পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৫২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

اه لا و ن ه ۵ -اوا و 8 داد ৬ পৰ্ব্বতগণ, তোমরা কেন লম্ফ দিলে মেষের দ্যায় ? উপপৰ্ববতগণ, তোমর কেন লম্ফ দিলে মেষশাবকের স্থায় ? ৭ পৃথিবি ! তুমি কম্পিত হও, প্রভুর সাক্ষাতে, যাকোবের ঈশ্বরের সাক্ষাতে । ৮ তিনি শৈলীক পরিণত করিলেন জলাশয়ে, চকমকি প্রস্তরকে জলের উৎসে । SS Co. ১ হে সদাপ্রভু, আমাদিগকে নয়, আমাদিগকে নয়, কিন্তু তোমারই নাম গৌরবান্বিত কর, তোমার দয়ার অনুরোধে, তোমার সত্যের অনুরোধে । ২ জাতিগণ কেন বলবে,

  • কোথায় উহাদের ঈশ্বর ?” ৩ আমাদের ঈশ্বর ত স্বর্গে থাকেন ;

তিনি যাহা ইচ্ছা করিয়াছেন, তাহাঁই করিয়াছেন। ৪ উহাদের প্রতিম। সকল রৌপ্য ও স্বর্ণ, মনুষ্যের হস্তের কার্য্য। ৫ মুখ থাকিতেও তাহার কথা কহে না ; চক্ষু থাকিতেও দেখিতে পায় না : ৬ কর্ণ থাকিতেও শুনিতে পায় না : নাসিক থাকিতেও ভ্ৰাণ পায় না ; ৭ হস্ত থাকিতেও স্পর্শ করিতে পারে না : চরণ থাকিতেও চলিতে পারে না : তাহার কণ্ঠে কথা কহিতে পারে না । ৮ যেমন তাহারা, তেমনি হইবে তাহদের নিৰ্ম্মাতার, আর যে কেহ সে গুলিতে নির্ভর করে। ৯ হে ইস্রায়েল, তুমি সদাপ্রভুতেই নির্ভর কর : * তিনিই তাহদের সহায় ও তাঁহাদের ঢাল । ১০ হারোণের কুল, তোমরা সদাপ্রভুতেই নির্ভর কর ;

  • তিনিই তাহদের সহায় ও তাহদের ঢাল । ১১ সদাপ্রভুর ভয়কারিগণ, সদাপ্রভুতে নির্ভর কর : * তিনিহ তাহদের সহায় ও তাহদের ঢাল ।” ১২ সদাপ্রভু আমাদিগকে মনে রাখিয়াছেন ; তিনি

আশীৰ্ব্ববাদ করিবেন, ইস্রায়েলের কুলকে আশীৰ্ব্ববাদ করিবেন, হারোণের কুলকে আশীৰ্ব্বাদ করিবেন। ১৩ যাহার। সদাপ্রভুকে ভয় করে, তিনি তাহাদিগকে আশীৰ্ব্ববাদ করিবেন, ক্ষুদ্র কি মহান সকলকে করিবেন। ২৪ সদাপ্রভু তোমাদের বৃদ্ধি করুন, তোমাদের ও তোমাদের সন্তানগণের বৃদ্ধি করুন। ১৫ তোমরা সদাপ্রভুর আশীৰ্ব্বাদপত্র, তিনি স্বর্গের ও পৃথিবীর নিৰ্ম্মাণকৰ্ত্ত । ১৬ স্বর্গ সদাপ্রভুরই স্বৰ্গ, কিন্তু তিনি পৃথিবী মনুষ্য-সন্তানদিগকে দিয়াছেন। ১৭ মৃতের সদাপ্রভুর প্রশংসা করে না, যাহার নিস্তব্ধ স্থানে নামে, তাহার কেহ করে না । о. т. 33 } গীতসংহিতা । G Jరి ১৮ কিন্তু আমরা সদাপ্রভুর ধন্যবাদ করিব, এখন অবধি অনন্তকাল পর্য্যন্ত করিব । তোমরা সদাপ্রভুর প্রশংসা কর। SSV ১ আমি সদাপ্রভুকে প্রেম করি, কারণ তিনি শুনেন আমার রব ও আমার বিনতি । ২ তিনি তামার প্রতি কৰ্ণপাত করিয়াছেন, তজ্জন্ত আমি যাবজ্জীবন তাহীকে ডাকিব । ৩ মৃত্যুর রজজু আমাকে বেষ্টন করিল, পাতালের কষ্ট আমাকে পাইয়। বসিল, আমি সঙ্কটে ও দুঃখে পড়িলাম । ৪ তখন আমি সদাপ্রভুর নামে ডাকিলাম, বিনয় করি, সদাপ্রভু, আমার প্রাণ রক্ষা কর। ৫ সদাপ্রভু কৃপাবান ও ধৰ্ম্মময়, বস্তুতঃ তামাদের ঈশ্বর স্নেহশীল । ৬ সদাপ্রভু অমায়িকদিগকে রক্ষা করেন ; আমি দীনহীন হইলে তিনি আমার পরিত্রাণ করিলেন। ৭ হে আমার প্রাণ, তোমার বিশ্রাম-স্থানে ফিরিয়া যাও, কেননা সদাপ্ৰভু তোমার মঙ্গল করিয়াছেন। ৮ কারণ তুমি মৃত্যু হইতে আমার প্রাণ, অশ্রু হইতে আমার চক্ষু, পতন হইতে আমার চরণ, উদ্ধার করিয়াছ। ৯ আমি সদাপ্রভুর সাক্ষাতে যাতায়াত করিব, জীবিতদের দেশেই করিব । ১০ আমার বিশ্বাস আছে, তাই কথা বলিব ;* আমি নিতান্ত দুঃখত্ত ছিলাম । ১১ তামি উদ্বেগে বলিয়ছিলাম, মনুষ্যমাত্র মিথ্যাবাদী। ১২ আমি সদাপ্রভু হইতে যে সকল মঙ্গল পাইয়াছি, তাহার পরিবৰ্ত্তে তাহকে কি ফিরাইয়া দিব ? ১৩ আমি পরিত্রাণের গানপাত্র গ্রহণ করিব, এবং সদাপ্রভুর নামে ডাকিব । ১৪ আমি সদাপ্রভুর কাছে আমার মানত সকল পূর্ণ করিব ; তাহার সমস্ত প্রজার সাক্ষাতেই করিব । ১৫ সদাপ্রভুর দৃষ্টিতে বহুমূল্য তাহার সাধুগণের মৃত্যু । ১৬ বিনয় করি, সদাপ্রভু, আমি তোমার দাস : আমি তোমার দাস, তোমার দাসীর পুত্ৰ ; তুমি আমার বন্ধন সকল মুক্ত করিয়াছ। ১৭ আমি তোমার উদ্দেশে স্তব-বলি উৎসর্গ করিব, আর সদাপ্রভুর নামে ডাকিব । ১৮ সদাপ্রভুর কাছে আমার মানত সকল পূর্ণ করিব, তাহার সমস্ত প্রজার সাক্ষাতেই করিব ; ১৯ সদাপ্রভুর গৃহের প্রাঙ্গণে, হে যিরশালেম, তোমারই মধ্যে পূর্ণ করিব। তোমরা সদাপ্রভুর প্রশংসা কর।

  • (ব) আমার বিশ্বাস ছিল, যখন (এইরূপ ) বলিলাম ।

513