পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৫২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* ०b~ ; s२ - * * e ; ७ | ] ১২ বিপক্ষের প্রতিকূলে আমাদের সাহায্য কর; কেননা মনুষের সাহায্য অলীক । ১৩ ঈশ্বরের দ্বারা আমরা বীরের কৰ্ম্ম করিব : তিনিই আমাদের বিপক্ষাদগকে মর্দন করিবেন। So> ১ হে আমার প্রশংসাপত্র ঈশ্বর, নীরব থাকিও ন । ২ কেননা লোকে আমার বিরুদ্ধে দুষ্টতার মুখ ও ছলের মুখ খুলিয়াছে ; তাহার মিথ্যাবাদী জিহবা দ্বারা আমার সহিত কথা কহিয়াছে । ৩ তাহারা দ্বেষবাক্যেও আমাকে ঘেরিয়াছে, এবং অকারণে আমার সহিত যুদ্ধ করিয়াছে। ৪ আমার প্রেমের পরিবর্তে তাহারা আমার বিপক্ষ হইয়াছে, কিন্তু আমি প্রার্থনায় রত। ৫ তাহার। আমার উপরে হিতের পরিবর্তে অহিত, আমার প্রেমের পরিবর্তে দ্বেষ রাগিয়ছে । ৬ তুমি সেই ব্যক্তির উপরে দুর্জনকে নিযুক্ত কর; বিপক্ষ তাহার দক্ষিণে দাড়াইয় থাকুক। ৭ বিচার সময়ে সে দোষীকৃত হউক, তাহার প্রার্থন পাপরূপে গণিত হউক । ৮ তাহার আয়ুঃ অল্প হউক, অদ্য ব্যক্তি তাহার অধ্যক্ষপদ প্রাপ্ত হউক । ৯ তাহার সন্তানগণ পিতৃহীন হউক, তাহার স্ত্রী বিধবা হউক । ১• তাহার সন্তানগণ ভ্ৰমণ করিতে করিতে ভিক্ষা করুক, আপনাদের উৎসন্ন স্থান হইতে দুরে [খাদ্য] অন্বেষণ করুক । ১১ মহাজন তাহার সর্বস্ব আটক করুক, অপর লোকেরা তাহার শ্রমফল লুট করুক। ১২ তাহার প্রতি কৃপা করে, এমন কেহ না থাকুক, তাহার অনাথ সন্তানদের প্রতি কেহ অনুগ্রহ না করুক। ১৩ তাহার ভাবী বংশ উচ্ছিন্ন হউক, পরপুরুষের সময়ে তাহদের নাম লুপ্ত হউক। ১৪ তাহার পিতৃগণের অধৰ্ম্ম সদাপ্রভুর স্মরণে থাকুক, তাহার মাতার পাপ লুপ্ত না হউক । ১৫ সে সকল সৰ্ব্বদ। সদাপ্রভুর সাক্ষাতে থাকুক, যেন তিনি পৃথিবী হইতে তাহদের স্মৃতি লোপ করেন। ১৬ কেননা সে দয়া করিবার বিষয় মনে করিত না, কিন্তু তাড়ন করিত দুঃখী ও দরিদ্র ব্যক্তকে, ও ভগ্নান্তঃকরণ লোককে, বধ করিবার নিমিত্ত। ১৭ সে অভিশাপ দিতে ভাল বাসিত, তাহ। তাহারই প্রতি ঘটিল ; আশীৰ্ব্বাদ করতে তাহার প্রীতি হইত না, তাহ তাহ। হইতে দুরে রহিল। প্রধান বাদ্যকরের জন্য। দায়ুদেৱ সঙ্গীত। গীতসংহিতা । © o o ১৮ সে অভিশাপকে বস্ত্রের দ্যায় পরিধান করিত, তাহা তাহার অন্তরে জলের দ্যায় পশিল, তাহার অস্থিতে তৈলের দ্যায় প্রবিষ্ট হইল। ১৯ তাহ। তাহার পক্ষে পরিধানার্থক বস্ত্রের স্থায়, ও নিত্য কটিবন্ধনের স্থায় হউক । ২• সদাপ্রভু হইতে এই ফল পায় আমার বিপক্ষের, আমার প্রাণের বিরুদ্ধে যাহারা দুৰ্ব্ববাক্য বলে, তাহারা । ২১ কিন্তু, হে প্ৰভু সদাপ্রভু, নিজ নামের অনুরোধে আমার সহিত ব্যবহার কর : তোমার দয়া মঙ্গলময়, অতএব আমাকে উদ্ধার কর । ২২ কেননা আমি দুঃখী ও দরিদ্র, এবং আমার অন্তরে হৃদয় আহত হইয়াছে । ২৩ আমি হেলিয়া পড়া ছায়ার দ্যায় অতীত হইতেছি . পঙ্গপালের দ্যায় ইতস্ততঃ চালিত হইতেছি। ২৪ উপবাস দ্বার। আমার হাটু দুৰ্ব্বল হইয়াছে, বসার অভাবে আমার মাংস বিকৃত হইয়াছে। ২৫ আর আমি উহাদের কাছে তিরস্কারের পাত্র হইয়াছি : আমাকে দেখিলেই তাহারা মাথ নাড়ে। ২৬ হে সদাপ্রভু, আমার ঈশ্বর, আমার সাহায্য কর, নিজ দয়ানুসারে আমাকে পরিত্রাণ কর, ২৭ যেন তাহারা জানিতে পায় যে, এ তোমার হস্ত, তুমিই, হে সদাপ্রভু, এই সকল করিয়াছ। ২৮ তাহারা শাপ দিউক, কিন্তু তুমি আশীৰ্ব্বাদ করিও তাহারা উঠিলে লজ্জিত হুইবে, কিন্তু তোমার এই দাস আনন্দ করিবে । ২৯ আমার বিপক্ষগণ অপমান-পরিহিত হইবে, উত্তরায়ের ছায় লজ্জায় তাiচ্ছাদিত হইবে । ৩• আমি নিজ মুখে সদাপ্রভুর অতিশয় স্তব করিব, লে। কারণ্যের মধ্যে তাহার প্রশংসা করিব। ৩১ কারণ তিনি দরিদ্রের দক্ষিণে দাড়াইয়া থাকেন, যেন তাহার প্রাণের বিচারকদের হইতে তাহাকে ত্রাণ করেন । SSo দায়ুদের সঙ্গীত। ১ সদাপ্রভু আমার প্রভুকে বলেন, তুমি আমার দক্ষিণে বস, যাবৎ আমি তোমার শক্রগণকে তোমার পাদপীঠ না করি । ২ সদাপ্রভু সিয়োন হইতে তোমার পরাক্রম-দও প্রেরণ করবেন, তুমি আপন শক্রদের মধ্যে কর্তৃত্ব করিও । ৩ তোমার বিক্রম-দিনে * তোমার প্রজাগণ স্ব-ইচ্ছায় দত্ত উপহার হুইবে : পবিত্র শোভায়, উষার গৰ্ত্ত হইতে, তোমার যুবকের তোমার কাছে শিশিরতুল্য। {

  • ( বা ) তোমার সৈন্যসাযন্ত সংগ্রহ] দিনে । + ( বা ) তোমার শিশিরবৎ যৌবনকাল আছে।

511