১ ১ ৯ ; ১১ – ৪৯ ৷ ] আমাকে তোমার আজ্ঞা-পথ ছাড়িয়া ঘূরিয়া বেড়াইতে দিও না । ১১ তোমার বচন আমি হৃদয়মধ্যে সঞ্চয় করিয়াছি, যেন তোমার বিরুদ্ধে পাপ না করি । ১২ ধন্ত তুমি, হে সদাপ্রভু, আমাকে তোমার বিধিকলাপ শিক্ষা দেও। ১৩ আমি ওন্তাধরে বর্ণনা করিয়াছি তোমার মুখের সমস্ত শাসন। ১৪ আমি তোমার সাক্ষ্য-পথে তামোদ করিয়াছি, যেমন ধনসমূহে লোকে তামোদ করে। ১৫ আমি তোমার নির্দেশমালা ধ্যান করিব, তোমার সকল পথের প্রতি দৃষ্টি রাগিব। ১৬ আমি তোমার বিধিকলাপ হৰ্ষিত হইব, তোমার বাক্য ভুলিয়। যাইব না। ৭ গিমল । ১৭ তোমার দাসের মঙ্গল কর, যেন আমি বঁচি, তাহা হইলে আমি তোমার বাক্য পালন করিব । ১৮ আমার নয়ন খুলিয়৷ দেও, যেন আমি দর্শন করি, তোমার ব্যবস্থায় আশ্চয্য আশ্চৰ্য্য বিষয় দেখি । ১৯ আমি পৃথিবীতে প্রবাসী, আম৷ হইতে তোমার আজ্ঞ সকল লুকাইও না। ২• আমার প্রাণ আকাঙক্ষায় ক্ষুণ্ণ হয় তোমার শাসনকলাপের জন্য, সৰ্ব্ব সময়ে । ২১ তুমি সেই শাপগ্ৰস্ত অহঙ্কারাদিগকে ভৎসনা করিয়াছ, যাহার তোমার আজ্ঞা-পথ ছাড়িয়া ঘুরিয়া বেড়ায়। ২২ আম৷ হইতে দুর্নাম ও অপমান দূর কর, কেননা তাtমি তোমার সাক্ষ্যকলাপ পালন করিয়াছি। ২৩ জনাধ্যক্ষেরাও বসিয়া আমার বিপক্ষে কথা কহিয়াছেন; তোমার এই দাস তোমার বিধি ধ্যান করে । ২৪ তোমার সাক্ষ্যকলাপ আমার হর্ষজনক, সেগুলি আমার মন্ত্রণাদায়ক মুহৃৎ। `तः । [क्लृ९ ।। ২৪ আমার প্রাণ ধূলিতে সংলগ্ন, তোমার বাক্যানুসারে আমাকে সঞ্জীবিত কর। ২৬ আমি আপন পথসমূহের কথা বললাম, আর তুমি আমাকে উত্তর দিয়াছ, তোমার বিধিকলাপ আমাকে শিক্ষা দেও। ২৭ তোমার নিদেশ-পথ আমাকে বুঝাইয়া দেও, আমি তোমার আশ্চৰ্য্য কৰ্ম্ম সকল ধ্যান করিব। ২৮ আমার প্রাণ দুঃখে গলিয়া পড়িতেছে, তোমার বাক্যানুসারে আমাকে উঠাও । ২৯ আমা হইতে মিথ্যার পথ দূর কর, কৃপা করিয়া তোমার ব্যবস্থ। আমাকে দেও। ৩• আমি বিশ্বস্ততার পথ মনোনীত করিয়াছি, আমি তোমার শাসনকলাপ সম্মুখে রাখিয়াছি। ৩১ আমি তোমার সাক্ষ্যসমূহে আসক্ত ; গীতসংহিতা । G. S Go সদাপ্রভু, আমাকে লজ্জিত করিও না। ৩২ আমি তোমার তাজ্ঞা-পথে দোড়িল, কেননা তুমি আমার হৃদয় প্রশস্ত করিতেছ। n C< | ৩৩ সদাপ্রভু, তোমার বিধি-পথ আমাকে দেখাও, তার আমি শেষ পর্যাস্তু তাহ পালন করিব । ৩৪ আমাকে বিবেচনা দেও, আমি তোমার ব্যবস্থা মানিব, সর্ববান্তঃকরণে তাহ পালন করিব । ৩৫ তোমার আজ্ঞা-পথে আমাকে গমন করাও, কারণ তাহাতেই আমার প্রীতি । ৩৬ তোমার সাক্ষ্যকলাপের প্রতি আমার হৃদয় ফিরাও, লোভের প্রতি ফিরাইও না । ৩৭ অলীকতা-দর্শন হইতে আমার চক্ষু ফিরাও, তোমার পথে আমাকে সঞ্জীবিত কর। ৩৮ তোমার দাসের পক্ষে সফল কর তোমার বচন, যাহা তোমার প্রতি ভয় সম্বন্ধীয় । ৩৯ দূর কর আমার দুনাম, যাহার বিষয় আমি ভয় করি, কেননা তোমার শাসনকলাপ উত্তম । ৪ • দেখ, আমি তোমার নিদেশ সকলের আকাঙক্ষা করিয়৷ আসিতেছি, তোমার ধৰ্ম্মশীলতায় আমাকে সঞ্জীবিত কর। ৭ বেী । ৪১ আমার প্রতি তোমার দয়া বর্ভূক, হে সদাপ্রভু, তোমার বচনানুসারে তোমার পরিত্রাণ বৰ্ত্তক । ৪২ তবে আমি আমার দুর্নামকারীকে উত্তর দিতে পারিব, কেননা আমি তোমার বাক্যে নির্ভর করিতেছি । ৪৩ আর আমার মুখ হইতে সত্যের বাক্য নিঃশেষে হরণ করিও না, কেননা আমি তোমার শাসনকলাপের অপেক্ষা করি তেছি । ৪৪ অামি সতত তোমার ব্যবস্থা পালন করিব, যুগে যুগে চিরকাল করিব। ৪৫ তার আমি প্রশস্ত স্থানে গতায়াত করিব, কেননা আমি তোমার নিদেশ সকলের অন্বেষণ করিয়াছি । ৪৬ অামি রাজগণের সাক্ষাতেও তোমার সাক্ষ্যকলাপের কথা বলিব, আর আমি লজ্জিত হইব না। ৪৭ তামি তোমার আজ্ঞাসমূহে আমোদ করিব, সে সকল আমি ভাল বাসি। ৪৮ আমি তোমার আজ্ঞ সকলের কাছে অঞ্জলি উঠাইব, সে সকল আমি ভাল বাসি, আমি তোমার বিধিকলাপ ধ্যান করিব । সায়ন। ৪৯ তোমার দাসের পক্ষে সেই বাক্য স্মরণ কর, যদ্বারা তুমি আমাকে প্রত্যাশাযুক্ত করিয়াছ। 515
পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৫২৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।