পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৫২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

С 5 о আর তিনি তাহাদিগকে কষ্ট হইতে ত্রাণ করিলেন। ১৪ তিনি অন্ধকার ও মৃতু্যচ্ছায়া হইতে তাহাদিগকে বাহির করিয়া আনিলেন, তাহাদের বন্ধন সকল ছেদন করিলেন। ১৫ লোকে সদাপ্রভুর স্তব করুক, তাহার দয়া প্রযুক্ত, মনুষ্য-সন্তানদের জন্ত তাহার আশ্চৰ্য্য কৰ্ম্ম প্রযুক্ত। ১৬ কারণ তিনি পিত্তলের কবাট ভগ্ন করিয়াছেন, লৌহময় অর্গল ছেদন করিয়াছেন। ১৭ মুখেরা আপনাদের অধৰ্ম্মীচরণ প্রযুক্ত, আপনাদের অপরাধ প্রযুক্ত দুর্দশাপন্ন হয়। ১৮ তাহীদের প্রাণ সমস্ত খাদ্য দ্রব্য ঘৃণা করে, তাহারা মৃত্যুদ্বারের সমীপে উপস্থিত হয়। ১৯ সঙ্কটে তাহার। সদাপ্রভুর কাছে ক্ৰন্দন করে, আর তিনি তাহাদিগকে কষ্ট হইতে ত্রাণ করেন। ২০ তিনি আপন বাক্য পঠাইয় তাহাদিগকে স্বস্থ করেন, তাহীদের খাত হইতে তাহাদিগকে রক্ষা করেন। ২১ লোকে সদাপ্রভুর স্তব করুক, তাহার দয়। প্রযুক্ত, মনুষ্য-সন্তানদের জন্ত তাহার আশ্চৰ্য্য কৰ্ম্ম প্রযুক্ত । ২২ তাহারা স্তববলি উৎসর্গ করুক, আনন্দগান সহ তাহার ক্রিয়ার বর্ণনা করুক। ২৩ যাহারা জাহাজে চড়িয়া সমুদ্রযাত্র করে, মহাজলরাশির মধ্যে ব্যবসায় করে, ২৪ তাহার। সদাপ্রভুর কার্য্য সকল দেখে, গভীর জলে তাহার আশ্চৰ্য্য ব্যাপার সকল দেখে। ২৫ তিনি আজ্ঞ দ্বারা প্রচণ্ড বায়ু উত্থাপন করেন, তাহা জলের তরঙ্গ মালা উঠায় । - ২৬ তাহারা আকাশে উঠে, তাহারী জলধিতলে নামে, বিপাকে পড়িয় তাহদের প্রাণ গলিয়া যায়। ২৭ তাহারা মত্তের স্থায় হেলিয়া দুলিয়া দুলিয়৷ পড়ে, তাহাঁদের সমস্ত বুদ্ধি বিলুপ্ত হয়। ২৮ সঙ্কটে তাহার। সদাপ্রভুর কাছে ক্ৰন্দন করে, আর তিনি তাহাদিগকে কষ্ট হইতে বাহির করেন। ২৯ তিনি ঝটিকা প্রশমিত করেন : তাহাতে জলরাশির তরঙ্গ সকল নিস্তব্ধ হয় । ৩• তখন তাহার। তানন্দ করে, কেননা শান্তি হইল, আর তিনি তাহাদিগকে তাহদের অভীষ্ট পোতাশ্রয়ে লইয়া যান । ৩১ লোকে সদাপ্রভুর স্তব করুক, তাহার দয়া প্রযুক্ত, মনুষ্য-সন্তানদের জন্ত তাহার আশ্চৰ্য্য কৰ্ম্ম প্রযুক্ত । ৩২ তাহার। প্রজ-সমাজে তাহার প্রতিষ্ঠা করুক, প্রাচীনদের সভাতে র্তাহার প্রশংসা করুক । ৩৩ তিনি নদী সকলকে প্রান্তরে, জলের উনুই