● ● ● ৫• দুঃখের সময়ে ইহাই তামার সান্তন, তোমার বচন আমাকে সঞ্জীবিত করিয়াছে। ৫১ অহঙ্কারিগণ আমাকে অতিশয় বিদ্রুপ করিয়াছে, তোমার ব্যবস্থা হইতে আমি বিমুখ হই নাই । ৪২ সদাপ্রভু, আমি তোমার পূর্বকালের শাসনকলাপ স্মরণ করিয়াছি, আর সন্তুন পাইয়াছি। ৫৩ দুষ্টদের বিষয়ে আমার ক্ৰোধ জ্বলিয়া উঠিল, কেনন। তাহার তোমার ব্যবস্থা ত্যাগ করে । ৫৪ তোমার বিধিকলাপ হইয়াছে আমার গীত আমার প্রবাস-গৃহে । ৫০ সদাপ্রভু, আমি রাত্রিকালে তোমার নাম স্মরণ করে য়াছি, ও তোমার ব্যবস্থা পালন করিয়াছি। ৫৬ আমি ইহাই পাইয়াছি, তোমার নির্দেশ সকল পালন করিয়াছি। Tী হেৎ । ৫৭ সদাপ্রভু আমার অধিকার ; আমি বলিয়াছি, আমি তোমার বাক্য সকল পালন করিব। e৮ আমি সৰ্ব্বান্তঃকরণে তোমার মুখের প্রসন্নত চেষ্ট৷ করিয়াছি 5 তোমার বচনানুসারে আমার প্রতি কৃপা কর । ৫৯ আমি নিজ পথসমূহ বিবেচনা করিলাম, ও তোমার সাক্ষ্যকলাপের প্রতি আমার চরণ ফিরাই লাম । ৬• আমি সত্বর হইলাম, বিলম্ব করিলাম না, তোমার আজ্ঞ সকল পালন করিবার জন্ত । ৬১ দুষ্টগণের রজজু আমাকে জড়াইয়াছে, আমি তোমার ব্যবস্থা ভুলিয়া যাই নাই। ৬২ আমি মধ্যরাত্রে তোমার স্তব করিতে উঠিব, তোমার ধৰ্ম্মময় শাসনমালার জন্ত । ৬৩ আমি সেই সকলের সখা, যাহার তোমাকে ভয় করে, এবং যাহার তোমার নিদেশ সকল পালন করে। ৬৪ তোমার দয়াতে, হে সদাপ্রভু, পৃথিবী পরিপূর্ণ, আমাকে তোমার বিধিকলাপ শিক্ষা দেও। to টেট। ৬৫ তুমি আপন দাসের প্রতি মঙ্গল ব্যবহার করিয়াছ, হে সদাপ্রভু, তোমার বাক্যানুসারে করিয়াছ । ৬৬ উত্তম বিচার ও জ্ঞান আমাকে শিখাও, কেনন। আমি তোমার আজ্ঞাসমূহে বিশ্বাস করিয়৷ আসিতেছি । ৬৭ দুঃখীৰ্ত্ত হইবার পুৰ্ব্বে আমি ভ্রান্ত ছিলাম, কিন্তু এখন তোমার বচন পালন করিতেছি । ৬৮ তুমি মঙ্গলময় ও মঙ্গলকারী, তোমার বিধিকলাপ আমাকে শিক্ষা দেও। গীতসংহিতা | [ > > > 5 c・一br? 。 ৬৯ অহঙ্কারিগণ তামার বিরুদ্ধে মিথ্যা কথা রচনা করিয়াছে, আমি সববন্তঃকরণে তোমার নিদেশ সকল পালন করিব । ৭ - উহাদের অন্তঃকরণ মেদের স্থায় স্থল ; কিন্তু আমি তোমার ব্যবস্থায় তামোদ করি । ৭১ আমি যে দুঃখাওঁ হইয়াছি, এ আমার পক্ষে উত্তম, যেন আমি তোমার বিধি শিখিতে পাই । ৭২ তোমার মুখের ব্যবস্থা আমার পক্ষে উত্তম, সহস্ৰ সহস্ৰ স্বর্ণ ও রৌপ্যমুদ্র। অপেক্ষা উত্তম ।
- इंबूल । ৭৩ তোমার হস্ত তামার গঠন ও স্থিতি করিয়াছে :
আমাকে বিবেচনা দেও, যেন তোমার আজ্ঞা সকল শিখিতে পারি। ৭৪ যাহার তোমাকে ভয় করে, তাহার। আমাকে দেখিয়া আনন্দিত হইবে, কারণ আমি তোমার বাক্যে প্রত্যাশা করিয়াছি । ৭৫ হে সদাপ্রভু, আমি জানি,তোমার শাসনকলাপ ধৰ্ম্মময়, আর তুমি বিশ্বস্ততায় আমাকে দুঃখ দিয়ছে। ৭৬ তাহ ! তোমার দয়া আমার সান্তনজনক হউক, তোমার দাসের প্রতি তোমার বচনানুসারে হউক । ৭৭ আমার প্রতি তোমার করুণ। বর্ভূক, যেন আমি বাচি ; কেননা তোমার ব্যবস্থা তামার হর্ষজনক । ৭৮ অহঙ্কারিগণ লজ্জিত হউক, কেননা তাহারা মিথ্য বলিয়া আমার সববনাশ করিয়াছে : কিন্তু আমি তোমার নিদেশমালা ধ্যান করিতেছি । ৭৯ যাহার তোমাকে ভয় করে, তাহার। আমার প্রতি ফিরুক, আর তাহার তোমার সাক্ষ্যকলাপ বুঝিবে। ৮• আমার চিত্ত তোমার বিধিতে সিদ্ধ হউক, যেন আমি লজ্জিত না হই । ১ কফ । ৮১ তোমার পরিত্রাণের প্রতীক্ষায় আমার প্রাণ ক্ষীণ হয়, অামি তোমার বাক্যের অপেক্ষা করি। ৮২ তোমার বচনের প্রতীক্ষায় আমার চক্ষু ক্ষীণ হয়, আমি বলি, তুমি কখন আমাকে সত্ত্বনা করিবে ? ৮৩ কারণ আমি ধূমস্থ কুপার সদৃশ হইয়াছি ; তথাপি তোমার বিধি ভুলিয়। যাই নাই। ৮৪ তোমার দাসের দিন কত ? কবে তামার তাড়নাকারিগণের বিচার করিলে ? ৮৫ অহঙ্কারিগণ আমার নিমিত্তে গৰ্ত্ত খুঁড়িয়াছে, তাহার তোমার ব্যবস্থানুগামী নয় । ৮৬ তোমার সমস্ত অজ্ঞ। বিশ্বসনীয় ; লোকে মিথ্যা বলিয়। আমাকে তাড়না করে : তামার সাহায্য কর । ৮৭ উহার পৃথিবীতে আমাকে প্রায় নিঃশেষ করিয়াছিল, 516