার ক্ষুধিত ও তৃষ্ণাৰ্ত্ত হইল, তাহাদের প্রাণ অন্তরে মুৰ্চ্ছাপন্ন হইল। ৬ সঙ্কটে তাহার। সদাপ্রভুর কাছে ক্ৰন্দন করিল, আর তিনি তাহাদিগকে কষ্ট হইতে উদ্ধার করিলেন ? ৭ তিনি তাহাদিগকে সরল পথেও গমন করাইলেন, যেন তাহার। বসতি-নগরে যাহতে পারে। ৮ লোকে সদাপ্রভুর স্তব করুক, তাহার দয়া প্রযুক্ত, মনুষ্য-সন্তানদের জন্ত তাহার আশ্চয্য কৰ্ম্ম প্রযুক্ত । ৯ কারণ তিনি আপ্যায়িত করেন আকাঙ্ক্ষী প্রাণকে, তিনি ক্ষুধিত প্রাণকে উত্তম দ্রব্যে তৃপ্ত করেন। ১০ লোকের অন্ধকারে ও মৃতু্যচ্ছায়ায় বসিয়াছিল, দুঃখপাশে ও লোহ-শৃঙ্খলে বদ্ধ ছিল ; ১১ কারণ তাহার ঈশ্বরের বাক্যের বিরুদ্ধাচরণ করিত, পরাৎপরের মন্ত্রণ তুচ্ছ করিত ; ১২ তাই তিনি তাহদের হৃদয় আয়াসে অবনত করিলেন ; তাহার। পতিত হইল, সাহায্যকারী কেহ ছিল না। ১৩ সঙ্কটে তাহার। সদাপ্রভুর কাছে ক্ৰন্দন করিল, 509
পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৫১৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।