সমূহকে শুষ্ক ভূমিতে পরিণত করেন, ৩৪ তিনি ফলবান দেশকে লবণ-প্রান্তর করেন, তথকার নিবাসীদের কদাচরণ প্রযুক্ত। ৩৫ তিনি প্রস্তরকে জলাশয়ে, গীতসংহিতা । ( ) రి • ; ) 8 – : o ;~ ; : ) { মরুভূমিকে জলের উলুই সমূহে পরিণত করেন ; ৩৬ আর সেখানে তিনি ক্ষুধিত লোকদিগকে বাস করান, যেন তাহার বসতি-নগর প্রস্তুত করে, ৩৭ এবং ক্ষেত্রে বীজ বপন ও দ্রাক্ষালতা রোপণ করে, এবং উৎপন্ন ফল সঞ্চয় করে। ৩৮ তিনি তাহাদিগকে আশীৰ্ব্বাদ করেন, তাই তাহার আতিশয় বৃদ্ধি পায়, এবং তিনি তাহদের পশুগণকে হ্রাস পাইতে দেন না। ৩৯ আবার তাহার। হ্রাস পায় ও অবনত হয়, উৎপীড়ন, বিপদ ও শোক প্রযুক্ত । ৪• তিনি কৰ্ত্তাদের উপরে তুচ্ছতা ঢালিয়া দেন, পথহীন মরুভূমিতে তাহাদিগকে ভ্রমণ করান ; ৪১ কিন্তু দরিদ্রকে দুঃখ হইতে উচ্চে স্থাপন করেন, আর মেষপালের দ্যায় পরিবার দেন । ৪২ তাহ দেখিয় সরল লোকে আনন্দিত হয়, আর সমস্ত দুষ্টত আপন মুখ রুদ্ধ করে। ৪৩ জ্ঞানবান কে ? সে এই সমস্ত বিবেচনা করিবে, তাহার। সদাপ্রভুর বিবিধ দয়া আলোচনা করিবে। Sob" গীত। দ্বায়ুদের সঙ্গীত । ১ হে ঈশ্বর, আমার চিত্ত স্বস্থির ; আমি গান করিব, আমার গৌরব সহ স্তব করিব। ২ জাগ্রৎ হও, নেবল ও বীণে ; আমি উষাকে জাগাইব । ৩ সদাপ্রভু, আমি জাতিগণের মধ্যে তোমার স্তব করিব, আমি লোকবৃন্দের মধ্যে তোমার প্রশংস গাইব । ৪ কেননা তোমার দয়া তাকাশমণ্ডল অপেক্ষা মহৎ, তোমার সত্য মেঘ পৰ্য্যন্ত ব্যাপ্ত । ৫ হে ঈশ্বর, তাকাশমণ্ডলের উপরে উন্নত হও ; সমস্ত পৃথিবীর উপরে তোমার গৌরব উন্নত হউক । ৬ তোমার প্রিয়েরা যেন উদ্ধার পায়, তৰ্জ্জন্ত তুমি দক্ষিণ হস্ত দ্বারপরিত্রণ কর, আমাদিগকে উত্তর দেও। ৭ ঈশ্বর আপন পবিত্রতায় কথা কহিয়াছেন। আমি উল্লাস করিব ; আমি শিথিম বিভাগ করিব, ও স্বাক্কাতের তলভূমি মাপিব । ৮ গিলিয়দ আমার, মনঃfশও আমার ; আর ইঞ্জয়িম আমার শিরস্ত্রাণ ; যিছুদ। আমার বিচারদও ; ৯ মোয়াব আমার প্রক্ষালনপাত্র : আমি ইদোমের উপরে নিজ পাদুকা নিক্ষেপ করিব : পলেষ্টিয়ার উপরে জয়ধ্বনি করিব । ১০ কে আমাকে ঐ দৃঢ় নগরে লইয়। যাইবে ? কে ইদোম পর্য্যন্ত আমাকে পথ দেখাইয়া দ্বিবে r ১১ হে ঈশ্বর, তুমি কি আমাদিগকে ত্যাগ কর নাই ? হে ঈশ্বর,তুমি আমাদের বাহিনীগণ সহ গমন কর না। 510